Jagannath Temple in Digha: ২৩-এর বড়দিনের আগেই খুলতে চলেছে দিঘার জগন্নাথ মন্দির, কী প্রভাব পড়বে পর্যটনে?

West Bengal Tourism: আগামিদিনে দিঘার পর্যটনের অংশ হতে চলেছে এই জগন্নাথ মন্দির। কতটা এগিয়েছে মন্দিরের কাজ, কবে থেকে এখানে পর্যটকেরা ঘুরতে যেতে পারবেন?

Jagannath Temple in Digha: ২৩-এর বড়দিনের আগেই খুলতে চলেছে দিঘার জগন্নাথ মন্দির, কী প্রভাব পড়বে পর্যটনে?
Follow Us:
| Edited By: | Updated on: Dec 21, 2022 | 12:52 PM

দিঘা বরাবরই বাঙালিদের প্রিয় উইকএন্ড ডেস্টিনেশন। সময়ের সঙ্গে সঙ্গে দিঘার পাশাপাশি শংকরপুর, তাজপুর,মন্দারমনির মতো সমুদ্র সৈকতগুলো পর্যটকদের মধ্যে জনপ্রিয় হয়েছে। কিন্তু দিঘার জনপ্রিয়তা কমেনি। তাই এই দিঘাকে আরও সুন্দর ও ট্রাভেল-ফ্রেন্ডলি করে তুলতে একাধিক পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য। এবার এই দিঘাতে পুরীর আদলে জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে। দিঘার মতো সৈকত শহরের মান, সৌন্দর্য্য এবং ভ্রমণ পিপাসুদের আকর্ষণ বাড়াতে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

রাজ্য তথা জেলার মুকুটে নবতম সংযোজন দিঘার জগন্নাথ ধাম। দিঘার ধর্মীয় পর্যটনের সবচেয়ে বড় আকর্ষণ হিসেবে গড়ে উঠতে চলেছে এই জগন্নাথের মন্দির। চলতি বছরের মে মাসের প্রথম সপ্তাহে জেলা সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে ওড়িশার পুরীর আদলে দিঘায় তৈরি হবে জগন্নাথ ধাম। কিন্তু কতটা এগিয়েছে জগন্নাথ মন্দিরের কাজ, কবে থেকে এখানে পর্যটকেরা ঘুরতে যেতে পারবেন, এই সব প্রশ্ন রয়ে গিয়েছে। আশা করা হচ্ছে, আগামী বছর বড়দিনের আগে খুলে দেওয়া হবে দিঘার এই জগন্নাথ মন্দির। অর্থাৎ হাতে আর এক বছর।

আগামিদিনে দিঘার পর্যটনের অংশ হতে চলেছে এই জগন্নাথ মন্দির। নিউ দিঘা স্টেশনের কাছে ভগীব্রহ্মপুর মৌজার উপর তৈরি করা হচ্ছে এই মন্দিরটি। চলতি মাসের পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই তৈরি করা হচ্ছে এই মন্দির। উচ্চতাও হচ্ছে পুরীর মন্দিরের সমান। প্রায় ৬৫ মিটার। চলতি বছরের ফেব্রুয়ারিতে এই মন্দিরের নকশা তৈরি হয়। মন্দিরের কাজও ৩৩ শতাংশ পর্যন্ত এগিয়েছে। হিডকোর তদারকিতে শুরু হয়েছে মন্দিরের। রাজস্থানের বংশী পাহাড়পুরের বেলেপাথরে ২০ একর জমির উপর হিডকো এই মন্দিরটি তৈরি করছে।

আগামী বছরের বড়দিন আসার আগেই দিঘার এই জগন্নাথ মন্দির পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে। কিন্তু এই মন্দির পুরীর জগন্নাথ মন্দিরের বিকল্প হতে পারবে কি না, তা নিয়ে পর্যটকদের একাংশের সন্দেহ রয়েছে। দিঘায় ঘুরতে আসা এক মহিলা বলেছেন, “ছোট থেকে দিঘায় ঘুরতে আসি। এখনকার দিঘাকে অনেক বেশি কমার্শিয়াল মনে হয়। এখানে জগন্নাথ মন্দির হবে শুনেছি। কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের ভক্তি এখানে থাকবে না। তবে মন্দির হলে ঘোরার আরও একটা জায়গা হবে। সেটা ভালই হবে।”

অন্যদিকে, আরও এক পর্যটক আবার দিঘায় জগন্নাথ মন্দির তৈরির কাজের বিরোধিতা করেছেন। তিনি বলেছেন, “পুরী ধামের মাহাত্য কোনও দিনই দীঘায় তৈরি হবে না। জগন্নাথ মন্দির বলে লোকে পুরী বোঝে। সেই জায়গা দিঘা নিতে পারবে না। আরও এক পর্যটকের কথায়, “ঠাকুরের মন্দির অবশ্যই পূজনীয়, যেখানেই তা হোক। তবে পুরীর ও দিঘার জগন্নাথ মন্দিরের কোনও তুলনা হয়। এ বিষয়ে প্রতিযোগিতাও নেই। পুরীর সঙ্গে আবেগ অনেক বেশি।”