AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bed Sheet Stains: পছন্দের সাদা বেডকভারে জেদি দাগ? তুলবেন যে ঘরোয়া টোটকায়…

How To Remove Tea Stain: চায়ের দাগ কিংবা রক্তের দাগ সাদা চাদর থেকে সহজে তোলা যায় না। তাই বলে কি শখের চাদর বাদ দিয়ে দেবেন? একেবারেই নয়। বরং দাগ তুলতে কাজে লাগান এই সব ঘরোয়া টোটকা

| Edited By: | Updated on: May 06, 2022 | 10:10 AM
Share
বিছানার চাদর যদি হয় দুধ- সাদা তাহলেই কিন্তু ঘুম হয় সেরা। সাদা, নরম বিছানার চাদর আমাজের স্নায়ুর চাপ শিথিল করে, মনকে আরাম দেয়। তাই ঘুম ভাল হয়। সুন্দর একটা ঘুমের পর পরদিন সকালে বেড-টি খেতে গিয়ে যদি চায়ের কাপ থেকে চা পড়ে যায় চাদরে, তখন ভাল ঘুমের দফারফা হয়ে যায়। পিরিয়ডের সময়ও রাতে লিকেজ থেকে চাদরে দাগ হতে পারে।

বিছানার চাদর যদি হয় দুধ- সাদা তাহলেই কিন্তু ঘুম হয় সেরা। সাদা, নরম বিছানার চাদর আমাজের স্নায়ুর চাপ শিথিল করে, মনকে আরাম দেয়। তাই ঘুম ভাল হয়। সুন্দর একটা ঘুমের পর পরদিন সকালে বেড-টি খেতে গিয়ে যদি চায়ের কাপ থেকে চা পড়ে যায় চাদরে, তখন ভাল ঘুমের দফারফা হয়ে যায়। পিরিয়ডের সময়ও রাতে লিকেজ থেকে চাদরে দাগ হতে পারে।

1 / 6
 চাদরে লাগা চা, কফির দাগের উপর এক চামচ বেকিং সোডা দিয়ে ভাল করে ঘষে নিন। এ বার কিছু ক্ষণ রেখে দিন। জল দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন দাগ উঠে গিয়েছে।

চাদরে লাগা চা, কফির দাগের উপর এক চামচ বেকিং সোডা দিয়ে ভাল করে ঘষে নিন। এ বার কিছু ক্ষণ রেখে দিন। জল দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন দাগ উঠে গিয়েছে।

2 / 6
চাদরে দাগের জায়গায় একটুকরো লেবু ঘষে  দিন। এতেও কিন্তু দাগ ছোপ দূর হয়ে যায়।

চাদরে দাগের জায়গায় একটুকরো লেবু ঘষে দিন। এতেও কিন্তু দাগ ছোপ দূর হয়ে যায়।

3 / 6
যেখানে দাগ লেগেছে সেই জায়গায় নুন ঘষে দিন। দাগের জায়গা হালকা করে ভিজিয়ে তারপরই নুন দেবেন। এতেও সহজে দাগ উঠে যায়।

যেখানে দাগ লেগেছে সেই জায়গায় নুন ঘষে দিন। দাগের জায়গা হালকা করে ভিজিয়ে তারপরই নুন দেবেন। এতেও সহজে দাগ উঠে যায়।

4 / 6
দাগ লাগা চাদর ভিনিগারের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। বা জলের সঙ্গে ভিনিগার মিশিয়ে দাগের জায়গায় স্প্রে করুন। এতেও কিন্তু উপকার পাবেন।

দাগ লাগা চাদর ভিনিগারের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। বা জলের সঙ্গে ভিনিগার মিশিয়ে দাগের জায়গায় স্প্রে করুন। এতেও কিন্তু উপকার পাবেন।

5 / 6
চায়ের দাগ তুলতে খুব ভাল কাজ করে টুথপেস্ট। এই পেস্ট বেডশিটের দাগের জায়গায় লাগিয়ে রাখুনয়। এতেও তাড়াতাড়ি দাগ উঠে যায়।

চায়ের দাগ তুলতে খুব ভাল কাজ করে টুথপেস্ট। এই পেস্ট বেডশিটের দাগের জায়গায় লাগিয়ে রাখুনয়। এতেও তাড়াতাড়ি দাগ উঠে যায়।

6 / 6