Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

শরীর-মনে আধুনিকা, ম্যাডাম সেনের ‘হট অ্যান্ড বোল্ড’ এই ছবিগুলি দেখেছেন?

Suchitra Sen: সেই ১৫ বছরে বিয়ে হয়ে গিয়েছিল আচমকাই। বাড়ির সকলের আদরের মেয়ে কৃষ্ণা যে এক সময় গোটা বাংলায় রাজত্ব করবেন তা কি ভেবেছিলেন ওঁরা? স্কুলে ভর্তির পর কৃষ্ণা হয়ে যান রমা। আর রমা পরবর্তীতে বিশ্বময় পরিচিতি পান সুচিত্রা সেন হিসেবে। তিনি টলিউডের ডিভা।

| Updated on: Apr 12, 2024 | 8:16 PM
সেই ১৫ বছরে বিয়ে হয়ে গিয়েছিল আচমকাই। বাড়ির সকলের আদরের মেয়ে কৃষ্ণা যে এক সময় গোটা বাংলায় রাজত্ব করবেন তা কি ভেবেছিলেন ওঁরা? স্কুলে ভর্তির পর কৃষ্ণা হয়ে যান রমা। আর রমা পরবর্তীতে বিশ্বময় পরিচিতি পান সুচিত্রা সেন হিসেবে। তিনি টলিউডের ডিভা।

সেই ১৫ বছরে বিয়ে হয়ে গিয়েছিল আচমকাই। বাড়ির সকলের আদরের মেয়ে কৃষ্ণা যে এক সময় গোটা বাংলায় রাজত্ব করবেন তা কি ভেবেছিলেন ওঁরা? স্কুলে ভর্তির পর কৃষ্ণা হয়ে যান রমা। আর রমা পরবর্তীতে বিশ্বময় পরিচিতি পান সুচিত্রা সেন হিসেবে। তিনি টলিউডের ডিভা।

1 / 8
এমন এক ব্যক্তিত্ব এত বছর পরেও জেন জি-এর আগ্রহ তাঁকে নিয়ে কমেনি। কিছু দিন আগেই পার হয়েছে তাঁর জন্মদিন। জানেন কি শুধু মন থেকেই তিনি যে ছিলেন আধুনিকা এমনটা নয়?

এমন এক ব্যক্তিত্ব এত বছর পরেও জেন জি-এর আগ্রহ তাঁকে নিয়ে কমেনি। কিছু দিন আগেই পার হয়েছে তাঁর জন্মদিন। জানেন কি শুধু মন থেকেই তিনি যে ছিলেন আধুনিকা এমনটা নয়?

2 / 8
আধুনিকা ছিলেন শারীরিক দিক দিয়েও। এই শতকেও যখন নায়িকারা তোয়ালে পরে ট্রোল্ড হন আজ থেকে কত বছর আগেই সমুদ্র সৈকতে তোয়ালে পরা ফটোশুটে তাক লাগিয়ে দিয়েছিলেন বাংলার ‘গ্রেটা গার্বো’।

আধুনিকা ছিলেন শারীরিক দিক দিয়েও। এই শতকেও যখন নায়িকারা তোয়ালে পরে ট্রোল্ড হন আজ থেকে কত বছর আগেই সমুদ্র সৈকতে তোয়ালে পরা ফটোশুটে তাক লাগিয়ে দিয়েছিলেন বাংলার ‘গ্রেটা গার্বো’।

3 / 8
নিজের ইচ্ছে মতোই সনাতনী ক্লাসিক ইমেজ ভেঙেছেন সুচিত্রা। ধীরেন দেবের ক্যামেরায় তাঁর সাহসী ফটোশুট নিয়ে আজও হয় আলোচনা।

নিজের ইচ্ছে মতোই সনাতনী ক্লাসিক ইমেজ ভেঙেছেন সুচিত্রা। ধীরেন দেবের ক্যামেরায় তাঁর সাহসী ফটোশুট নিয়ে আজও হয় আলোচনা।

4 / 8
মনের মধ্যে কখনওই ছ্যুৎমার্গ ছিল না তাঁর। নিজেকে ভেঙেছেন অবলীলায়। ভেঙেছেন নিজের ইমেজ।

মনের মধ্যে কখনওই ছ্যুৎমার্গ ছিল না তাঁর। নিজেকে ভেঙেছেন অবলীলায়। ভেঙেছেন নিজের ইমেজ।

5 / 8
শেষ বয়সে যদিও নিজেকে অন্তরালে রাখাই পছন্দ ছিল তাঁর। কেন তিনি নিজেকে অন্তরালে রাখতেন সে কারণ অজানা। তবে লাইমলাইট পছন্দ ছিল না তাঁর, পছন্দ ছিল না অহেতুক চর্চা।

শেষ বয়সে যদিও নিজেকে অন্তরালে রাখাই পছন্দ ছিল তাঁর। কেন তিনি নিজেকে অন্তরালে রাখতেন সে কারণ অজানা। তবে লাইমলাইট পছন্দ ছিল না তাঁর, পছন্দ ছিল না অহেতুক চর্চা।

6 / 8
২০০৫ সালে দাদা সাহেব ফালকেও নিতে যাননি… হঠাৎ করে অন্তরালে চলে যাওয়ার বিষয়টা পরিবারের লোকেরও ছিল সমর্থন।

২০০৫ সালে দাদা সাহেব ফালকেও নিতে যাননি… হঠাৎ করে অন্তরালে চলে যাওয়ার বিষয়টা পরিবারের লোকেরও ছিল সমর্থন।

7 / 8
সবার অলক্ষ্যেই বিদায় নিয়েছিলেন তিনি। হট অ্যান্ড বোল্ড মানুষটির ফ্যাশন স্টেটমেন্ট নিয়ে আজও হয় চর্চা।

সবার অলক্ষ্যেই বিদায় নিয়েছিলেন তিনি। হট অ্যান্ড বোল্ড মানুষটির ফ্যাশন স্টেটমেন্ট নিয়ে আজও হয় চর্চা।

8 / 8
Follow Us: