ঋষি কাপুরের স্বপ্ন হল পূরণ। সম্পন্ন হল রণবীর আলিয়ার বিয়ে। ছেলের বিয়েতে গোলাপি লেহেঙ্গায় নিতু কাপুর। সঙ্গে এসেছেন মেয়ে ঋদ্ধিমা কাপুর এবং নাতনি সামায়রা।
মেয়ের বিয়েতে সেলফিতে মজেছেন সোনি রাজদান। মেয়ে শাহিন ভাটকে সঙ্গে নিয়ে পৌঁছেছেন 'বাস্তু'তে।
বাবা মহেশ ভাটকে সঙ্গে নিয়ে 'বাস্তু'তে পৌঁছেছেন দিদি পূজা ভাট। পূজা ভাটের মুখের হাসিই বলে দিচ্ছে তাঁরা কতটা খুশি রণবীর আলিয়ার বিয়েতে।
ভাই রাহুল ভাট সামিল হয়েছেন ছোট বোন আলিয়ার বিয়েতে। বাবা মহেশ ভাট সব সময় রয়েছেন ছেলেমেয়েদের পাশে।
বিয়েতে এসেছেন সইফ-করিনা। গোলাপি শাড়িতে সুন্দরী আলিয়ার ননদ বেবো। অন্যদিকে শেরওয়ানি পরেছিলেন সইফ আলি খান।
মামার বিয়ে এসেছে ছোট্ট তৈমুর ও জেহ। দুজনেই পরেছে পাঞ্জাবী। সাদা পোশাক তৈমুর। অন্যদিকে, গোলাপি পোশাক নজর কেড়েছে ছোট্ট জেহ।
একদিন বলেছিলেন যে, ভাইপো বিয়ে কি না তা তিনি জানেন না। কিন্তু শেষ পর্যন্ত মাস্ক মুখে 'বাস্তু'তে পৌঁছালেন রণধীর কাপুর।
করণ জোহারের হাত ধরে বলিউডে পা রেখেছিলেন আলিয়া। আজ সেই আলিয়া হলেন কাপুর পরিবারের নববধূ। আজ আলিয়ার এই শুভদিনে পাশ রইলেন করণ। গোলাপি পাঞ্জাবী বেছে নিয়েছেন রালিয়ার বিয়েতে।
'ব্রহ্মাস্ত্র'-এর নতুন টিজার পোস্ট করে নতুন দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছিলেন পরিচালক অয়ন মুখার্জি। প্রিয় দুই বন্ধুর বিয়েতে আজ অফ-হোয়াইট পাঞ্জাবীতে দেখা মিলল তাঁর।
প্রিয় বন্ধুর বিয়েতে দেখা মিলল আকাঙ্ক্ষা রঞ্জন কাপুরের। সি গ্রিন রঙের শাড়িতে পরে এসেছেন বেস্ট ফ্রেন্ড আলিয়ার বিয়েতে।