Bangla News » Photo gallery » Ananya Panday Slashes Her Fees By 50% After Liger’s Box Office Debacle
Ananya Pandey Controversy: ফ্লপ স্টারের তকমা অনন্যার গায়ে? ছবি পেতেই কি রাতারাতি পরিশ্রমিক করলেন অর্ধেক?
TV9 Bangla Digital | Edited By: Jayita Chandra
Updated on: Dec 14, 2022 | 9:00 AM
Box Office: খবর সামনে আসা মাত্র নেটিজ়েনদের প্রশ্ন তবে কি অনন্যা পান্ডের হাত থেকে চলে যাচ্ছে ভাল ছবির প্রস্তাব!
Dec 14, 2022 | 9:00 AM
বছর শুরু পর থেকেই পর পর দুই বড় ছবির মুক্তি ঘটে অভিনেত্রী অনন্যা পাণ্ডের। দীপিকা পাড়ুকোনের সঙ্গে ছবি গেহরাইয়া ঝড় তুলেছিল বছর শুরুতেই। তবে ছবির রিভিউ তেমন একটা ভাল ছিল না।
1 / 5
তারপরই করণ জোহরের সঙ্গে পুনরায় জুটি বঁধতে দেখা যায় তাঁকে। দক্ষিণী সুপারস্টার কবীর সিং খ্যাত অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে লাইগার ছবি করেন তিনি। বক্স অফিসে যা মুখ থুবরে পড়ে।
2 / 5
ফলে অনন্যার হাতে কাজ থাকলেও বক্স অফিসে তিনি ভাল ফল করতে পারেননি। সম্প্রতি বিটাউনে কান পাতলে শোনা যাচ্ছে এই স্টারকিড নাকি কমিয়ে দিয়েছেন তাঁর পারিশ্রমিক। ছবি পিছু হাঁকছেন প্রায় অর্ধেক।
3 / 5
এই খবর সামনে আসা মাত্র নেটিজ়েনদের প্রশ্ন তবে কি অনন্যা পান্ডের হাত থেকে চলে যাচ্ছে ভাল ছবির প্রস্তাব! বক্স অফিস হিট সেভাবে এখনও পর্যন্ত এটাও দিতে পারেননি তিনি। তবে এর দায় কার?
4 / 5
তাই প্রতিযোগিতার বাজারে ভাল কাজ পেতে নিজের পারিশ্রমিক কমিয়ে ছবিতে ডাক পাওয়ার আশায় কি এই সিদ্ধান্ত নিলেন? তা স্পষ্ট নয়। তবে শোনা যাচ্ছে ৫০ শতাংশ পারিশ্রমিক নাকি কমিয়ে ফেলেচেন তিনি।