‘বলাটা খুব জরুরী ছিল?’ ঐশ্বর্যকে মুহূর্তে রাগিয়ে দেন কপিল, তারপর…

Aishwarya-Kapil Fight: এটা স্পষ্ট করে দিতেই ঠাণ্ডা হয়েছিলেন ঐশ্বর্য। মা হওয়ার পর তাঁর চেহারায় বদল আসে, যা সকলেই লক্ষ্য করেছিলেন। তবে ঐশ্বর্য বলেছিলেন, কয়েকটা দিন তিনি স্বাভাবিক জীবন কাটাতে চান। ডায়েট করে অন্যের নজরে নিজেকে সুন্দর রাখতে ত্যাগ নয়, তিনি যা ইচ্ছে তেমনই খেয়েছিলেন, সেলেব ভুলে স্বাভাবিক থাকার চেষ্টা করেছিলেন।

| Edited By: | Updated on: Feb 07, 2024 | 5:45 PM
ঐশ্বর্য রাই বচ্চন, যাঁর সৌন্দর্যের প্রশংসা করেছেন ভক্তরা বারবার। কখনও প্রকাশ্যে উঠে এসেছে তাঁর অভিনয়ের দাপট, কখনও প্রকাশ্যে উঠে এসেছে তাঁর রূপের মাধুর্য্যের প্রশংসা।

ঐশ্বর্য রাই বচ্চন, যাঁর সৌন্দর্যের প্রশংসা করেছেন ভক্তরা বারবার। কখনও প্রকাশ্যে উঠে এসেছে তাঁর অভিনয়ের দাপট, কখনও প্রকাশ্যে উঠে এসেছে তাঁর রূপের মাধুর্য্যের প্রশংসা।

1 / 8
তবে কটাক্ষের শিকারও তাঁকে কম হতে হয়নি। কখনও সামনে উঠে এসেছে তাঁর সম্পর্ক নিয়ে জল্পনা, কখনও আবার প্রকাশ্যে এসেছে তাঁর শরীরে মেদ নিয়ে কটাক্ষ।

তবে কটাক্ষের শিকারও তাঁকে কম হতে হয়নি। কখনও সামনে উঠে এসেছে তাঁর সম্পর্ক নিয়ে জল্পনা, কখনও আবার প্রকাশ্যে এসেছে তাঁর শরীরে মেদ নিয়ে কটাক্ষ।

2 / 8
যদিও ঐশ্বর্য রাই বচ্চন নিজেই একাধিক সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি এসব কটাক্ষ নিয়ে খুব একটা মাথা ঘামাতে চান না। তবে একবার এই মর্মেই কপিলের ওপর বেজায় রেগে গিয়েছিলেন তিনি।

যদিও ঐশ্বর্য রাই বচ্চন নিজেই একাধিক সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি এসব কটাক্ষ নিয়ে খুব একটা মাথা ঘামাতে চান না। তবে একবার এই মর্মেই কপিলের ওপর বেজায় রেগে গিয়েছিলেন তিনি।

3 / 8
দ্য কপিল শর্মা শোয়ে সেই প্রথম গিয়েছিলেন তিনি। তাঁকে স্বাগত জানাতে গিয়ে কপিল শর্মা বলেছিলেন, 'আমি 'বাল্কে' এত সৌন্দর্য প্রথম সামনে থেকে দেখছি'।

দ্য কপিল শর্মা শোয়ে সেই প্রথম গিয়েছিলেন তিনি। তাঁকে স্বাগত জানাতে গিয়ে কপিল শর্মা বলেছিলেন, 'আমি 'বাল্কে' এত সৌন্দর্য প্রথম সামনে থেকে দেখছি'।

4 / 8
শুনে প্রাথমিকভাবে ঐশ্বর্য রাই বচ্চন ভীষণ রেগে গিয়েছিলেন। তিনি ভেবেছিলেন বাল্ক অর্থে মোটা বোঝাতে চেয়েছিলেন কপিল শর্মা। তাই রেগে গিয়ে প্রশ্ন করেছিলেন ঐশ্বর্য, বাল্ক শব্দটা ব্যবহার করা কি উচিত ছিল?

শুনে প্রাথমিকভাবে ঐশ্বর্য রাই বচ্চন ভীষণ রেগে গিয়েছিলেন। তিনি ভেবেছিলেন বাল্ক অর্থে মোটা বোঝাতে চেয়েছিলেন কপিল শর্মা। তাই রেগে গিয়ে প্রশ্ন করেছিলেন ঐশ্বর্য, বাল্ক শব্দটা ব্যবহার করা কি উচিত ছিল?

5 / 8
উত্তরে কপিল জানিয়েছিলেন,  তিনি সেই অর্থে এই কথাটা বলতেই চাননি। কারণ একটাই, তিনি বাল্ক অর্থে অনেক বলতে চেয়েছিলেন। সেই কারণেই ওই শব্দ ব্যবহার করেছিলেন।

উত্তরে কপিল জানিয়েছিলেন, তিনি সেই অর্থে এই কথাটা বলতেই চাননি। কারণ একটাই, তিনি বাল্ক অর্থে অনেক বলতে চেয়েছিলেন। সেই কারণেই ওই শব্দ ব্যবহার করেছিলেন।

6 / 8
আসলে এত সুন্দর কাউকে তিনি দেখেননি, এটা স্পষ্ট করে দিতেই ঠাণ্ডা হয়েছিলেন ঐশ্বর্য। মা হওয়ার পর তাঁর চেহারায় বদল আসে, যা সকলেই লক্ষ্য করেছিলেন।

আসলে এত সুন্দর কাউকে তিনি দেখেননি, এটা স্পষ্ট করে দিতেই ঠাণ্ডা হয়েছিলেন ঐশ্বর্য। মা হওয়ার পর তাঁর চেহারায় বদল আসে, যা সকলেই লক্ষ্য করেছিলেন।

7 / 8
তবে ঐশ্বর্য বলেছিলেন, কয়েকটা দিন তিনি স্বাভাবিক জীবন কাটাতে চান। ডায়েট করে অন্যের নজরে নিজেকে সুন্দর রাখতে ত্যাগ নয়, তিনি যা ইচ্ছে তেমনই খেয়েছিলেন, সেলেব ভুলে স্বাভাবিক থাকার চেষ্টা করেছিলেন।

তবে ঐশ্বর্য বলেছিলেন, কয়েকটা দিন তিনি স্বাভাবিক জীবন কাটাতে চান। ডায়েট করে অন্যের নজরে নিজেকে সুন্দর রাখতে ত্যাগ নয়, তিনি যা ইচ্ছে তেমনই খেয়েছিলেন, সেলেব ভুলে স্বাভাবিক থাকার চেষ্টা করেছিলেন।

8 / 8
Follow Us:
অলিম্পিকে গিয়ে আমাদের অ্যাথলিটরা ঠিকমতো ডিম খেতে পারছেন না
অলিম্পিকে গিয়ে আমাদের অ্যাথলিটরা ঠিকমতো ডিম খেতে পারছেন না
ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন নাতাশা স্তানকোভিচ, তা নিয়েই এখন আলোচনা!
ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন নাতাশা স্তানকোভিচ, তা নিয়েই এখন আলোচনা!
যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তের বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড় টলিউড
যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তের বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড় টলিউড
এক ট্যাবলেটেই দীর্ঘ জীবন!
এক ট্যাবলেটেই দীর্ঘ জীবন!
কার্গিলে তিনের বিরুদ্ধে একের লড়াই! ১৬ হাজার ফুট উপরে কীভাবে লড়াই?
কার্গিলে তিনের বিরুদ্ধে একের লড়াই! ১৬ হাজার ফুট উপরে কীভাবে লড়াই?
রাজ্যের ভাঁড়ার শূন্য, তবুও ঢালাও অনুদান! উৎসবে হাত খোলা, চাকরিতে কবে?
রাজ্যের ভাঁড়ার শূন্য, তবুও ঢালাও অনুদান! উৎসবে হাত খোলা, চাকরিতে কবে?
২০২৪ সালে মহানায়ক সম্মান উঠছে কোন কোন শিল্পীর হাতে?
২০২৪ সালে মহানায়ক সম্মান উঠছে কোন কোন শিল্পীর হাতে?
বান্ধবীর মৃত্যুদিনে তাঁর নামেই অপপ্রচার, নিন্দার ঝড় সমাজমাধ্যমে
বান্ধবীর মৃত্যুদিনে তাঁর নামেই অপপ্রচার, নিন্দার ঝড় সমাজমাধ্যমে
বাড়ল স্ট্যান্ডার্ড ডিডাকশন, বাজেটে কী পেল মধ্যবিত্ত?
বাড়ল স্ট্যান্ডার্ড ডিডাকশন, বাজেটে কী পেল মধ্যবিত্ত?
কোন ছবির শুটিং করতে গিয়ে ঘটে এমনটা? সবটা জানালেন ভিকি নিজেই...
কোন ছবির শুটিং করতে গিয়ে ঘটে এমনটা? সবটা জানালেন ভিকি নিজেই...