West Bengal Tourism: ‘থিম’কে কেন্দ্র করে গড়ে উঠবে পর্যটন কেন্দ্র, পর্যটক টানতে নয়া ভাবনা রাজ্যের

TV9 Bangla Digital | Edited By: megha

Sep 28, 2022 | 2:52 PM

Theme Tourism: থিম পুজো বরাবরই নজর কাড়ে দর্শনার্থীদের। এবার এই টোটকাকেই পর্যটন শিল্পে কাজে লাগাতে চলেছে রাজ্য সরকার। গন্তব্যকে কেন্দ্র করে রাজ্যে গড়ে উঠবে থিম পর্যটন।

West Bengal Tourism: থিমকে কেন্দ্র করে গড়ে উঠবে পর্যটন কেন্দ্র, পর্যটক টানতে নয়া ভাবনা রাজ্যের

Follow Us

পর্যটকদের আকর্ষণ কাড়তেই এই অভিনব ভাবনা রাজ্যের। ইতিমধ্যেই রাজ্যের পর্যটন শিল্পে একাধিক প্রকল্প ও উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বেশ কিছু সুবিধা বাস্তবায়নও হয়েছে। এবার রাজ্যের পর্যটনকে চাঙ্গা করতে ‘থিম’ পর্যটনের ভাবনা পশ্চিমবঙ্গ সরকারের।

হেরিটেজ ও সাংস্কৃতিক, অ্যাডভেঞ্চার, ইকো, বিচ, রুরাল, ওয়েলনেস এবং মিটিং ইনসেনটিভ কনফারেন্স অ্যান্ড এক্সজিবিশন ট্যুরিজম—এই সাত ধরনের ট্যুরিজমের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এই ট্যুরিজমগুলো রাজ্যের কোন কোন জায়গায় গড়ে উঠবে তা এখনও নিশ্চিত নয়। পাশাপাশি এই পর্যটনগুলোর সম্ভাবনা কোথায় কতটা তা বিবেচনা করা হচ্ছে। জেলাশাসকের সহায়তায় পর্যটন কেন্দ্রগুলো বেছে নেওয়া হবে। জেলা থেকে উপযুক্ত স্থান নির্বাচন করে দিলেই তাকে কেন্দ্র করে উন্নয়নের একটা পরিকল্পনা তৈরি করা হবে। তারপরই রাজ্য পর্যটন দফতরের সহায়তায় গড়ে উঠবে ‘থিম ট্যুরিজম’।

একটা সময় ছিল যখন বাংলার মানুষ উইকএন্ড ডেস্টিনেশন হিসেবে দেওঘর, মধুপুর, ঝাড়গ্রামের মতো জায়গা বেছে নিত। এখন পশ্চিমবঙ্গে উইকএন্ড ডেস্টিনেশনের সংখ্যা বেড়েছে। তবে মানুষের আজও ঝোঁক রয়েছে দেওঘরের মতো পর্যটন কেন্দ্রে। পর্যটক দফতরের আধিকারিকদের মতে, এটাকেই বলা হয় ওয়েলনেস ট্যুরিজম।

অন্যদিকে, বিভিন্ন বেসরকারি সংস্থা অফিসের বদলে কোনও ডেস্টিনেশনকে বেছে নিচ্ছে তাদের কনফারেন্স বা মিটিংয়ের জন্য। উচ্চপদস্থ কর্মীদের মধ্যে কনফারেন্স হলে বেশিরভাগই বেছে নেন দিঘা, দার্জিলিং কিংবা অযোধ্যার মতো পর্যটন কেন্দ্রগুলো। এতে অফিসের কাজের সূত্রে দু’দিনের হাওয়া-পানিও বদল হয়ে যায়। এই বিষয়টির উপর গুরুত্ব দিয়ে তৈরি করা হবে মিটিং ইনসেনটিভ কনফারেন্স অ্যান্ড এক্সজিবিশন ট্যুরিজম। যদিও মিটিং ও কনফারেন্সের জন্য এখন রাজ্যের বেশ কিছু হোটেল সংস্থা বিভিন্ন পর্যটন কেন্দ্রে হোটেলের সঙ্গে ব্যাঙ্কোয়েট এবং অডিটোরিয়াম তৈরি করছে। এই বিষয়েও বিশেষ নজর দিতে চলেছে রাজ্য পর্যটন দফতর। এতে পর্যটন কেন্দ্রে পর্যটক টানতে আরও সুবিধা হবে।

এই ‘থিম’ পর্যটনে পর্যটকদের পাশাপাশি স্থানীয় মানুষও উপকৃত হবেন বলে আশা করছে রাজ্য পর্যটন দফতর। রাজ্যে ‘থিম’ পর্যটন গড়ে উঠলে সেটা কেন্দ্র করে কর্মসংস্থানের সুযোগও বাড়বে। পাশাপাশি পর্যটকরা স্থানীয় সংস্কৃতি, খাবার, ঐতিহ্য, রীতি-নীতির সঙ্গেও পরিচিত হতে পারবে। এই বিষয়টি আরও আকর্ষণ করবে বিদেশি পর্যটকদের।

যে সব জায়গায় ঐতিহ্যশালী বা হেরিটেজ স্থাপত্য রয়েছে, সেগুলো আরও উন্নত করে সাংস্কৃতিক পর্যটকদের সামনে তুলে ধরা হবে। রাজ্যের কোন কোন জায়গায় এই সাত ধরনের ট্যুরিজম গড়ে উঠলে স্থানীয় থেকে পর্যটকরা উপকৃত হবেন তার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। স্থান নির্বাচনের জন্য বেশ কয়েকটি বিষয়ের উপর নজর দেওয়া হবে। নির্বাচিত জায়গায় পানীয় জল থেকে শুরু করে শৌচালয় পরিষেবায় খামতি না থাকে, সব কিছু খুঁটিয়ে দেখা হবে।

Next Article