মধ্যরাতে ঐশ্বর্যের দরজায় সলমন, রক্তাক্ত হাত নিয়ে দেন আত্মহত্যার হুমকি
Salman Khan Controversy: সলমন খান স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন তিনি বিয়ে করতে চান। ঐশ্বর্যের পরিবারের কেউ রাজি ছিলেন না সেই সময়। যদিও সলমন খান স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন তিনি কোনওদিন ঐশ্বর্যের গায়ে হাত তোলেননি।
1 / 8
সলমন খান ও ঐশ্বর্য রাই বচ্চনের মধ্যে সম্পর্কের সমীকরণ বরাবরই আলোচনার কেন্দ্রে জায়গা করে নিয়েছে। কখনও সামনে উঠে আসতে দেখা গিয়েছে তাঁদের প্রেম পর্ব, কখনও আবার বিচ্ছেদ।
2 / 8
তাঁদের প্রেম যত না চর্চার কেন্দ্রে জায়গা করে নিয়েছে, তার থেকে অনেক বেশি চর্চায় জায়গা করে নেয় তাঁদের বিচ্ছেদ। সলমন ও ঐশ্বর্যের মধ্যে সম্পর্কের মেয়াদ ছিল মাত্র আড়াই বছর।
3 / 8
জানেন কি ঐশ্বর্যকে বিয়ে করতে মরিয়া সলমন একবার মধ্যরাতে পৌঁছে গিয়েছিলেন ঐশ্বর্য রাইয়ের বাড়িতে। নিজেই সে কথা স্বীকার করেছিলেন সলমন খান।
4 / 8
ঐশ্বর্য তখন কেরিয়ারের পিকে। বিয়ে করতে রাজি হননি অভিনেত্রী। সেই কারণে তাঁকে রাজি করাতে সলমন পৌঁছে গিয়েছিলেন ঐশ্বর্যের বাড়িতে।
5 / 8
১৭ তলা উঁচু অ্যাপার্টমেন্টে অনেকেই দেখেছিলেন সেদিন সলমন খানের কাণ্ড। সারা রাত তিনি দরজায় ধাক্কা দিয়েছিলেন। একটা সময় হাত থেকে ঝরতে থাকে রক্ত।
6 / 8
এমনকি ১৭ তলা থেকে ঝাঁপ দিয়ে প্রাণ দিয়ে দেওয়ার হুমকিও দিয়েছিলেন সলমন খান। ভোর পর্যন্ত যখন সলমন খান থামেন না, তখন দরজা খুলে দিয়েছিলেন ঐশ্বর্যরা।
7 / 8
সলমন খান সেদিন সকলকে রাজি করানোর চেষ্টা করেছিলেন। কিন্তু তাতে লাভের লাভ কিছুই হয়নি। সলমন খান স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন তিনি বিয়ে করতে চান।
8 / 8
ঐশ্বর্যের পরিবারের কেউ রাজি ছিলেন না সেই সময়। যদিও সলমন খান স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন তিনি কোনওদিন ঐশ্বর্যের গায়ে হাত তোলেননি।