AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আইন পাশ করলেই অ্যাডভোকেট হওয়া যায়? Lawyer, Advocate আর Barrister-এর মধ্যে কী পার্থক্য জানেন?

Lawyer, Advocate এবং Barrister—এই তিনটি শব্দ প্রায়শই একে অপরের পরিপূরক হিসেবে ব্যবহৃত হলেও, এদের মধ্যে গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। প্রতিটি শব্দের কিন্তু আলাদা মানে রয়েছে। জানুন এই তিনের মধ্যে কী পার্থক্য! কী কাজ প্রত্যেকের?

আইন পাশ করলেই অ্যাডভোকেট হওয়া যায়? Lawyer, Advocate আর Barrister-এর মধ্যে কী পার্থক্য জানেন?
কেসরী ২ ছবিতে আইনজীবির ভূমিকায় অক্ষয় কুমার
| Updated on: Jun 27, 2025 | 5:53 PM
Share

Lawyer, Advocate এবং Barrister—এই তিনটি শব্দ প্রায়শই একে অপরের পরিপূরক হিসেবে ব্যবহৃত হলেও, এদের মধ্যে গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। প্রতিটি শব্দের কিন্তু আলাদা মানে রয়েছে। জানুন এই তিনের মধ্যে কী পার্থক্য! কী কাজ প্রত্যেকের?

১। Lawyer (আইনজীবি) – ‘Lawyer’ একটি সাধারণ শব্দ, যা এমন কাউকে বোঝায় যিনি আইন বিষয়ে পড়াশোনা করেছেন বা আইন বিষয়ে ডিগ্রি অর্জন করেছেন। কেউ যদি আইন পড়ে থাকেন এবং আইন সংক্রান্ত জ্ঞান অর্জন করেন, তবে তিনি একজন Lawyer। তবে এই শব্দটি এককভাবে ব্যবহার করলে বোঝায় না যে, সেই ব্যক্তি আদালতে মামলা পরিচালনা করেন বা বিচার প্রক্রিয়ায় অংশ নেন। অনেক Lawyer শুধুমাত্র পরামর্শদাতা হিসেবেও কাজ করেন। নিয়মিত আদালতে যান না।

২। Advocate (অ্যাডভোকেট) – Advocate হলেন সেই আইনজীবি যিনি আইন বিষয়ে ডিগ্রি অর্জনের পাশাপাশি বার কাউন্সিলে নাম নিবন্ধন করে আদালতে সুনির্দিষ্টভাবে মামলা পরিচালনার অধিকার পান। ভারতে কাউকে ‘Advocate’ বলা হয় তখনই, যখন তিনি আইন অনুযায়ী বিচারব্যবস্থায় সরাসরি অংশগ্রহণ করতে পারেন।

অর্থাৎ সব Advocate হয়তো Lawyer, কিন্তু সব Lawyer-ই Advocate নন। একজন ব্যক্তি আইন পড়ে Lawyer হলেও, যদি তিনি বার কাউন্সিলে রেজিস্টার না করেন, তাহলে তিনি Advocate হতে পারেন না।

৩। Barrister (ব্যারিস্টার) – Barrister শব্দটি মূলত ব্রিটিশ আইনি ব্যবস্থার অংশ। কেউ যদি যুক্তরাজ্যে গিয়ে বিশেষত ইংল্যান্ড ও ওয়েলসের ‘Inns of Court’ থেকে Barrister-at-Law কোর্স সম্পন্ন করেন, তখন তিনি Barrister হন। এটি মূলত একটি সম্মানসূচক ও পেশাগত উপাধি, যা দেখায় যে তিনি আদালতে উচ্চ পর্যায়ে সওয়াল করার জন্য প্রশিক্ষিত।

ভারতে চলতি কথায় Barrister শব্দটি ব্যবহার হয় সেইসব আইনজীবিদের জন্য যাঁরা বিদেশ থেকে আইনের উচ্চতর শিক্ষা নিয়ে ফিরে এসে বার কাউন্সিলে যোগ দেন। সাধারণত অভিজাত ও অভিজ্ঞ আইনজীবিদের বোঝাতেও এই শব্দ ব্যবহার করা হয়ে থাকে।