Shah Rukh Khan Secret: আর কোনওদিন এই কাজ করবেন না শাহরুখ, খবর শুনেই মন খারাপ ভক্তদের
TV9 Bangla Digital | Edited By: Jayita Chandra
Updated on: May 17, 2023 | 7:45 AM
Bollywood Inside: পাঠান ছবি মুক্তি পাওয়ার পর যদিও একটি বড় করে সাংবাদিক বৈঠক করেছিলেন শাহরুখ। তবে মিডিয়ার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা তিনি আর বলবেন না । কেরিয়ারের মধ্য গগনে যে ভুল তিনি করেছিলেন সে ভুল আর নয়।
May 17, 2023 | 7:45 AM
বিরতির পর শাহরুখ খান যখন 'পাঠান' ছবি নিয়ে পর্দায় ফিরলেন এক কথায় ভক্তদের মনে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। একের পর এক ছবি এখন পাইপলাইনে। তবে ছবির কোনও প্রমোশনই দেখা যায়নি শাহরুখ খানকে।
1 / 8
কেউ বলেছিলেন আরিয়ান খানের মাদক মামলায় জড়িয়ে পড়া নিয়ে মুখ খুলতে চান না বলে প্রকাশ্যে আসেননি শাহরুখ, কেউ আবার বলেছিলেন ছবি মুক্তির আগে বিতর্ক এড়াতেই নিজেকে গুটিয়ে রেখেছেন বলিউড বাদশা।
2 / 8
পাঠান ছবি মুক্তি পাওয়ার পর যদিও একটি বড় করে সাংবাদিক বৈঠক করেছিলেন শাহরুখ। তবে মিডিয়ার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা তিনি আর বলবেন না । কেরিয়ারের মধ্য গগনে যে ভুল তিনি করেছিলেন সে ভুল আর নয়।
3 / 8
সম্প্রতি বলিউড সূত্রে খবর শাহরুখ খান নাকি এমনটাই স্থির করেছেন। যে কোন ছবি মুক্তির ক্ষেত্রেই হোক না কেন তিনি সাংবাদিকদের মুখোমুখি হতে চান না। ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কথাও বলতে চান না। তিনি কেবল অভিনয় করবেন, প্রয়োজনে সোশ্যাল মিডিয়াতে সক্রিয় থাকবেন।
4 / 8
ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখবেন সরাসরি। তবে কোন মাধ্যমে সামনে কিংবা কোন প্রশ্নের মুখে পড়তে রাজি নন শাহরুখ খান। সম্প্রতি এমনই খবর সামনে উঠে এসেছে। পাঠান ছবির প্রচারের আগে শাহরুখের দেখা না মেলে শোনা গিয়েছিল গেরুয়া বিতর্ক থেকে সরে থাকতে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
5 / 8
প্রশ্নের উত্তর দিতে গিয়ে কোন ভুল মন্তব্য করার থেকে ভাল প্রশ্নের মুখোমুখি না হওয়া। তবে কেবল পাঠানের জন্য নয় পাঠান ছবি থেকে এমনটাই চলবে এবার। ভবিষ্যতে আর কোনদিনই তিনি কোন ছবির ক্ষেত্রে সাক্ষাৎকার দেবেন না।
6 / 8
এই খবর সামনে আসার পরই বিজয় মন খারাপ ভক্তদের। স্বপ্নের স্টার কিং খান কে নিয়ে কৌতুহল কমবেশি সকলের রয়েছে। কিন্তু তিনি যদি নিজে মুখ না খোলেন তবে তার অন্দরমহলের মুচমুচে কাহিনী কোথা থেকে পাবেন এবার ভক্তরা।
7 / 8
চিন্তার ভাঁজ কমবেশি সকলের কপালে। তবে কি কিং খানকে আর মনের মতো প্রশ্ন করা যাবে না? শাহরুখ খান আর কোনও কৌতুহলই মেটাবেন না? উত্তর দেবে ভবিষ্যৎ।