সেটের সকলে একসঙ্গে ছবি তোলেন।
প্রায় ৪ বছরের কাজ। একটা পরিবার হয়ে ওঠা।
পর্দার ভিলেন হলেও আসলে কাছের মানুষ হন সকলে।
ছবিগুলি পোস্ট করেছেন কৃষ্ণকলি ধারাবাহিকের প্রধান অভিনেত্রী তিয়াসা রায়।
পোস্টে নিংড়ে গিয়েছেন আবেগ।
তিয়াসা পোস্টে লিখেছেন, "খুব মিস করব আমার কৃষ্ণকলি টিমকে"।