Ganga Saptami 2024: গঙ্গা সপ্তমীতেই হবে লক্ষ্মীলাভ! মোক্ষ ও ধনলাভের জন্য আজই করুন এই প্রতিকার

Puja Rules And Astro Tips: গঙ্গা সপ্তমীর দিনে গঙ্গায় স্নান করে দেবী গঙ্গার আরাধনা করলে সকল রকম পাপ থেকে মুক্তি পাওয়া যায় বলে হিন্দুরা বিশ্বাস করেন। জ্যোতিষশাস্ত্রে এই দিনের গুরুত্ব ব্যাখ্যা করে কিছু বিশেষ প্রতিকার দেওয়া হয়েছে। যে প্রতিকারগুলি মেনে চললে ভক্তরা মোক্ষ ও ধন লাভ করেন। জীবনে আসা সব ধরনের সমস্যা থেকে মুক্তি পায় বলে ধারণা রয়েছে। 

| Edited By: | Updated on: May 14, 2024 | 6:25 PM
হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে, বৈশাখ মাসের শুক্লপক্ষের সপ্তমী তিথিতে পালিত হয় গঙ্গা সপ্তমীর উৎসব। ক্যালেন্ডার মতে, চলতি বছরের ১৪ মে, মঙ্গলবার পালিত হচ্ছে এই শুভ তিথি। ধর্মীয় বিশ্বাস অনুসারে, এই শুভ দিনেই শিবের জটায় স্থান পেয়েছিলেন দেবী গঙ্গা। তাই এই দিনটিকে গঙ্গা সপ্তমী বা গঙ্গা জয়ন্তী বলা হয়ে থাকে। ভারতের সবচেয়ে পবিত্র নদীগুলির মধ্যে গঙ্গার কথা আসে সবার প্রথমে। তাই এদিন পবিত্র গঙ্গা স্নান করা প্রথা রয়েছে।

হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে, বৈশাখ মাসের শুক্লপক্ষের সপ্তমী তিথিতে পালিত হয় গঙ্গা সপ্তমীর উৎসব। ক্যালেন্ডার মতে, চলতি বছরের ১৪ মে, মঙ্গলবার পালিত হচ্ছে এই শুভ তিথি। ধর্মীয় বিশ্বাস অনুসারে, এই শুভ দিনেই শিবের জটায় স্থান পেয়েছিলেন দেবী গঙ্গা। তাই এই দিনটিকে গঙ্গা সপ্তমী বা গঙ্গা জয়ন্তী বলা হয়ে থাকে। ভারতের সবচেয়ে পবিত্র নদীগুলির মধ্যে গঙ্গার কথা আসে সবার প্রথমে। তাই এদিন পবিত্র গঙ্গা স্নান করা প্রথা রয়েছে।

1 / 10
গঙ্গা সপ্তমীর দিনে গঙ্গায় স্নান করে দেবী গঙ্গার আরাধনা করলে সকল রকম পাপ থেকে মুক্তি পাওয়া যায় বলে হিন্দুরা বিশ্বাস করেন। জ্যোতিষশাস্ত্রে এই দিনের গুরুত্ব ব্যাখ্যা করে কিছু বিশেষ প্রতিকার দেওয়া হয়েছে। যে প্রতিকারগুলি মেনে চললে ভক্তরা মোক্ষ ও ধন লাভ করেন। জীবনে আসা সব ধরনের সমস্যা থেকে মুক্তি পায় বলে ধারণা রয়েছে।

গঙ্গা সপ্তমীর দিনে গঙ্গায় স্নান করে দেবী গঙ্গার আরাধনা করলে সকল রকম পাপ থেকে মুক্তি পাওয়া যায় বলে হিন্দুরা বিশ্বাস করেন। জ্যোতিষশাস্ত্রে এই দিনের গুরুত্ব ব্যাখ্যা করে কিছু বিশেষ প্রতিকার দেওয়া হয়েছে। যে প্রতিকারগুলি মেনে চললে ভক্তরা মোক্ষ ও ধন লাভ করেন। জীবনে আসা সব ধরনের সমস্যা থেকে মুক্তি পায় বলে ধারণা রয়েছে।

2 / 10
জ্যোতিষ শাস্ত্র অনুসারে গঙ্গা সপ্তমীর দিনে গঙ্গা স্নানের বিশেষ তাৎপর্য রয়েছে।  জীবনের সব পাপ নাশ করে মোক্ষ লাভ হয়। গঙ্গা স্নানের পর রীতি অনুযায়ী দেবী গঙ্গার বিশেষ পুজো করা উচিত। বটগাছ বা বট পাতায় হলুদ দিয়ে একটি স্বস্তিকা তৈরি করুন। সুরক্ষিত জায়গা বা আলমারির মতো সম্পদের জায়গায় রেখে দিলে ধনসম্পদ বৃদ্ধি পেতে পারে।

জ্যোতিষ শাস্ত্র অনুসারে গঙ্গা সপ্তমীর দিনে গঙ্গা স্নানের বিশেষ তাৎপর্য রয়েছে।  জীবনের সব পাপ নাশ করে মোক্ষ লাভ হয়। গঙ্গা স্নানের পর রীতি অনুযায়ী দেবী গঙ্গার বিশেষ পুজো করা উচিত। বটগাছ বা বট পাতায় হলুদ দিয়ে একটি স্বস্তিকা তৈরি করুন। সুরক্ষিত জায়গা বা আলমারির মতো সম্পদের জায়গায় রেখে দিলে ধনসম্পদ বৃদ্ধি পেতে পারে।

3 / 10
অর্থ সমস্যার সম্মুখীন হলে তবে গঙ্গা জয়ন্তীর দিন একটি রূপোর পাত্রে করে গঙ্গা জল ভরে বাড়ির উত্তর-পূর্ব দিকে রেখে দিন। এই প্রতিকার মেনে চললে দেবী লক্ষ্মীর আগমন ঘটে। গঙ্গাজল সর্বদা আরাধনার স্থান বা রান্নাঘরের উত্তর-পূর্ব দিকে রাখা উচিত। তাতে ধন-সম্পদ লাভের পাশাপাশি সাফল্যও পাওয়া যায়।

অর্থ সমস্যার সম্মুখীন হলে তবে গঙ্গা জয়ন্তীর দিন একটি রূপোর পাত্রে করে গঙ্গা জল ভরে বাড়ির উত্তর-পূর্ব দিকে রেখে দিন। এই প্রতিকার মেনে চললে দেবী লক্ষ্মীর আগমন ঘটে। গঙ্গাজল সর্বদা আরাধনার স্থান বা রান্নাঘরের উত্তর-পূর্ব দিকে রাখা উচিত। তাতে ধন-সম্পদ লাভের পাশাপাশি সাফল্যও পাওয়া যায়।

4 / 10
হিন্দুশাস্ত্র মতে, বাড়িতে গঙ্গা জল রাখা তো হয়ই, ঠাকুরের সব কাজেই প্রতিদিন গঙ্গাজল দিয়ে পুজো করা হয়। এই প্রতিকার মেনে চললে সংসারে আসে শ্রীবৃদ্ধি ও প্রচুর পজিটিভিটি।

হিন্দুশাস্ত্র মতে, বাড়িতে গঙ্গা জল রাখা তো হয়ই, ঠাকুরের সব কাজেই প্রতিদিন গঙ্গাজল দিয়ে পুজো করা হয়। এই প্রতিকার মেনে চললে সংসারে আসে শ্রীবৃদ্ধি ও প্রচুর পজিটিভিটি।

5 / 10
গঙ্গা সপ্তমীর দিন, গঙ্গার তীরে বা পশ্চিম বা পূর্ব দিকে মুখ করে বাড়িতে দেবী গঙ্গাকে উত্সর্গ করে ছোট একটি যজ্ঞ করুন। যজ্ঞের জন্য কালো তিল, দেশি ঘি ও পদ্ম ফুল যোগ করতে ভুলবেন না যেন। তাতে দেবী গঙ্গার পাশাপাশি দেবী লক্ষ্মীও প্রসন্ন হন। সংসারে কখনও অর্থ ও শস্যের অভাব হয় না।

গঙ্গা সপ্তমীর দিন, গঙ্গার তীরে বা পশ্চিম বা পূর্ব দিকে মুখ করে বাড়িতে দেবী গঙ্গাকে উত্সর্গ করে ছোট একটি যজ্ঞ করুন। যজ্ঞের জন্য কালো তিল, দেশি ঘি ও পদ্ম ফুল যোগ করতে ভুলবেন না যেন। তাতে দেবী গঙ্গার পাশাপাশি দেবী লক্ষ্মীও প্রসন্ন হন। সংসারে কখনও অর্থ ও শস্যের অভাব হয় না।

6 / 10
গঙ্গা সপ্তমীর দিন, দেবী গঙ্গাকে মহাদেব নিজের জটায় ধারণ করেছিলেন। তাই এদিন সকালে ও প্রদোষের সময় একটি পাত্রে গঙ্গাজল ও পাঁচটি বেল পাতা নিবেদন করুন। এরপর শিবলিঙ্গ অভিষেক করে জল নিবেদনের সময় 'ওম নমঃ শিবায়' মন্ত্রটি জপ করুন।

গঙ্গা সপ্তমীর দিন, দেবী গঙ্গাকে মহাদেব নিজের জটায় ধারণ করেছিলেন। তাই এদিন সকালে ও প্রদোষের সময় একটি পাত্রে গঙ্গাজল ও পাঁচটি বেল পাতা নিবেদন করুন। এরপর শিবলিঙ্গ অভিষেক করে জল নিবেদনের সময় 'ওম নমঃ শিবায়' মন্ত্রটি জপ করুন।

7 / 10
এরপর এক এক করে বেলপাতা নিবেদন করে 'ওম নমঃ শিবায়' মন্ত্র জপতে থাকুন। তাতে সৌভাগ্য জীবনে ফিরে আসে ও জন্মকুণ্ডলীতে গ্রহের অবস্থান অনুকূল বজায় থাকে। জীবনের সব সঙ্কটও কেটে যায় এই প্রতিকারে।

এরপর এক এক করে বেলপাতা নিবেদন করে 'ওম নমঃ শিবায়' মন্ত্র জপতে থাকুন। তাতে সৌভাগ্য জীবনে ফিরে আসে ও জন্মকুণ্ডলীতে গ্রহের অবস্থান অনুকূল বজায় থাকে। জীবনের সব সঙ্কটও কেটে যায় এই প্রতিকারে।

8 / 10
গঙ্গা সপ্তমীর দিন, গোটা বাড়িতে গঙ্গা জল ছিটিয়ে দিন ও গঙ্গা চালিসা বা গঙ্গা স্তোত্র পাঠ করতে পারেন। গঙ্গা স্নান করার জন্য গঙ্গা নদীতে যাওয়া সবচেয়ে শুভ বলে মনে করা হয়। কিন্তু বাড়ির কাছে গঙ্গা নদী না থাকলে কোনও আফসোস করার দরকার নেই। 

গঙ্গা সপ্তমীর দিন, গোটা বাড়িতে গঙ্গা জল ছিটিয়ে দিন ও গঙ্গা চালিসা বা গঙ্গা স্তোত্র পাঠ করতে পারেন। গঙ্গা স্নান করার জন্য গঙ্গা নদীতে যাওয়া সবচেয়ে শুভ বলে মনে করা হয়। কিন্তু বাড়ির কাছে গঙ্গা নদী না থাকলে কোনও আফসোস করার দরকার নেই। 

9 / 10
স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে বাড়িতেই স্নান করতে পারেন। গঙ্গা স্নান করলে ইচ্ছাপূরণ হয়। গঙ্গা স্নান করলে শরীরও সুস্থ থাকে। এছাড়া ঘরে গঙ্গাজল ছিটিয়ে দিলে বাস্তুদোষও দূর হয়। 

স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে বাড়িতেই স্নান করতে পারেন। গঙ্গা স্নান করলে ইচ্ছাপূরণ হয়। গঙ্গা স্নান করলে শরীরও সুস্থ থাকে। এছাড়া ঘরে গঙ্গাজল ছিটিয়ে দিলে বাস্তুদোষও দূর হয়। 

10 / 10
Follow Us: