Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bolly Gossip: হাতে নেই কানা-কড়ি, মুম্বইয়ে এসে কোন নায়কের গ্যারেজে ঠাঁই হয় অনীলের?

Bolly Gossip: 'অ্যানিম্যাল' ছবিটি দেখেছেন? রণবীর কাপুরের বাবার চরিত্রে অনীল কাপুরের অভিনয় নিশ্চয়ই মারকাটারি লেগেছে আপনার। তবে সত্যিটা হল, অনীল কাপুর কিন্তু একদিনে অনীল কাপুর হননি।

| Edited By: | Updated on: Dec 09, 2023 | 4:45 PM
  'অ্যানিম্যাল' ছবিটি দেখেছেন? রণবীর কাপুরের বাবার চরিত্রে অনীল কাপুরের অভিনয় নিশ্চয়ই মারকাটারি লেগেছে আপনার। তবে সত্যিটা হল, অনীল কাপুর কিন্তু একদিনে অনীল কাপুর হননি।

'অ্যানিম্যাল' ছবিটি দেখেছেন? রণবীর কাপুরের বাবার চরিত্রে অনীল কাপুরের অভিনয় নিশ্চয়ই মারকাটারি লেগেছে আপনার। তবে সত্যিটা হল, অনীল কাপুর কিন্তু একদিনে অনীল কাপুর হননি।

1 / 8
 এর নেপথ্যে রয়েছে এক দীর্ঘ সংগ্রাম। যে সংগ্রামের আখ্যান হয়তো অনেকেরই অজানা। সেই লড়াই-ই তুলে ধরা হল টিভিনাইন বাংলার এই প্রতিবেদনে।

এর নেপথ্যে রয়েছে এক দীর্ঘ সংগ্রাম। যে সংগ্রামের আখ্যান হয়তো অনেকেরই অজানা। সেই লড়াই-ই তুলে ধরা হল টিভিনাইন বাংলার এই প্রতিবেদনে।

2 / 8
 অনীলের বাবা সুরিন্দর কাপুর ছিলেন পৃথ্বীরাজ কাপুরের তুতো ভাই। অনীলের পরিবার যখন  প্রথম মুম্বইয়ে আসে তখন সম্বল বলতে ছিল না কিছুই।

অনীলের বাবা সুরিন্দর কাপুর ছিলেন পৃথ্বীরাজ কাপুরের তুতো ভাই। অনীলের পরিবার যখন প্রথম মুম্বইয়ে আসে তখন সম্বল বলতে ছিল না কিছুই।

3 / 8
শুনলে অবাক হতে হয়, ছিল না কোনও স্থায়ী বাসস্থান। সে সময় নাকি অনীলদের ঠাই হয়েছিল পৃথ্বীরাজ কাপুরের গ্যারেজে। সেখানেই দীর্ঘ দিন ধরে অনীল ও তাঁর পরিবার থাকতেন।

শুনলে অবাক হতে হয়, ছিল না কোনও স্থায়ী বাসস্থান। সে সময় নাকি অনীলদের ঠাই হয়েছিল পৃথ্বীরাজ কাপুরের গ্যারেজে। সেখানেই দীর্ঘ দিন ধরে অনীল ও তাঁর পরিবার থাকতেন।

4 / 8
পরে অবশ্য এক কামরার এক ছোট্ট ফ্ল্যাটে শিফট করেন তাঁরা। যদিও সেই ফ্ল্যাট কোনও বিলাসবহুল ফ্ল্যাট ছিল না তা বোঝাই যায়।

পরে অবশ্য এক কামরার এক ছোট্ট ফ্ল্যাটে শিফট করেন তাঁরা। যদিও সেই ফ্ল্যাট কোনও বিলাসবহুল ফ্ল্যাট ছিল না তা বোঝাই যায়।

5 / 8
 এমনকি মুম্বইয়ের কোনও উচ্চবিত্ত এলাকাতেও জায়গা হয়নি অনীলদের। তাঁরা থাকতে শুরু করেন মুম্বই সংলগ্ন শহরতলিতে। এর পরের জার্নিটা অবশ্য স্বপ্নের মতো।

এমনকি মুম্বইয়ের কোনও উচ্চবিত্ত এলাকাতেও জায়গা হয়নি অনীলদের। তাঁরা থাকতে শুরু করেন মুম্বই সংলগ্ন শহরতলিতে। এর পরের জার্নিটা অবশ্য স্বপ্নের মতো।

6 / 8
নিজের পরিশ্রম আর অধ্যবসায়ের জোরে মুম্বইয়ের মাটি কামড়ে পড়ে থেকে নিজেকে প্রমাণ করেন অনীল কাপুর। তাঁর সন্তানদের দেন এক সুরক্ষিত ভবিষ্যৎ।

নিজের পরিশ্রম আর অধ্যবসায়ের জোরে মুম্বইয়ের মাটি কামড়ে পড়ে থেকে নিজেকে প্রমাণ করেন অনীল কাপুর। তাঁর সন্তানদের দেন এক সুরক্ষিত ভবিষ্যৎ।

7 / 8
 এই মুহূর্তে অনীল কাপুর মুম্বইয়ের ধনী পরিবারের মধ্যে অন্যতম। তবে নিজের শিকড় আর সংগ্রাম তিনি আজও ভোলেননি। পরিশ্রমের যে কোনও বিকল্প হয় না, তাই প্রমাণ করেছেন এই অভিনেতা।

এই মুহূর্তে অনীল কাপুর মুম্বইয়ের ধনী পরিবারের মধ্যে অন্যতম। তবে নিজের শিকড় আর সংগ্রাম তিনি আজও ভোলেননি। পরিশ্রমের যে কোনও বিকল্প হয় না, তাই প্রমাণ করেছেন এই অভিনেতা।

8 / 8
Follow Us: