Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shocking Facts: কিয়ারা হোক বা মানসী, নায়িকার সঙ্গে ২৫ বছরের ব্যবধান! চরম রোস্ট অক্ষয়

Akshay Kumar: এই নিয়ে মতবিরোধও বর্তমান, যেখানে সাফ মন্তব্যও উঠে আসে যে, এটা অভিনেতাদের নয়, এটা দর্শকদের সমস্যা, কারণ তাঁরা এটা গ্রহণ করছে।

| Edited By: | Updated on: May 23, 2022 | 5:16 PM
অক্ষয় কুমার, যাঁর বিপরীতে থাকা অভিনেত্রীদের তালিকায় নাম রয়েছে কখনও কিয়ারার, কখনও কৃতির, কখনও আবার মানসী চিল্লারের। তবে নায়ক নায়িকার মধ্যে বয়সের ফারাক এতটা!

অক্ষয় কুমার, যাঁর বিপরীতে থাকা অভিনেত্রীদের তালিকায় নাম রয়েছে কখনও কিয়ারার, কখনও কৃতির, কখনও আবার মানসী চিল্লারের। তবে নায়ক নায়িকার মধ্যে বয়সের ফারাক এতটা!

1 / 8
একমাত্র রানি মুখোপাধ্যায়ের সঙ্গে ছাড়া প্রায় সকলের সঙ্গেই কাজ করেছেন তিনি। তাই ভবিষ্যতে যদি সুযোগ আসে নিঃসন্দেহে প্রিয়াঙ্কার সঙ্গে কাজ করবেন।

একমাত্র রানি মুখোপাধ্যায়ের সঙ্গে ছাড়া প্রায় সকলের সঙ্গেই কাজ করেছেন তিনি। তাই ভবিষ্যতে যদি সুযোগ আসে নিঃসন্দেহে প্রিয়াঙ্কার সঙ্গে কাজ করবেন।

2 / 8
মুহূর্তে তা ভাইরাল হয়ে ওঠে নেট দুনিয়ার পাতায়। মাধুরি দীক্ষিত থেকে শুরু করে মানসী, নায়িকাদের বয়স যেন ক্রমেই নিম্নমুখী। এই নিয়ে অতীতেও প্রশ্ন করা হয়েছিল অক্ষয় কুমারকে।

মুহূর্তে তা ভাইরাল হয়ে ওঠে নেট দুনিয়ার পাতায়। মাধুরি দীক্ষিত থেকে শুরু করে মানসী, নায়িকাদের বয়স যেন ক্রমেই নিম্নমুখী। এই নিয়ে অতীতেও প্রশ্ন করা হয়েছিল অক্ষয় কুমারকে।

3 / 8
এবার অক্ষয় কুমার রক্ষা বন্ধন ছবি করতে চার্জ নিলেন মোট ১১০ কোটি টাকা। এই খবর ছড়িয়ে পড়েছে বি-টাউন সূত্রে। যার ১০ শতাংশও পাননি ছবির বাকি স্টারেরা।

এবার অক্ষয় কুমার রক্ষা বন্ধন ছবি করতে চার্জ নিলেন মোট ১১০ কোটি টাকা। এই খবর ছড়িয়ে পড়েছে বি-টাউন সূত্রে। যার ১০ শতাংশও পাননি ছবির বাকি স্টারেরা।

4 / 8
অক্ষয় কুমার একাধিক অভিনেত্রীর সঙ্গে কাজ করেছেন, যাঁদের বয়সের সঙ্গে তাঁর বয়সের ফারাক বিস্তর। কখনও ২৯ কখনও আবার ২৫, অবিশ্বাস্য মনে হলেও এটাই অক্ষয় কুমারের ট্রেন্ড।

অক্ষয় কুমার একাধিক অভিনেত্রীর সঙ্গে কাজ করেছেন, যাঁদের বয়সের সঙ্গে তাঁর বয়সের ফারাক বিস্তর। কখনও ২৯ কখনও আবার ২৫, অবিশ্বাস্য মনে হলেও এটাই অক্ষয় কুমারের ট্রেন্ড।

5 / 8
তারপর থেকেই একের পর এক খবর হয়ে ওঠে ভাইরাল। শোনা যায় টুইঙ্কেল খান্না নাকি অক্ষয় কুমারকে স্পষ্টই জানিয়ে দিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে ছবি করা যাবে না। এতেই শুরু হয় নয়া জল্পনা।

তারপর থেকেই একের পর এক খবর হয়ে ওঠে ভাইরাল। শোনা যায় টুইঙ্কেল খান্না নাকি অক্ষয় কুমারকে স্পষ্টই জানিয়ে দিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে ছবি করা যাবে না। এতেই শুরু হয় নয়া জল্পনা।

6 / 8
কৃতির সঙ্গে অক্ষয় কুমারের বয়সের ফারাক মোট ২৩ বছর। যদিও এই জুটি হাউসফুল ৪ ছবিতে ঝড় তুলেছিলেন, তবে ট্রোল সেদিও পিছু ছাড়েনি।

কৃতির সঙ্গে অক্ষয় কুমারের বয়সের ফারাক মোট ২৩ বছর। যদিও এই জুটি হাউসফুল ৪ ছবিতে ঝড় তুলেছিলেন, তবে ট্রোল সেদিও পিছু ছাড়েনি।

7 / 8
যবে থেকে তিনি বি-টাউনে কাজ করা শুরু করেছেন, তবে থেকেই একের পর এক ছবির কাজ আসতে থাকছে তাঁর কাছে। যার ফলে বিন্দুমাত্র বিশ্রাম নেওয়ার সময়টাও নেই তাঁর। একটা কাজ শেষ করেই ছুটতে হচ্ছে অপর ছবির সেটে।

যবে থেকে তিনি বি-টাউনে কাজ করা শুরু করেছেন, তবে থেকেই একের পর এক ছবির কাজ আসতে থাকছে তাঁর কাছে। যার ফলে বিন্দুমাত্র বিশ্রাম নেওয়ার সময়টাও নেই তাঁর। একটা কাজ শেষ করেই ছুটতে হচ্ছে অপর ছবির সেটে।

8 / 8
Follow Us: