Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Alia-Sonam: বেঁটে বলে বিগ বাজেট ছবি হাতছাড়া আলিয়ার, অফার পেতেই লুফে নেন সোনম

Alia-Sonam: উচ্চতার কারণেই জীবনে একবার বড় খেসারত দিতে হয়েছিল তাঁকে। এক বিগ বাজেট ছবির অফার হয়েছিল হাতছাড়া। অফার পৌঁছেছিল সোনমের কাছে। পৌঁছন মাত্রই তা লুফে নেন সোনম। কোন ছবি জানেন?

| Edited By: | Updated on: Sep 08, 2022 | 9:23 PM
ইন্ডাস্ট্রিতে অভিনেত্রীদের মধ্যে আলিয়ার উচ্চতা খানিক কমই। নিজের উচ্চতা নিয়ে এর আগে প্রকাশ্যেই নানা মন্তব্য করেছেন আলিয়া নিজেই। তবে জানেন কি এই উচ্চতার কারণেই জীবনে একবার বড় খেসারত দিতে হয়েছিল তাঁকে। এক বিগ বাজেট ছবির অফার হয়েছিল হাতছাড়া। অফার পৌঁছেছিল সোনমের কাছে। পৌঁছন মাত্রই তা লুফে নেন সোনম। কোন ছবি জানেন?

ইন্ডাস্ট্রিতে অভিনেত্রীদের মধ্যে আলিয়ার উচ্চতা খানিক কমই। নিজের উচ্চতা নিয়ে এর আগে প্রকাশ্যেই নানা মন্তব্য করেছেন আলিয়া নিজেই। তবে জানেন কি এই উচ্চতার কারণেই জীবনে একবার বড় খেসারত দিতে হয়েছিল তাঁকে। এক বিগ বাজেট ছবির অফার হয়েছিল হাতছাড়া। অফার পৌঁছেছিল সোনমের কাছে। পৌঁছন মাত্রই তা লুফে নেন সোনম। কোন ছবি জানেন?

1 / 5
ছবিটি মুক্তি পেয়েছিল প্রায় ছয় বছর আগে। সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছিল ওই ছবি। ছবিতে ছিল না তথাকথিত নায়ক। এক সাধারণ মেয়ের দুঃসাহসীক কাজের আখ্যান উঠে এসেছিল ওই ছবির মধ্যে দিয়ে।

ছবিটি মুক্তি পেয়েছিল প্রায় ছয় বছর আগে। সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছিল ওই ছবি। ছবিতে ছিল না তথাকথিত নায়ক। এক সাধারণ মেয়ের দুঃসাহসীক কাজের আখ্যান উঠে এসেছিল ওই ছবির মধ্যে দিয়ে।

2 / 5
আন্দাজ করতে পারেন কোন ছবি? মাত্র ২২ বছর বয়সি প্যান এম ফ্লাইট ৭৩-এর বিমানসেবিকা হাইজ্যাক হওয়া বিমানের যাত্রীদের রক্ষা করতে নিজে গুলি খেয়েছিলেন উগ্রপন্থীদের। সেই বীরগাঁথাই ছবির আকারে প্রকাশ পেয়েছিল ২০১৬ সালে।

আন্দাজ করতে পারেন কোন ছবি? মাত্র ২২ বছর বয়সি প্যান এম ফ্লাইট ৭৩-এর বিমানসেবিকা হাইজ্যাক হওয়া বিমানের যাত্রীদের রক্ষা করতে নিজে গুলি খেয়েছিলেন উগ্রপন্থীদের। সেই বীরগাঁথাই ছবির আকারে প্রকাশ পেয়েছিল ২০১৬ সালে।

3 / 5
নিশ্চয়ই আন্দাজ করতে পেরেছেন কোন ছবির কথা বলা হয়েছে? ছবির নাম 'নীরজা'। ওই চরিত্রে সোনম নয় ভাবা হয়েছিল আলিয়াকেই। কিন্তু বিমানসেবিকা হিসেবে আলিয়ার উচ্চতায় সন্তুষ্ট ছিলেন না প্রযোজক অতুল কাসবেকর।

নিশ্চয়ই আন্দাজ করতে পেরেছেন কোন ছবির কথা বলা হয়েছে? ছবির নাম 'নীরজা'। ওই চরিত্রে সোনম নয় ভাবা হয়েছিল আলিয়াকেই। কিন্তু বিমানসেবিকা হিসেবে আলিয়ার উচ্চতায় সন্তুষ্ট ছিলেন না প্রযোজক অতুল কাসবেকর।

4 / 5
সেই কারণেই ছবি যায় সোনমের কাছে। বাদ পড়েন আলিয়া। আলিয়ার উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি। তবু পরবর্তীতে তাঁর অভিনয় ক্ষমতার কাছে ফিকে হয়ে গিয়েছে সবই। নিজের যোগ্যতায় বলিউডে প্রথম সারির অভিনেত্রী হিসেবে আজ তাঁকে চেনে সারা বিশ্ব।

সেই কারণেই ছবি যায় সোনমের কাছে। বাদ পড়েন আলিয়া। আলিয়ার উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি। তবু পরবর্তীতে তাঁর অভিনয় ক্ষমতার কাছে ফিকে হয়ে গিয়েছে সবই। নিজের যোগ্যতায় বলিউডে প্রথম সারির অভিনেত্রী হিসেবে আজ তাঁকে চেনে সারা বিশ্ব।

5 / 5
Follow Us: