Bengali film: ‘কুলপি’র প্রেম কি আদৌ পরিণতি পাবে? আসছে এক অন্য ধারার গল্প…

Bengali film: এই ছবিতে এক ইমোশনাল জার্নি দেখতে পাবেন দর্শক। পাশাপাশি এক সামাজিক বার্তাও দেবে এই ছবি।

| Edited By: | Updated on: Nov 17, 2021 | 4:11 PM
‘কুলপি’। না! এ খাবর নয়। কোনও বেড়াতে যাওয়ার জায়গাও নয়। এ হল সিনেমা। পরিচালনায় বর্ষালি চট্টোপাধ্যায়।

‘কুলপি’। না! এ খাবর নয়। কোনও বেড়াতে যাওয়ার জায়গাও নয়। এ হল সিনেমা। পরিচালনায় বর্ষালি চট্টোপাধ্যায়।

1 / 7
পায়েল সরকার, রজতাভ দত্ত, চুমকি চৌধুরি, সাবিত্রী চট্টোপাধ্যায়, বিশ্বনাথ বসু, প্রত্যয় ঘোষের মতো শিল্পীর অভিনয়ে সমৃদ্ধ এই ছবি মুক্তি পাবে ২০২২-এ।

পায়েল সরকার, রজতাভ দত্ত, চুমকি চৌধুরি, সাবিত্রী চট্টোপাধ্যায়, বিশ্বনাথ বসু, প্রত্যয় ঘোষের মতো শিল্পীর অভিনয়ে সমৃদ্ধ এই ছবি মুক্তি পাবে ২০২২-এ।

2 / 7
শ্রী প্রীতম, শোভন গঙ্গোপাধ্যায় এবং সুপ্রদীপ ভট্টাচার্য রয়েছেন এই ছবির মিউজিকের দায়িত্বে।

শ্রী প্রীতম, শোভন গঙ্গোপাধ্যায় এবং সুপ্রদীপ ভট্টাচার্য রয়েছেন এই ছবির মিউজিকের দায়িত্বে।

3 / 7
বামন শুনলেই আমাদের এক টিপিক্যাল ধারণার কথা মনে হয়। এই মানুষরাও যে সাধারণ হাসি, কান্না, সুখ, দুঃখের জীবন যাপন করতে পারেন, তা যেন আমরা ভুলে যাই।

বামন শুনলেই আমাদের এক টিপিক্যাল ধারণার কথা মনে হয়। এই মানুষরাও যে সাধারণ হাসি, কান্না, সুখ, দুঃখের জীবন যাপন করতে পারেন, তা যেন আমরা ভুলে যাই।

4 / 7
এ ছবির গল্পও এক বামনের। চিত্রনাট্য অনুযায়ী তার নাম কুলদীপ রায় চৌধুরি। ডাক নাম কুলপি।

এ ছবির গল্পও এক বামনের। চিত্রনাট্য অনুযায়ী তার নাম কুলদীপ রায় চৌধুরি। ডাক নাম কুলপি।

5 / 7
এক সুন্দরীর প্রেমে পড়ে কুলপি। কিন্তু সেই মেয়ের সঙ্গে বন্ধুত্ব হারিয়ে ফেলার ভয় পায় সে। সত্যিই কি সেই মেয়েটির সঙ্গে কুলপির বন্ধুত্ব কোনও পরিণতি পাবে?

এক সুন্দরীর প্রেমে পড়ে কুলপি। কিন্তু সেই মেয়ের সঙ্গে বন্ধুত্ব হারিয়ে ফেলার ভয় পায় সে। সত্যিই কি সেই মেয়েটির সঙ্গে কুলপির বন্ধুত্ব কোনও পরিণতি পাবে?

6 / 7
এই ছবিতে এক ইমোশনাল জার্নি দেখতে পাবেন দর্শক। পাশাপাশি এক সামাজিক বার্তাও দেবে এই ছবি।

এই ছবিতে এক ইমোশনাল জার্নি দেখতে পাবেন দর্শক। পাশাপাশি এক সামাজিক বার্তাও দেবে এই ছবি।

7 / 7
Follow Us: