শরীরের এই ৭ জায়গায় জাস্ট স্প্রে করে দিন, সারাদিন সুগন্ধ ছড়াবেন চারিদিকে!
রোজ সুগন্ধি লাগান? কিন্তু তা দীর্ঘস্থায়ী হয় না? অনেকে এমন সময় মনে করেন, হয়তো সুগন্ধিটির গুণগত মান ভাল নয়। এটা অবশ্যই একটা কারণ হতে পারে। কিন্তু এটাই সুগন্ধি শরীরে বেশিক্ষণ না থাকার একমাত্র কারণ নয়।

রোজ সুগন্ধি লাগান? কিন্তু তা দীর্ঘস্থায়ী হয় না? অনেকে এমন সময় মনে করেন, হয়তো সুগন্ধিটির গুণগত মান ভাল নয়। এটা অবশ্যই একটা কারণ হতে পারে। কিন্তু এটাই সুগন্ধি শরীরে বেশিক্ষণ না থাকার একমাত্র কারণ নয়। আসলে সুগন্ধি লাগানোর সময় কয়েকটি বিষয় মাথায় রাখতে হয়। বিশেষ করে সুগন্ধি শরীরে বেশিক্ষণ ধরে রাখতে হলে তা Pulse Points বা তাপ উৎপন্নকারী জায়গাগুলিতে লাগানো সবচেয়ে কার্যকর। এই জায়গাগুলোতে রক্ত চলাচল বেশি হয়, ফলে শরীরের তাপমাত্রার সঙ্গে সুগন্ধি ধীরে ধীরে গন্ধ ছড়িয়ে দীর্ঘস্থায়ী হয়।
সুগন্ধি বেশিক্ষণ ধরে রাখে এমন শরীরের অংশগুলো:-
১) কান ও গলার পেছনে – রক্তচাপ বেশি, উষ্ণতা ধরে রাখে। তাই হালকা বাতাসে মাথা নাড়ালে ঘ্রাণ ছড়ায়।
২) কনুইয়ের ভাঁজ – হাত নাড়ানোর সময় সুগন্ধি সহজে চারিদিকে ছড়িয়ে যায়। এটি গরম জায়গা, তাই গন্ধ টেকে বেশিক্ষণ।
৩) কব্জির ভাঁজ – এখানে লাগালে ভাল ফল মেলে। তবে পারফিউম লাগিয়ে ঘষবেন না। তা হলে গন্ধ দ্রুত উড়ে যায়।
৪) ঘাড়ের পিছনে – বিশেষ করে চুল খোলা থাকলে এই জায়গায় সুগন্ধি লাগানো খুব ভাল। এখান থেকে সুগন্ধি ধীরে ধীরে ছড়ায়।
৫) বুকের মাঝখানে – এটি শরীরের অন্যতম উষ্ণ অংশ। এখানে দীর্ঘক্ষণ ঘ্রাণ থাকে। এবং ধীরে ধীরে ছড়িয়ে যায়।
৬) হাঁটুর পিছনে – নীচ থেকে ঘ্রাণ ধীরে ধীরে উপরের দিকে ওঠে। বিশেষ করে গরমকালে ও স্কার্ট বা কোনও ড্রেস পরলে এই স্থান সুগন্ধির জন্য উপযুক্ত।
৭) নাভির চারপাশে – এই অংশটিও গরম থাকে এবং জামার নীচে থাকায় সুগন্ধি ধরে রাখে দীর্ঘক্ষণ।
