ষষ্ঠীর সকালেই কলকাতা ছাড়লেন জীতু এবং নবনীতা। গ্যাংটক, কার্শিয়াং, দার্জিলিং ঘুরে আগামী ১৭ অক্টোবর কলকাতায় ফিরবেন এই জুটি।
কালিম্পংয়ের উদ্দেশ্যে রওনা হলেন অভিনেতা নীল চট্টোপাধ্যায়। এ বার পুজো পাহাড়ে কাটাবেন তিনি।
বিমানবন্দর থেকে ছবি শেয়ার করেছেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত। সঙ্গী গায়ক শোভন গঙ্গোপাধ্যায়। পুজোতে কোথায় বেড়াতে গেলেন তা অবশ্য এখনই খোলসা করেননি এই জুটি।
পরিবারের সঙ্গে সিকিম বেড়াতে গেলেন সঙ্ঘমিত্রা তালুকদার। পুজোয় কেনা নতুন শীতের পোশাক পরবেন পাহাড়ে।
মহুয়া হালদারের পুজো কাটছে দুর্গাপুরে। সেখানেই তাঁর বাড়ি। সপরিবার পুজোয় দুর্গাপুরে যাওয়াই তাঁর কাছে বেড়ানোর সামিল।
বর্ধমানে মেমরিতে বাড়ি অভিনেত্রী অন্বেষা হাজরার। মেমরি থেকে আরও বেশ কিছুটা ভিতরে ধানখেরু গ্রামে তাঁদের আদি বাড়ি। সেখানে দুর্গাপুজো হয়। পুজোয় কোনও বছর কলকাতায় থাকেন না তিনি। এ বারও ধানখেরুতেই কাটবে তাঁর পুজো।