U19 T20 World Cup: মেয়েদের যুব বিশ্বকাপের ঢাকে কাঠি, শেফালি-রিচাদের উদ্বুদ্ধ করলেন মিতালি

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jan 14, 2023 | 7:30 AM

U19 Women’s T20 World Cup: আজ থেকে শুরু হচ্ছে মেয়েদের অনূর্ধ্ব ১৯ টি২০ বিশ্বকাপ (U19 Women's T20 World Cup 2023)। টুর্নামেন্টের উদ্বোধনীর দিন ম্যাচ রয়েছে ভারতের। তার আগে ভারতের কিংবদন্তি মহিলা ক্রিকেটার মিতালি রাজ (Mithali Raj) মনোবল বাড়ালেন ভারতের মহিলা ক্রিকেটারদের।

1 / 8
এই প্রথম বার অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৯ মেয়েদের টি২০ বিশ্বকাপ। উল্লেখ্য, উদ্বোধনী অনূর্ধ্ব ১৯ মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে চলেছে মোট ১৬টি দেশ। এক ফ্রেমে ১৬টি দেশের অধিনায়ক। (Pic Courtesy - T20 World Cup Twitter)

এই প্রথম বার অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৯ মেয়েদের টি২০ বিশ্বকাপ। উল্লেখ্য, উদ্বোধনী অনূর্ধ্ব ১৯ মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে চলেছে মোট ১৬টি দেশ। এক ফ্রেমে ১৬টি দেশের অধিনায়ক। (Pic Courtesy - T20 World Cup Twitter)

2 / 8
আজ, ১৪ জানুয়ারি, শনিবার দক্ষিণ আফ্রিকার মাটিতে শুরু হচ্ছে মেয়েদের অনূর্ধ্ব ১৯ টি২০ বিশ্বকাপ (U19 Women's T20 World Cup 2023)। (Pic Courtesy - Twitter)

আজ, ১৪ জানুয়ারি, শনিবার দক্ষিণ আফ্রিকার মাটিতে শুরু হচ্ছে মেয়েদের অনূর্ধ্ব ১৯ টি২০ বিশ্বকাপ (U19 Women's T20 World Cup 2023)। (Pic Courtesy - Twitter)

3 / 8
ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন ডান হাতি তারকা ব্যাটার শেফালি ভার্মা। দেশের হয়ে তাঁর টি২০ ক্রিকেটে অভিষেক হয়েছে ২০১৯ সালে। টেস্ট ও ওডিআই ক্রিকেটে অভিষেক হয়েছে ২০২১ সালে। (Pic Courtesy - BCCI Women Twitter)

ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন ডান হাতি তারকা ব্যাটার শেফালি ভার্মা। দেশের হয়ে তাঁর টি২০ ক্রিকেটে অভিষেক হয়েছে ২০১৯ সালে। টেস্ট ও ওডিআই ক্রিকেটে অভিষেক হয়েছে ২০২১ সালে। (Pic Courtesy - BCCI Women Twitter)

4 / 8
 অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শুরু হওয়ার আগে, শেফালি ভার্মা-রিচা ঘোষরা কিংবদন্তি মহিলা ক্রিকেটার মিতালি রাজের থেকে পেপটক পেয়েছেন। (Pic Courtesy - BCCI Women Twitter)

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শুরু হওয়ার আগে, শেফালি ভার্মা-রিচা ঘোষরা কিংবদন্তি মহিলা ক্রিকেটার মিতালি রাজের থেকে পেপটক পেয়েছেন। (Pic Courtesy - BCCI Women Twitter)

5 / 8
এক নতুন প্রতিযোগিতায় নামার আগে ভারতের অনূর্ধ্ব ১৯ মহিলা দলের ক্রিকেটারদের সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার পাশাপাশি টিপস দিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক মিতালি। (Pic Courtesy - BCCI Women Twitter)

এক নতুন প্রতিযোগিতায় নামার আগে ভারতের অনূর্ধ্ব ১৯ মহিলা দলের ক্রিকেটারদের সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার পাশাপাশি টিপস দিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক মিতালি। (Pic Courtesy - BCCI Women Twitter)

6 / 8
কম বয়সেই ভারতের সিনিয়র দলে খেলার সুযোগ পাওয়ার সুবাদে মিতালি রাজের সঙ্গে ড্রেসিংরুম ভাগ করার সুযোগ পেয়েছেন বাংলার রিচা ঘোষ ও ভারতের অনূর্ধ্ব ১৯ মহিলা দলের অধিনায়ক শেফালি ভার্মা। (Pic Courtesy - BCCI Women Twitter)

কম বয়সেই ভারতের সিনিয়র দলে খেলার সুযোগ পাওয়ার সুবাদে মিতালি রাজের সঙ্গে ড্রেসিংরুম ভাগ করার সুযোগ পেয়েছেন বাংলার রিচা ঘোষ ও ভারতের অনূর্ধ্ব ১৯ মহিলা দলের অধিনায়ক শেফালি ভার্মা। (Pic Courtesy - BCCI Women Twitter)

7 / 8
মিতালির কাছ থেকে পাওয়া ক্রিকেটীয় জ্ঞান নিশ্চিতভাবে কাজে লাগাবেন শেফালি-রিচারা। এই টুর্নামেন্টের উদ্বোধনী সংস্করণের প্রথম দিন রয়েছে চারটি ম্যাচ। টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। (Pic Courtesy - BCCI Women Twitter)

মিতালির কাছ থেকে পাওয়া ক্রিকেটীয় জ্ঞান নিশ্চিতভাবে কাজে লাগাবেন শেফালি-রিচারা। এই টুর্নামেন্টের উদ্বোধনী সংস্করণের প্রথম দিন রয়েছে চারটি ম্যাচ। টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। (Pic Courtesy - BCCI Women Twitter)

8 / 8
ভারতের মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর উইমেন্স ইন ব্লু-কে নতুন টুর্নামেন্টের জন্য় শুভেচ্ছা জানিয়েছেন। টুইটারে এক ভিডিয়ো পোস্ট করে হ্যারি ভারতের মেয়েদের বিশ্বকাপ দেশে আনার বার্তা দিয়েছেন। (Pic Courtesy - Harmanpreet Kaur Twitter)

ভারতের মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর উইমেন্স ইন ব্লু-কে নতুন টুর্নামেন্টের জন্য় শুভেচ্ছা জানিয়েছেন। টুইটারে এক ভিডিয়ো পোস্ট করে হ্যারি ভারতের মেয়েদের বিশ্বকাপ দেশে আনার বার্তা দিয়েছেন। (Pic Courtesy - Harmanpreet Kaur Twitter)

Next Photo Gallery