পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধিতে এমনিতেই নাভিঃশ্বাস অবস্থা মধ্যবিত্তদের। তারই মধ্যে উঠল বিস্ফোরক অভিযোগ। পেট্রোলের সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে কেরোসিন। এমনই বিস্ফোরক অভিযোগ উঠল বীরভূমের সাঁইথিয়ায়। অভিযোগ ঘিরে উত্তাল পেট্রোল পাম্প। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খায় পুলিশ।
বীরভূম শহরে ইন্ডিয়ান ওয়েলের পেট্রোল পাম্পে তেলের সঙ্গে কেরোসিন মেশানোর অভিযোগ উঠল। বুধবার সন্ধ্যায় এই অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে পাম্প। বিক্ষোভ দেখান এলাকাবাসীরা।
স্থানীয়দের অভিযোগ, সাঁইথিয়া বোলসুন্ডা কলোনিতে পেট্রোল পাম্পের মালিক তেলের সঙ্গে মেশাচ্ছেন কেরোসিন। স্থানীয় মানুষ বোতলে তেল ভোরে কেরোসিনের গন্ধ পাচ্ছেন। এরপরেই সন্দেহ হয় তাঁদের। পরিস্থিতি বিক্ষোভ দেখাতে শুরু করে মানুষ।
বেশ খানিকক্ষণ বিক্ষোভের পর ঘটনাস্থলে পৌঁছয় সাঁইথিয়া থানার পুলিশ। পরে তেল দেখে পুলিশেরও সন্দেহ হয়। স্থানীয়দের অভিযোগ যে মিথ্যা নয়, তা পুলিশও বলে। এরপরেই পুলিশের তরফে বন্ধ করা হয় পেট্রোল বিক্রি।
কর্তব্যরত পুলিশ কর্তা জানিয়েছে, তেলটিকে টেস্ট করতে পাঠানো হবে। স্থানীয়দের অভিযোগ খতিয়ে দেখা হবে।
এক গ্রাহক বলেন, "আমি বোতলে তেল নিতে এসেছিলাম। তেল ভরতেই নাকে আসে গন্ধ। সন্দেহ হয়। তখন অন্যদের বিষয়টি দেখাই। পরে তো দেখি এই কেস!" পেট্রোল পাম্প মালিকের তরফে অবশ্য এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।