AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কোন অ্যালকোহল আপনার ত্বকের জন্য সঠিক, জানেন?

অ্যালকোহলও ত্বকের জন্য অপরিহার্য। শুনে অবাক হচ্ছেন? যে কোনও কসমেটিক্স প্রোডাক্ট কেনার সময় দেখে নেন তো কোন অ্যালকোহল আপনার ত্বকের জন্য় উপকারী? কোন অ্যালকোহল আদতে ত্বকের জন্য় সত্য়িই উপকারী? সবটা জানুন এখানে...

কোন অ্যালকোহল আপনার ত্বকের জন্য সঠিক, জানেন?
ছবিটি প্রতীকী
| Updated on: Apr 03, 2021 | 3:39 PM
Share

অ্যালকোহলের সঙ্গে মানুষের সম্পর্ক হাজার বছর ধরে। মদ তৈরিতে, ওষুধ তৈরিতে অ্যালকোহলের গুণ অপরিহার্য। না খাওয়ার কথা বলা হচ্ছে না। কসমেটিক্স প্রোডাক্ট তৈরিতেও অ্যালকোহলের প্রয়োজন হয়। তবে অনেকেই মনে করেন অ্যালকোহল ত্বকের পরিচর্যার জন্য সঠিক উপাদান নয়। কিন্তু সমস্ত কসমেটিক্স প্রোডাক্টেই থাকে অ্যালকোহল। আর সেই অ্যালকোহল আদতে আপনার ত্বকের জন্য উপকারী কি না তা দেখেছেন কখনও?

অ্যালকোহলগুলি বিভিন্ন আকারে থাকে। যাঁদের ত্বক শুষ্ক ও জ্বালা হওযার ঝুঁকি রয়েছে, তাঁদের ত্বকের জন্য অ্যালকোহলের পরিমাণের হেরফের করা হয়। আবাহ ত্বকের আর্দ্রতার তারতম্যের বিশেষেও এই অ্যালকোহলের গুণাবলী গুরুত্বপূর্ণ। অ্যালকোহলকে দুটি ভাগে ভাগ করা যায়। ফ্যাটি ও সাধারণ অ্যালকোহল। ফ্যাটি অ্যালকোহল হল ভেজিটেবল থেকে নির্যাসিত অ্যালকোহল। এরমধ্যে সিটিল, স্টিয়ারিল এবং সিটিরিল অ্যালকোহল যা ত্বকের আর্দ্রতা দূর করতে সক্ষম হয়। ফ্যাটি অ্যালকোহলগুলি ত্বকের ডিহাইড্রেটেড, শুষ্কতা দূর করতে সক্ষম হয়। শুধু তাই নয়, অ্যালকোহল মুখের ব্যাকটিরিয়াকেও খতম করে ব্রণর সংখ্যা ধীরে ধীরে কমাতে সাহায্য করে।

অন্যদিকে সাধারণ অ্যালকোহলের কারণে ত্বকের আর্দ্রতা হারিয়ে ত্বক শুষ্ক হয়ে যায়। ত্বকের মাইক্রোবায়োমকে প্রতিহত করে অনাকাঙ্ক্ষিত ব্যাকটেরিয়ার সৃষ্টি হয়। মুখে মধ্যে ব্রণ তো বটেই, স্কিনের টক্সিনের ঝুঁকিও বাড়িয়ে দেয়। পাশাপাশি চোখের পাশে, কপালেও ঠোঁটের কাছে বলিরেখা তৈরি হয়। সাধারণ অ্যালকোহলে মধ্যে থাকে ইথানল, মিথেইনল, বেনজিল, আইসোপ্রোপাইল এবং মিথাইল। এগুলি ওজনে খুব হালকা ও মুখ-শরীরের ময়েশ্চারাইজারগুলিতে একটি সংরক্ষক হিসাবে সাধারণত ব্যবহৃত হয়। সাধারণ অ্যালকোহল বিশিষ্ট কসমেটিক্স প্রোডাক্ট ব্যবহারের ফলে ত্বকের উজ্জ্বলতা হারিয়ে দীর্ঘস্থায়ী শুষ্কতায় পরিণত হয়ে যায়। এমনকি নিয়মিত ব্যবহারের ফলে মুখের মধ্যে সিস্টিক ব্রণ তৈরি হয়ে ত্বকের দীর্ঘমেয়াদী ক্ষতি হতে পারে।

বিশেষজ্ঞদের কথায়, আমরা সকলেই হায়ড্রেটেড, ব্যালান্সড ত্বক চাই। প্রতিদিন ত্বকের পরিচর্যার সময় আমাদের দেখে নেওয়া দরকার ত্বকের তারতম্য অনুযায়ী কী প্রোডাক্ট ব্যবহার করছি। সেই প্রোডাক্টে কোন অ্যালকোহল ব্যবহার করা হয়েছে তা অবশ্যই দেখে নেওয়া প্রয়োজন। সাধারণ অ্যালকোহল ত্বকের মাইক্রোবায়োমকে ভেঙে দেয়। যা স্কিনের ক্ষেত্রে অত্যন্ত ক্ষতিকর। গরম বা শীত- যে কোনও সময় ত্বকের পরিচর্যার জন্য নয়া প্রোডাক্ট কেনার সময় দু’বার করে চেক করে নিন। সবথেকে ভাল, অরগ্যানিক স্কিনকেয়ার প্রোডাক্ট ব্যবহার করা।