AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Goa: পুজোয় প্রথমবার গোয়া যাচ্ছেন, সমুদ্র সৈকত ছাড়া আর কী-কী ঘুরে দেখবেন?

Goa Tourism: আপনি যদি প্রথমবার গোয়া যাওয়ার কথা ভাবেন, তাও পুজোতে, জেনে রাখুন একদম সঠিক সময়ে যাচ্ছেন। কিন্তু গোয়া মানেই পার্টি, নাচ-গান নয়। এসব পাশাপাশি গোয়া ঘুরে দেখুন। এবার পুজোয় যদি জীবনে প্রথমবার গোয়া যাওয়ার পরিকল্পনা করেন, তাহলে মাথায় রাখা দরকার এই ৫ বিষয়।

Goa: পুজোয় প্রথমবার গোয়া যাচ্ছেন, সমুদ্র সৈকত ছাড়া আর কী-কী ঘুরে দেখবেন?
| Edited By: | Updated on: Sep 15, 2023 | 11:21 AM
Share

কমবয়সিদের বাকেট লিস্টে প্রথমেই থাকে গোয়া। প্রাকৃতিক পরিবেশ, সমুদ্র সৈকতের পাশাপাশি গোয়াকে বিনোদনের জায়গা বললেও ভুল হবে না। বর্ষাকালে অনেকেই ভিড় করেন গোয়ায়। এমনকী শীতকালেও এখানে পর্যটকদের অবাধ বিচরণ। তবে, পুজোর ছুটিতেও অনেকেই গোয়া যাওয়ার পরিকল্পনা করেন। কিন্তু গোয়া মানেই পার্টি, নাচ-গান নয়। এসব পাশাপাশি গোয়া ঘুরে দেখুন। এবার পুজোয় যদি জীবনে প্রথমবার গোয়া যাওয়ার পরিকল্পনা করেন, তাহলে মাথায় রাখা দরকার এই ৫ বিষয়।

সঠিক সময় বেছে নিন

আপনি যদি প্রথমবার গোয়া যাওয়ার কথা ভাবেন, তাও পুজোতে, জেনে রাখুন একদম সঠিক সময়ে যাচ্ছেন। অক্টোবরের মাঝামাঝি সময় থেকে মার্চ মাস পর্যন্ত গোয়া বেড়াতে যাওয়ার সেরা সময়। এসময় গোয়া বেড়ানো অনেক সহজ ও সস্তা। অক্টোবরে বৃষ্টির দেখা মিলতেও পারে। তবে, গরম তুলনামূলক একটু বেশিই থাকে। কিন্তু এই আবহাওয়াতে বেড়াতে মন্দ লাগবে না।

সমুদ্র সৈকতকে রাখুন বাকেটলিস্টে

প্রথমবার গোয়া যাচ্ছেন, সমুদ্র সৈকতে তো যাবেন। কিন্তু কোন সমুদ্র সৈকতের ধারে বসে বিয়ারে চুমুক দেবেন, জানেন? আরব সাগরের উপকূলে অবস্থিত হওয়ায় এখানে সমুদ্র সৈকতের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এমন বেশ কিছু সি-বিচ রয়েছে, যা মিস করা চলবে না। বাগা বিচ, আঞ্জুনা বিচ, কোলভা বিচ, আরামবল বিচ, মান্দ্রেম বিচ, মোরজিম বিচ, বাটারফ্লাই বিচ ইত্যাদি।

স্থাপত্য ঘুরে দেখুন

গোয়া মানেই সমুদ্র সৈকত, পার্টি নয়। এ রাজ্যে রয়েছে ১৬ ও ১৭ শতকের তৈরি বেশ কয়েকটি ঐতিহ্যবাহী স্থান। তার মধ্যে অবশ্যই ঘুরে দেখুন ভেলহা গোয়া, ব্যাসিলিকা অফ বম জিসেস চার্চ ও সেন্ট অগস্টাইন টাওয়ার। এগুলো গোয়ার ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। পুরনো গোয়াকে চিনতে গেলে এসব জায়গায় অবশ্যই যাওয়া দরকার।

ঘুরে দেখুন জাতীয় উদ্যান

গোয়ার পূর্বাঞ্চল জুড়ে পশ্চিমঘাট পর্বত। এখানেই রয়েছে জনপ্রিয় দুধসাগর জলপ্রপাত। এছাড়াও রয়েছে মাদেই বন্যপ্রাণী অভয়ারণ্য, ভগবান মহাবীর জাতীয় উদ্যান ও বন্যপ্রাণী অভয়ারণ্য, নেত্রাভালি বন্যপ্রাণী অভয়ারণ্য এবং কোটিগাও বন্যপ্রাণী অভয়ারণ্য। এছাড়াও পূর্ব গোয়ায় রয়েছে বেশ কিছু মশলা বাগান। এগুলো ঘুরে দেখতে ভুলবেন না। এখানে গেলে পশ্চিমঘাট পর্বতমালার সৌন্দর্যও উপভোগ করতে পারবেন।

গোয়া মানেই অ্যাডভেঞ্চার

গোয়ায় ওয়াটার স্পোর্টস খুবই জনপ্রিয়। স্কুবা ডাইভিং, কায়াকিং, জেট স্কিইং, উইন্ড সার্ফিং ও প্যারাসেলিংয়ের মতো বিভিন্ন অ্যাডভেঞ্চার স্পোর্টসের সুবিধা রয়েছে এখানে। এছাড়া গোয়া ঘুরতে চাইলে স্কুটি ভাড়া করে নিন। দু’চাকার যানে ঘুরে দেখুন গোয়া। এতেই রয়েছে আসল মজা।