Darsheel Safari-Aamir Khan: ফের আমিরের সঙ্গে কাজ করবেন দার্শিল সাফারি; ছবির নাম ‘সিতারে জ়মিন পর’

Darsheel-Aamir Comeback: দার্শিল বলেছিলেন, "আমি কখনওই আমির খানের কাছে গিয়ে কাজের কথা বলব না। আমার খুবই লজ্জাবোধ হয়। তবে তিনি যদি চান আমি রাজি আছি।" আমির কিন্তু তাঁর ছোট্ট সহ-অভিনেতাকে ভোলেননি। 'সিতারে জ়মিন পর'-এর গল্প কী হতে চলেছে, এখন সেটাই দেখার বিষয়।

| Edited By: | Updated on: Nov 11, 2023 | 9:00 AM
অনেকগুলো বছর আগে, তাও প্রায় ১৬ বছর আগে, এক অসামান্য শিশুশিল্পীর সঙ্গে অভিনয় করেছিলেন আমির খান। সেই অভিনেতার নাম দার্শিল সাফারি।

অনেকগুলো বছর আগে, তাও প্রায় ১৬ বছর আগে, এক অসামান্য শিশুশিল্পীর সঙ্গে অভিনয় করেছিলেন আমির খান। সেই অভিনেতার নাম দার্শিল সাফারি।

1 / 8
ছবির নাম ছিল 'তারে জ়মিন পর'। সেই ছবিতে ডিসলেক্সিয়ায় আক্রান্ত ছিল দার্শিল অভিনীত চরিত্র ঈশান আবস্তি। লেখাপড়া করতে অসুবিধা হত ঈশানের। মনমরা হয়ে থাকত সারাক্ষণই। কিন্তু দারুণ ছবি আঁকত ঈশান।

ছবির নাম ছিল 'তারে জ়মিন পর'। সেই ছবিতে ডিসলেক্সিয়ায় আক্রান্ত ছিল দার্শিল অভিনীত চরিত্র ঈশান আবস্তি। লেখাপড়া করতে অসুবিধা হত ঈশানের। মনমরা হয়ে থাকত সারাক্ষণই। কিন্তু দারুণ ছবি আঁকত ঈশান।

2 / 8
ডিসলেক্সিয়ায় আক্রান্ত ছিল বলে লেখাপড়ায় অসুবিধা হত ঈশানের। ক্লাসে প্রত্যেকটি বিষয়ে ডাগা ফেল করত সে। স্কুল থেকে ছাড়িয়েও দেওয়া হয়েছিল তাকে। তারপর একটি বোর্ডিংয়ে ভর্তি হয় ঈশান এবং সেখানেই আমির অভিনীত চরিত্রটির সঙ্গে আলাপ হয় তার। সে ছিল ঈশানের মাস্টারমশাই।

ডিসলেক্সিয়ায় আক্রান্ত ছিল বলে লেখাপড়ায় অসুবিধা হত ঈশানের। ক্লাসে প্রত্যেকটি বিষয়ে ডাগা ফেল করত সে। স্কুল থেকে ছাড়িয়েও দেওয়া হয়েছিল তাকে। তারপর একটি বোর্ডিংয়ে ভর্তি হয় ঈশান এবং সেখানেই আমির অভিনীত চরিত্রটির সঙ্গে আলাপ হয় তার। সে ছিল ঈশানের মাস্টারমশাই।

3 / 8
ঈশানকে কীভাবে তার মাস্টারমশাই উদ্বুদ্ধ করে এবং কীভাবে সে লেখাপড়া এবং আঁকায় উন্নতি করে স্কুলে সক্কলের প্রিয় হয়ে ওঠে সেটাই ছিল 'তারে জ়মিন পর' ছবির বিষয়।

ঈশানকে কীভাবে তার মাস্টারমশাই উদ্বুদ্ধ করে এবং কীভাবে সে লেখাপড়া এবং আঁকায় উন্নতি করে স্কুলে সক্কলের প্রিয় হয়ে ওঠে সেটাই ছিল 'তারে জ়মিন পর' ছবির বিষয়।

4 / 8
সেই ঈশান, থুড়ি অভিনেতা দার্শিল সাফারি এখন অনেকটাই বড় হয়ে গিয়েছেন। ২৬ বছর বয়স তাঁর। মাঝে অভিনয় থেকে বেরিয়ে সম্পূর্ণভাবে লেখাপড়ায় মনোনিবেশ করেছিলেন তিনি। এবার ফের অভিনয়ে ফিরে এসেছেন।

সেই ঈশান, থুড়ি অভিনেতা দার্শিল সাফারি এখন অনেকটাই বড় হয়ে গিয়েছেন। ২৬ বছর বয়স তাঁর। মাঝে অভিনয় থেকে বেরিয়ে সম্পূর্ণভাবে লেখাপড়ায় মনোনিবেশ করেছিলেন তিনি। এবার ফের অভিনয়ে ফিরে এসেছেন।

5 / 8
কিছুদিন আগে মুক্তি পেয়েছে দার্শিল অভিনীত 'হুক্কুস বুক্কুস' ছবির ট্রেলার। এবার আমিরের সঙ্গেই কাজ করবেন দার্শিল। আমিরের প্রযোজনায় তৈরি 'সিতারে জ়মিন পর' ছবিতে দেখা যাবে তাঁকে।

কিছুদিন আগে মুক্তি পেয়েছে দার্শিল অভিনীত 'হুক্কুস বুক্কুস' ছবির ট্রেলার। এবার আমিরের সঙ্গেই কাজ করবেন দার্শিল। আমিরের প্রযোজনায় তৈরি 'সিতারে জ়মিন পর' ছবিতে দেখা যাবে তাঁকে।

6 / 8
আমির আগেই এই ছবির কথা দুনিয়াবাসীকে জানিয়েছেন এবং বলেছেন যে , 'সিতারে জ়মিন পর' হতে চলেছে 'তারে জ়মিন পর'-এর চেয়েও বেশি সুন্দর গল্প। সেই ছবিতেই একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন দার্শিল।

আমির আগেই এই ছবির কথা দুনিয়াবাসীকে জানিয়েছেন এবং বলেছেন যে , 'সিতারে জ়মিন পর' হতে চলেছে 'তারে জ়মিন পর'-এর চেয়েও বেশি সুন্দর গল্প। সেই ছবিতেই একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন দার্শিল।

7 / 8
দার্শিল বলেছিলেন, "আমি কখনওই আমির খানের কাছে গিয়ে কাজের কথা বলব না। আমার খুবই লজ্জাবোধ হয়। তবে তিনি যদি চান আমি রাজি আছি।" আমির কিন্তু তাঁর ছোট্ট সহ-অভিনেতাকে ভোলেননি। 'সিতারে জ়মিন পর'-এর গল্প কী হতে চলেছে, এখন সেটাই দেখার বিষয়।

দার্শিল বলেছিলেন, "আমি কখনওই আমির খানের কাছে গিয়ে কাজের কথা বলব না। আমার খুবই লজ্জাবোধ হয়। তবে তিনি যদি চান আমি রাজি আছি।" আমির কিন্তু তাঁর ছোট্ট সহ-অভিনেতাকে ভোলেননি। 'সিতারে জ়মিন পর'-এর গল্প কী হতে চলেছে, এখন সেটাই দেখার বিষয়।

8 / 8
Follow Us: