Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

পিঙ্কি তাঁর দ্বিতীয় স্ত্রী, অভিনেত্রী শ্রীময়ী চট্টোরাজের সঙ্গে বিশেষ বন্ধুত্ব; কে ছিলেন কাঞ্চনের প্রথম স্ত্রী?

Kanchan Mallick First Wife: কে ছিলেন কাঞ্চন মল্লিকের প্রথম স্ত্রী? তাঁকে হয়তো অনেকেই চেনেন। কিন্তু তিনিই যে ছিলেন অভিনেতার প্রথম স্ত্রী তা হয়তো অনেকেরই অজানা। কী করেন তিনি? কেনই বা সেই বিয়ে ভাঙে?

| Updated on: Jan 19, 2024 | 10:40 AM
বিয়ে করেছেন কাঞ্চন ও শ্রীময়ী।

বিয়ে করেছেন কাঞ্চন ও শ্রীময়ী।

1 / 8
শ্রীময়ীয়ের কাছাকাছি আসার পরই তাঁর স্ত্রী পিঙ্কির সঙ্গে দূরত্ব তৈরি হতে থাকে কাঞ্চনের। পিঙ্কি সিনেমা-সিরিয়ালে অভিনয় করেন। তিনি আবার কিংবদন্তি সাবিত্রী চট্টোপাধ্যায়ের বোনঝিও।

শ্রীময়ীয়ের কাছাকাছি আসার পরই তাঁর স্ত্রী পিঙ্কির সঙ্গে দূরত্ব তৈরি হতে থাকে কাঞ্চনের। পিঙ্কি সিনেমা-সিরিয়ালে অভিনয় করেন। তিনি আবার কিংবদন্তি সাবিত্রী চট্টোপাধ্যায়ের বোনঝিও।

2 / 8
কাঞ্চন এবং পিঙ্কির রয়েছে এক ফুটফুটে পুত্র সন্তান। তাঁদের সংসারে কাঞ্চনের জীবনের বিশেষ বন্ধু হয়ে আবির্ভূত হন শ্রীময়ী। তা নিয়ে এক সময় মারাত্মক পর্যায় ঝামেলাও হয়েছিল কাঞ্চন-পিঙ্কি-শ্রীময়ীর মধ্যে। যদিও সে সবই এখন অতীত।

কাঞ্চন এবং পিঙ্কির রয়েছে এক ফুটফুটে পুত্র সন্তান। তাঁদের সংসারে কাঞ্চনের জীবনের বিশেষ বন্ধু হয়ে আবির্ভূত হন শ্রীময়ী। তা নিয়ে এক সময় মারাত্মক পর্যায় ঝামেলাও হয়েছিল কাঞ্চন-পিঙ্কি-শ্রীময়ীর মধ্যে। যদিও সে সবই এখন অতীত।

3 / 8
সম্প্রতি টলিপাড়ার বাতাসে গুঞ্জরিত, এই বিশেষ বান্ধবী শ্রীময়ীকেই নাকি বিয়ে করবেন কাঞ্চন। তিনিই হবেন অভিনেতার জীবনের বেটার হাফ। কিন্তু আপনি কি জানেন, পিঙ্কির আগেও এক স্ত্রী ছিল কাঞ্চনের।

সম্প্রতি টলিপাড়ার বাতাসে গুঞ্জরিত, এই বিশেষ বান্ধবী শ্রীময়ীকেই নাকি বিয়ে করবেন কাঞ্চন। তিনিই হবেন অভিনেতার জীবনের বেটার হাফ। কিন্তু আপনি কি জানেন, পিঙ্কির আগেও এক স্ত্রী ছিল কাঞ্চনের।

4 / 8
কে ছিলেন কাঞ্চন মল্লিকের প্রথম স্ত্রী? তাঁকে হয়তো অনেকেই চেনেন। কিন্তু তিনিই যে ছিলেন অভিনেতার প্রথম স্ত্রী তা হয়তো অনেকেরই অজানা। কী করেন তিনি? কেনই বা সেই বিয়ে ভাঙে?

কে ছিলেন কাঞ্চন মল্লিকের প্রথম স্ত্রী? তাঁকে হয়তো অনেকেই চেনেন। কিন্তু তিনিই যে ছিলেন অভিনেতার প্রথম স্ত্রী তা হয়তো অনেকেরই অজানা। কী করেন তিনি? কেনই বা সেই বিয়ে ভাঙে?

5 / 8
কাঞ্চনের প্রথম স্ত্রীর নাম অনিন্দিতা দাস। তিনিও একজন অভিনেত্রী। নাট্য়ব্যক্তিত্ব সুমন মুখোপাধ্যায়ের 'হারবার্ট' ছবিতে অভিনেতা জয়রাজ ভট্টাচার্যের (যিনি হারবার্টের যুবক বয়সে অভিনয় করেছিলেন) বিপরীতে, অর্থাৎ হারবার্টের প্রেমিকার চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন।

কাঞ্চনের প্রথম স্ত্রীর নাম অনিন্দিতা দাস। তিনিও একজন অভিনেত্রী। নাট্য়ব্যক্তিত্ব সুমন মুখোপাধ্যায়ের 'হারবার্ট' ছবিতে অভিনেতা জয়রাজ ভট্টাচার্যের (যিনি হারবার্টের যুবক বয়সে অভিনয় করেছিলেন) বিপরীতে, অর্থাৎ হারবার্টের প্রেমিকার চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন।

6 / 8
সম্প্রতি তিনি বাংলা ধারাবাহিক 'তুমি আশেপাশে থাকলে'তে অভিনয় করছেন নায়িকা অঙ্গনার মায়ের চরিত্রে। এই অনিন্দিতাকেই প্রথম বিয়ে করেছিলেন কাঞ্চন।

সম্প্রতি তিনি বাংলা ধারাবাহিক 'তুমি আশেপাশে থাকলে'তে অভিনয় করছেন নায়িকা অঙ্গনার মায়ের চরিত্রে। এই অনিন্দিতাকেই প্রথম বিয়ে করেছিলেন কাঞ্চন।

7 / 8
অনেক ছোট বয়সে কাঞ্চনকে জেদের বশে বিয়ে করেন অনিন্দিতা। কিছু বছর সংসারও করেছিলেন তাঁরা। কিন্তু সেই সম্পর্ক আর টেকেনি। অনিন্দিতার সঙ্গে বিবাহবিচ্ছেদের পরে কাঞ্চন বিয়ে করেন পিঙ্কিকে। এখন সেটাও প্রায় অতীত। আর অনিন্দিতা, তাঁর পরিবারে তিনি, পোষ্য এবং বাবা-মা।

অনেক ছোট বয়সে কাঞ্চনকে জেদের বশে বিয়ে করেন অনিন্দিতা। কিছু বছর সংসারও করেছিলেন তাঁরা। কিন্তু সেই সম্পর্ক আর টেকেনি। অনিন্দিতার সঙ্গে বিবাহবিচ্ছেদের পরে কাঞ্চন বিয়ে করেন পিঙ্কিকে। এখন সেটাও প্রায় অতীত। আর অনিন্দিতা, তাঁর পরিবারে তিনি, পোষ্য এবং বাবা-মা।

8 / 8
Follow Us: