AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Durga Puja 2021: সপ্তমীর ভিড়ে চুলোয় গেল কোভিড বিধি, ঠাকুর দেখতে শিলিগুড়িতে জনপ্লাবন

Siliguri: মঙ্গলবার সপ্তমীর রাত যত বাড়ছিল শহরের মণ্ডপে মণ্ডপে ভিড় পরিলক্ষিত হয়েছে। আর সেই ভিড়ে মাস্কবিহীন যুবক যুবতী যেমন দেখা গিয়েছে, তেমনি বাবা-মার হাত ধরে বাড়ির ছোট্ট সদস্যটির মুখেও দেখা যায়নি মাস্ক।

| Edited By: | Updated on: Oct 12, 2021 | 11:38 PM
Share
শিলিগুড়ি: সপ্তমীর (Saptami) জমজমাট ভিড় শিলিগুড়ি (Siliguri) তে। একের পর এক মণ্ডপে উপচে পড়ছে মানুষের ভিড়। জমজমাট ভিড়ে কার্যত শিকেয় উঠল একাধিক জায়গায় করোনা বিধি (Corona Guideline)। ঠাকুর দেখার ভিড়ে গলদঘর্ম জনতার অধিকাংশের মুখে দেখা গেল না মাস্ক। কারও মাস্ক মাদুলি হয়ে ঝুলছে গলায়। কারও আবার নেইই।

শিলিগুড়ি: সপ্তমীর (Saptami) জমজমাট ভিড় শিলিগুড়ি (Siliguri) তে। একের পর এক মণ্ডপে উপচে পড়ছে মানুষের ভিড়। জমজমাট ভিড়ে কার্যত শিকেয় উঠল একাধিক জায়গায় করোনা বিধি (Corona Guideline)। ঠাকুর দেখার ভিড়ে গলদঘর্ম জনতার অধিকাংশের মুখে দেখা গেল না মাস্ক। কারও মাস্ক মাদুলি হয়ে ঝুলছে গলায়। কারও আবার নেইই।

1 / 5
শিলিগুড়ির বড়ো দুর্গাপুজো গুলির মধ্যে একটি সঙ্ঘশ্রী পুজো-মণ্ডপ। সপ্তমীর ঠাকুর দেখা এবং চণ্ডীপাঠ ও আরতী দেখতে ভিড় জমান বহু মানুষ। মঙ্গলবারের সন্ধ্যা থেকেই মানুষের ঢল বাড়তে শুরু করেছে শিলিগুড়ি বিভিন্ন মণ্ডপে। সেখানে বেশিরভাগ জায়গাতে দেখা গেল করোনা বিধির বালাই নেই। মানুষের ভিড় সামলাতে হিমশিম খেতে দেখা গেল পুলিশ প্রশাসনকে।

শিলিগুড়ির বড়ো দুর্গাপুজো গুলির মধ্যে একটি সঙ্ঘশ্রী পুজো-মণ্ডপ। সপ্তমীর ঠাকুর দেখা এবং চণ্ডীপাঠ ও আরতী দেখতে ভিড় জমান বহু মানুষ। মঙ্গলবারের সন্ধ্যা থেকেই মানুষের ঢল বাড়তে শুরু করেছে শিলিগুড়ি বিভিন্ন মণ্ডপে। সেখানে বেশিরভাগ জায়গাতে দেখা গেল করোনা বিধির বালাই নেই। মানুষের ভিড় সামলাতে হিমশিম খেতে দেখা গেল পুলিশ প্রশাসনকে।

2 / 5
এদিকে পুজো উদ্যোক্তাদের দাবি, করোনা বিধি তাঁরা পুঙ্খনাপুঙ্খ ভাবে মানছেন। কিন্তু মানুষের প্রবল ভিড়ে কিছু জায়গায় শারীরিক দূরত্বের মতো করোনা বিধি যে লঙ্ঘিত হচ্ছে, তা মেনেই নিতে হচ্ছে তাঁদের। প্রশাসনের দাবি, অনেকেই নিয়ম মানছেন। তাঁদের ভাল থাকার জন্যই তো এক বিধিনিষেধ। যদি নিজেরাই নিজেদের ভালমন্দ না বোঝেন কী করা যাবে!

এদিকে পুজো উদ্যোক্তাদের দাবি, করোনা বিধি তাঁরা পুঙ্খনাপুঙ্খ ভাবে মানছেন। কিন্তু মানুষের প্রবল ভিড়ে কিছু জায়গায় শারীরিক দূরত্বের মতো করোনা বিধি যে লঙ্ঘিত হচ্ছে, তা মেনেই নিতে হচ্ছে তাঁদের। প্রশাসনের দাবি, অনেকেই নিয়ম মানছেন। তাঁদের ভাল থাকার জন্যই তো এক বিধিনিষেধ। যদি নিজেরাই নিজেদের ভালমন্দ না বোঝেন কী করা যাবে!

3 / 5
মঙ্গলবার সপ্তমীর রাত যত বাড়ছিল শহরের মণ্ডপে মণ্ডপে ভিড় পরিলক্ষিত হয়েছে। আর সেই ভিড়ে মাস্কবিহীন যুবক যুবতী যেমন দেখা গিয়েছে, তেমনি বাবা-মার হাত ধরে বাড়ির ছোট্ট সদস্যটির মুখেও দেখা যায়নি মাস্ক।  শিলিগুড়ির দাদাভাই, রবীন্দ্র সংঘ, মায়াদেবী ক্লাবে ভিড় সবচেয়ে বেশি দেখা গিয়েছে। দাদাভাই-য়ের প্যান্ডেলে তো করোনা বিধি কার্যত শিকেয় ওঠে।

মঙ্গলবার সপ্তমীর রাত যত বাড়ছিল শহরের মণ্ডপে মণ্ডপে ভিড় পরিলক্ষিত হয়েছে। আর সেই ভিড়ে মাস্কবিহীন যুবক যুবতী যেমন দেখা গিয়েছে, তেমনি বাবা-মার হাত ধরে বাড়ির ছোট্ট সদস্যটির মুখেও দেখা যায়নি মাস্ক। শিলিগুড়ির দাদাভাই, রবীন্দ্র সংঘ, মায়াদেবী ক্লাবে ভিড় সবচেয়ে বেশি দেখা গিয়েছে। দাদাভাই-য়ের প্যান্ডেলে তো করোনা বিধি কার্যত শিকেয় ওঠে।

4 / 5
উল্লেখ্য, স্বাস্থ্য দফতরের দেওয়া মঙ্গলবারের কোভিড বুলেটিন জানাচ্ছে, রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭৬৮ জন। রাজ্যে মোট করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ লক্ষ ৭৭ হাজার ৭১১ জনের। করোনা থেকে মুক্ত হয়েছেন ৭৩৫ জন। বাংলায় এখন করোনায় মৃত্যু হার ১.২০ শতাংশ। দার্জিলিংয়ে শেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৫ জন।

উল্লেখ্য, স্বাস্থ্য দফতরের দেওয়া মঙ্গলবারের কোভিড বুলেটিন জানাচ্ছে, রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭৬৮ জন। রাজ্যে মোট করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ লক্ষ ৭৭ হাজার ৭১১ জনের। করোনা থেকে মুক্ত হয়েছেন ৭৩৫ জন। বাংলায় এখন করোনায় মৃত্যু হার ১.২০ শতাংশ। দার্জিলিংয়ে শেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৫ জন।

5 / 5