ছোট্ট আব্রামকে বড় করতে মাস গেলে কত টাকা খরচ করেন শাহরুখ?

Bollywood Gossip: এছাড়াও ছেলের গ্রুমের জন্য একাধিক আয়োজন। গৌরী খান থেকে শুরু করে সুহানা আরিয়ান, সকলের নজর পরিবারের ছোট্ট সদস্যের ওপর। এখন সে লেখাপড়া নিয়েই ব্যস্ত। আরিয়ানের ব্র্যান্ডের মুখ হতেও দেখা যায়নি তাকে। পরিবারের সঙ্গে বিভিন্ন পার্টতেও যায় না সে।

| Updated on: May 27, 2024 | 7:02 PM
আব্রাহম খান, বরাবরই সকলের নজরের কেন্দ্রে এই স্টারকিড। জন্ম লগ্ন থেকেই খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে সে। মিনি শাহরুখ বলেই পরিচিত।

আব্রাহম খান, বরাবরই সকলের নজরের কেন্দ্রে এই স্টারকিড। জন্ম লগ্ন থেকেই খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে সে। মিনি শাহরুখ বলেই পরিচিত।

1 / 8
শাহরুখ খান বরাবরই আগলে রাখে তাঁর ছোট পুত্রকে। কখনও শুটিং সেট, কখনও আবার খেলার মাঠ, শাহরুখের সঙ্গে দেখা মেলে আব্রাহমের।

শাহরুখ খান বরাবরই আগলে রাখে তাঁর ছোট পুত্রকে। কখনও শুটিং সেট, কখনও আবার খেলার মাঠ, শাহরুখের সঙ্গে দেখা মেলে আব্রাহমের।

2 / 8
শাহরুখ খানও সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই ছোট ছেলেকে নিয়ে পোস্ট দিয়ে থাকেন। সেই ছেলের পিছনে মাস গেলে কত খরচ শাহরুখের?

শাহরুখ খানও সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই ছোট ছেলেকে নিয়ে পোস্ট দিয়ে থাকেন। সেই ছেলের পিছনে মাস গেলে কত খরচ শাহরুখের?

3 / 8
ধীরুভাই অম্বানি স্কুলে পড়ে আব্রাহম খান। সুহানা খান জন্মের ১৩ বছরের মাথায় জন্ম হয় আব্রাহমের। পরিবারের সকলের ভীষণ পছন্দের সে।

ধীরুভাই অম্বানি স্কুলে পড়ে আব্রাহম খান। সুহানা খান জন্মের ১৩ বছরের মাথায় জন্ম হয় আব্রাহমের। পরিবারের সকলের ভীষণ পছন্দের সে।

4 / 8
চোখের মণি সেই আব্রাহমের স্কুলে মাসে মাইনে ১.৭ লাখ টাকা। বছরে ছেলের পিছনে ২৫ লাখের বেশি খরচ করে থাকেন শাহরুখ।

চোখের মণি সেই আব্রাহমের স্কুলে মাসে মাইনে ১.৭ লাখ টাকা। বছরে ছেলের পিছনে ২৫ লাখের বেশি খরচ করে থাকেন শাহরুখ।

5 / 8
এতো শুধু স্কুল বাবদ খরচ, এছাড়াও ছেলের গ্রুমের জন্য একাধিক আয়োজন। গৌরী খান থেকে শুরু করে সুহানা আরিয়ান, সকলের নজর পরিবারের ছোট্ট সদস্যের ওপর।

এতো শুধু স্কুল বাবদ খরচ, এছাড়াও ছেলের গ্রুমের জন্য একাধিক আয়োজন। গৌরী খান থেকে শুরু করে সুহানা আরিয়ান, সকলের নজর পরিবারের ছোট্ট সদস্যের ওপর।

6 / 8
এখন সে লেখাপড়া নিয়েই ব্যস্ত। আরিয়ানের ব্র্যান্ডের মুখ হতেও দেখা যায়নি তাকে। পরিবারের সঙ্গে বিভিন্ন পার্টতেও যায় না সে।

এখন সে লেখাপড়া নিয়েই ব্যস্ত। আরিয়ানের ব্র্যান্ডের মুখ হতেও দেখা যায়নি তাকে। পরিবারের সঙ্গে বিভিন্ন পার্টতেও যায় না সে।

7 / 8
সন্তানদের লেখাপড়া কেরিয়ার নিয়ে বরাবরই ভীষণ সচেতন শাহরুখ খান। এইক্ষেত্রেও তা৪র কোনও ব্যতিক্রম হল না। এখন দেখার ছোট্ট আব্রাহম বড় হয়ে অভিনয় জগতে আসে কি না।

সন্তানদের লেখাপড়া কেরিয়ার নিয়ে বরাবরই ভীষণ সচেতন শাহরুখ খান। এইক্ষেত্রেও তা৪র কোনও ব্যতিক্রম হল না। এখন দেখার ছোট্ট আব্রাহম বড় হয়ে অভিনয় জগতে আসে কি না।

8 / 8
Follow Us: