AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘ভাঁড় ভেঙে চলত পেট’, টলিউডে ষড়যন্ত্রের শিকার অভিষেক

Tollywood Gossip: হঠাৎ করেই যেন বাংলা ছবি থেকে হারিয়ে গিয়েছিলেন। কেন জানেন? অপুর সংসারে এসে অভিনেতা নিজেই জানিয়েছিলেন কারণ। সঞ্চালককে বলেছিলেন ''দুটো কারণ আছে, জানি না তুমি বিশ্বাস করবে কি না প্রথমটা, সেটা হল ভাগ্য। যদি বিশ্বাস করো তবে সেটাই প্রথম কারণ।''

| Updated on: May 12, 2024 | 2:17 PM
Share
অভিষেক চট্টোপাধ্যায়, হঠাৎ করেই যেন বাংলা ছবি থেকে হারিয়ে গিয়েছিলেন। কেন জানেন? অপুর সংসারে এসে অভিনেতা নিজেই জানিয়েছিলেন কারণ।

অভিষেক চট্টোপাধ্যায়, হঠাৎ করেই যেন বাংলা ছবি থেকে হারিয়ে গিয়েছিলেন। কেন জানেন? অপুর সংসারে এসে অভিনেতা নিজেই জানিয়েছিলেন কারণ।

1 / 8
সঞ্চালককে বলেছিলেন ''দুটো কারণ আছে, জানি না তুমি বিশ্বাস করবে কি না প্রথমটা, সেটা হল ভাগ্য। যদি বিশ্বাস করো তবে সেটাই প্রথম কারণ।''

সঞ্চালককে বলেছিলেন ''দুটো কারণ আছে, জানি না তুমি বিশ্বাস করবে কি না প্রথমটা, সেটা হল ভাগ্য। যদি বিশ্বাস করো তবে সেটাই প্রথম কারণ।''

2 / 8
''দ্বিতীয়, যেটা ভাগ্যের বাইরে, সেটা হল আমার চোখে দেখা, ভয়ানক পলিটিক্স। তখনকার যাই বলিস, তোদের প্রিয় দাদা-দিদি, টপ হিরো হিরোইন, তাঁরা জোট বেঁধে আমায় যে করত ছবি থেকে বাদ দিয়েছে।''

''দ্বিতীয়, যেটা ভাগ্যের বাইরে, সেটা হল আমার চোখে দেখা, ভয়ানক পলিটিক্স। তখনকার যাই বলিস, তোদের প্রিয় দাদা-দিদি, টপ হিরো হিরোইন, তাঁরা জোট বেঁধে আমায় যে করত ছবি থেকে বাদ দিয়েছে।''

3 / 8
''আমি বলছি, অনন্ত আমার সই করা বারো থেকে চোদ্দটা ছবি থেকে আমায় সরে যেতে হয়েছিল। নতুন ছবি গুনতে গেলে আরও ১২ থেকে ১৪ খানা। ''

''আমি বলছি, অনন্ত আমার সই করা বারো থেকে চোদ্দটা ছবি থেকে আমায় সরে যেতে হয়েছিল। নতুন ছবি গুনতে গেলে আরও ১২ থেকে ১৪ খানা। ''

4 / 8
''যেখানে আমায় অন্তত একটা চরিত্রে ভাবা হয়ে গিয়েছে, এমন ২০-২২ খানা ছবি থেকে টানা রিজেক্ট। আমি অভিষেক চট্টোপাধ্যায় প্রায় তখন নম্বর ওয়ান ছিলাম। ''

''যেখানে আমায় অন্তত একটা চরিত্রে ভাবা হয়ে গিয়েছে, এমন ২০-২২ খানা ছবি থেকে টানা রিজেক্ট। আমি অভিষেক চট্টোপাধ্যায় প্রায় তখন নম্বর ওয়ান ছিলাম। ''

5 / 8
''সেই অভিষেক চট্টোপাধ্যায় হঠাৎ করে দেখল, তাঁর হাতে একটা কাজ নেই। একবছর বাড়ির বাইরে বেরোইনি, লক্ষ্মীর ভাঁড় ভেঙে পয়সা বার করে খেয়েছি। ''

''সেই অভিষেক চট্টোপাধ্যায় হঠাৎ করে দেখল, তাঁর হাতে একটা কাজ নেই। একবছর বাড়ির বাইরে বেরোইনি, লক্ষ্মীর ভাঁড় ভেঙে পয়সা বার করে খেয়েছি। ''

6 / 8
''আমি কোনওদিন প্রশ্ন করিনি, আমি অন্যায় না করলে আমি কোনওদিন মাথা নিচু করব না, মাথা নিচু করতেই জানি না। ''

''আমি কোনওদিন প্রশ্ন করিনি, আমি অন্যায় না করলে আমি কোনওদিন মাথা নিচু করব না, মাথা নিচু করতেই জানি না। ''

7 / 8
''তাই জন্য আমার জীবনে এতকিছু পাওয়ার পরেও এত স্ট্রাগেল করতে হয়েছে। সেই যে ধাক্কাটা আমি খেলাম, সেই ধাক্কা থেকে কিন্তু আমি ফিরে আসতে পারিনি।''

''তাই জন্য আমার জীবনে এতকিছু পাওয়ার পরেও এত স্ট্রাগেল করতে হয়েছে। সেই যে ধাক্কাটা আমি খেলাম, সেই ধাক্কা থেকে কিন্তু আমি ফিরে আসতে পারিনি।''

8 / 8