Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বলিউডের এই ছবিগুলিতে সাংবাদিকদের চরিত্র আপনার কেমন লাগে?

সাংবাদিকের চরিত্র বড়পর্দায় বার বার ঘুরে ফিরে এসেছে। কখনও সিরিয়াস জার্নালিজম। কখনও অনুসন্ধান। কখনও মজার মোড়কে উপস্থাপনা। বলিউডের এই পাঁচটি ছবি সাংবাদিকের চরিত্র দর্শক মনে রেখেছেন।

| Updated on: May 03, 2021 | 12:04 PM
নো ওয়ান কিলড জেসিকা: বাস্তবের সত্যি ঘটনা জেসিকা মার্ডার কেস অবলম্বনে তৈরি হয়েছিল এই ছবি। সিস্টেমের মধ্যে কত দুর্নীতি রয়েছে, তা চিত্রনাট্যের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছিলেন নির্মাতারা। রানি মুখোপাধ্যায় একজন ইনভেস্টিগেটিভ সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছিলেন। এ ছাড়াও মুখ্য ভূমিকায় ছিলেন বিদ্যা বালনও।

নো ওয়ান কিলড জেসিকা: বাস্তবের সত্যি ঘটনা জেসিকা মার্ডার কেস অবলম্বনে তৈরি হয়েছিল এই ছবি। সিস্টেমের মধ্যে কত দুর্নীতি রয়েছে, তা চিত্রনাট্যের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছিলেন নির্মাতারা। রানি মুখোপাধ্যায় একজন ইনভেস্টিগেটিভ সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছিলেন। এ ছাড়াও মুখ্য ভূমিকায় ছিলেন বিদ্যা বালনও।

1 / 5
নায়ক: আদ্যন্ত একটি রাজনৈতিক ছবি। অনিল কাপুর এক সাংবাদিকের ভূমিকায় অভিনয় করেছিলেন। সেখান থেকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব নেওয়ার গল্প দেখেছেন দর্শক। প্রয়াত অভিনেতা অমরীশ পুরীর অসাধারণ অভিনয়ও মনে রাখবেন দর্শক। যিনি একজন দুর্নীতিপরায়ণ রাজনীতিবিদের ভূমিকায় অভিনয় করেছিলেন। অমরীশের চরিত্রটি ওই সাংবাদিকদে একদিনের জন্য তাঁর কাজের দায়িত্ব নেওয়ার চ্যালেঞ্জ দেন।

নায়ক: আদ্যন্ত একটি রাজনৈতিক ছবি। অনিল কাপুর এক সাংবাদিকের ভূমিকায় অভিনয় করেছিলেন। সেখান থেকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব নেওয়ার গল্প দেখেছেন দর্শক। প্রয়াত অভিনেতা অমরীশ পুরীর অসাধারণ অভিনয়ও মনে রাখবেন দর্শক। যিনি একজন দুর্নীতিপরায়ণ রাজনীতিবিদের ভূমিকায় অভিনয় করেছিলেন। অমরীশের চরিত্রটি ওই সাংবাদিকদে একদিনের জন্য তাঁর কাজের দায়িত্ব নেওয়ার চ্যালেঞ্জ দেন।

2 / 5
নুর: পাকিস্তানি লেখত সাবা ইমতিয়াজের লেখা করাচি, ইউ আর কিলিং মি উপন্যাস থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছিল এই ছবি। চিত্রনাট্য অনুযায়ী মুম্বইকে ব্যাকগ্রাউন্ডে রেখে শুটিং হয়েছিল। মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন সোনাক্ষী সিনহা। তিনি এক সাংবাদিকের চরিত্রে অভিনয় করেন। যে সাংবাদিক কাজকে ভালবেসে জীবনের ঝুঁকি নিয়েও দুরন্ত সব খবর করেন।

নুর: পাকিস্তানি লেখত সাবা ইমতিয়াজের লেখা করাচি, ইউ আর কিলিং মি উপন্যাস থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছিল এই ছবি। চিত্রনাট্য অনুযায়ী মুম্বইকে ব্যাকগ্রাউন্ডে রেখে শুটিং হয়েছিল। মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন সোনাক্ষী সিনহা। তিনি এক সাংবাদিকের চরিত্রে অভিনয় করেন। যে সাংবাদিক কাজকে ভালবেসে জীবনের ঝুঁকি নিয়েও দুরন্ত সব খবর করেন।

3 / 5
পিপলি লাইভ: আমির খান প্রোডাকশনের অন্যতম সেরা এই ছবি। ক্ষুধার্ত কৃষক এবং খবরের জন্য ক্ষুধার্ত মিডিয়াকে নিয়ে তৈরি হয়েছিল চিত্রনাট্য। প্রত্যেক অভিনেতার পারফরম্যান্স প্রশংসিত হয়েছিল দর্শক মহলে।

পিপলি লাইভ: আমির খান প্রোডাকশনের অন্যতম সেরা এই ছবি। ক্ষুধার্ত কৃষক এবং খবরের জন্য ক্ষুধার্ত মিডিয়াকে নিয়ে তৈরি হয়েছিল চিত্রনাট্য। প্রত্যেক অভিনেতার পারফরম্যান্স প্রশংসিত হয়েছিল দর্শক মহলে।

4 / 5
তেরে বিন লাদেন: মজার মোড়কে অনেক জরুরি তথ্য তুলে ধরেছিল এই ছবি। আলি জাফর এক সাংবাদিকের ভূমিকায় অভিনয় করেন। পাকিস্তানের করাচির স্থানীয় এক টিভি চ্যানেলের এই সাংবাদিক আমেরিকার কোনও নিউজ চ্যানেলে চাকরি করার স্বপ্ন দেখেন। পাশাপাশি জীবনের মান উন্নত করার জন্য আমেরিকাতে বসবাস করাই তাঁর লক্ষ্য।

তেরে বিন লাদেন: মজার মোড়কে অনেক জরুরি তথ্য তুলে ধরেছিল এই ছবি। আলি জাফর এক সাংবাদিকের ভূমিকায় অভিনয় করেন। পাকিস্তানের করাচির স্থানীয় এক টিভি চ্যানেলের এই সাংবাদিক আমেরিকার কোনও নিউজ চ্যানেলে চাকরি করার স্বপ্ন দেখেন। পাশাপাশি জীবনের মান উন্নত করার জন্য আমেরিকাতে বসবাস করাই তাঁর লক্ষ্য।

5 / 5
Follow Us: