Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kajol and Ajay Devgn: অজয় এবং কাজলের কত কোটি টাকার সম্পত্তি রয়েছে জানেন?

Kajol and Ajay Devgn: দম্পতির বেশ কয়েকটি গাড়ি রয়েছে। তার মধ্যে একটি অডি কিউ সেভেন। যার মূল্য প্রায় ৯০ লক্ষ টাকা।

| Edited By: | Updated on: Sep 22, 2021 | 12:29 PM
অজয় দেবগণ এবং কাজল। বলিউডের এই প্রথম সারির দম্পতি নাকি বেশ কিছু সম্পদের মালিক। অর্থবান এই পরিবারের সংগ্রহে মূল্যবান কী কী সম্পদ রয়েছে, তা দেখে নেওয়া যাক এক নজরে।

অজয় দেবগণ এবং কাজল। বলিউডের এই প্রথম সারির দম্পতি নাকি বেশ কিছু সম্পদের মালিক। অর্থবান এই পরিবারের সংগ্রহে মূল্যবান কী কী সম্পদ রয়েছে, তা দেখে নেওয়া যাক এক নজরে।

1 / 8
মুম্বইয়ের জুহুতে অজয় এবং কাজলের একটি বিলাসবহুল বাংলো রয়েছে। সেখানে দুই সন্তান নাইসা এবং যুগকে নিয়ে থাকতেন তাঁরা। কিন্তু নাইসা নাকি পড়াশোনার কারণে দেশের বাইরে থাকেন। সে কারণে আপাতত যুগ থাকে বাবা, মায়ের সঙ্গে।

মুম্বইয়ের জুহুতে অজয় এবং কাজলের একটি বিলাসবহুল বাংলো রয়েছে। সেখানে দুই সন্তান নাইসা এবং যুগকে নিয়ে থাকতেন তাঁরা। কিন্তু নাইসা নাকি পড়াশোনার কারণে দেশের বাইরে থাকেন। সে কারণে আপাতত যুগ থাকে বাবা, মায়ের সঙ্গে।

2 / 8
বিভিন্ন সূত্রের খবর, এই বাংলোর নাম নাকি শিবশক্তি। যার অর্থমূল্য ৬০ কোটি টাকা। আধুনিক আসবাবপত্রে সাজানো এই বাংলোর অন্দরমহল নাকি চোখ ধাঁধানো।

বিভিন্ন সূত্রের খবর, এই বাংলোর নাম নাকি শিবশক্তি। যার অর্থমূল্য ৬০ কোটি টাকা। আধুনিক আসবাবপত্রে সাজানো এই বাংলোর অন্দরমহল নাকি চোখ ধাঁধানো।

3 / 8
দম্পতির বেশ কয়েকটি গাড়ি রয়েছে। তার মধ্যে একটি অডি কিউ সেভেন। যার মূল্য প্রায় ৯০ লক্ষ টাকা।

দম্পতির বেশ কয়েকটি গাড়ি রয়েছে। তার মধ্যে একটি অডি কিউ সেভেন। যার মূল্য প্রায় ৯০ লক্ষ টাকা।

4 / 8
বাড়ি, গাড়ি ছাড়াও কাজলের ওয়ার্ড্রোবে দামি শাড়িও রয়েছে। ২০১৯ নাগাদ ফ্যাশন ডিজাইনার শিব এবং নরেশের ডিজাইনে শাড়ি পরে নিজের ছবি শেয়ার করেছিলেন নায়িকা। সেই শাড়ির দাম নাকি প্রায় ৭০ হাজার টাকা।

বাড়ি, গাড়ি ছাড়াও কাজলের ওয়ার্ড্রোবে দামি শাড়িও রয়েছে। ২০১৯ নাগাদ ফ্যাশন ডিজাইনার শিব এবং নরেশের ডিজাইনে শাড়ি পরে নিজের ছবি শেয়ার করেছিলেন নায়িকা। সেই শাড়ির দাম নাকি প্রায় ৭০ হাজার টাকা।

5 / 8
অজয়-কাজলের গ্যারাজে রয়েছে বিএমডব্লিউ এক্স সেভেন এসইউভি। যার দাম নাকি এক কোটি ৬০ লক্ষ টাকা।

অজয়-কাজলের গ্যারাজে রয়েছে বিএমডব্লিউ এক্স সেভেন এসইউভি। যার দাম নাকি এক কোটি ৬০ লক্ষ টাকা।

6 / 8
কাজলের ব্যবহারের জন্য কালো রঙের একটি ভলভো গাড়ি রয়েছে। তার দাম প্রায় ৯০ লক্ষ টাকা।

কাজলের ব্যবহারের জন্য কালো রঙের একটি ভলভো গাড়ি রয়েছে। তার দাম প্রায় ৯০ লক্ষ টাকা।

7 / 8
মুম্বই ছাড়াও অজয়-কাজলের লন্ডনেও একটি বাড়ি রয়েছে। লন্ডনের পার্ক লেনে দম্পতির ওই ফ্ল্যাটের বাজার মূল্য প্রায় ৫৪ কোটি টাকা।

মুম্বই ছাড়াও অজয়-কাজলের লন্ডনেও একটি বাড়ি রয়েছে। লন্ডনের পার্ক লেনে দম্পতির ওই ফ্ল্যাটের বাজার মূল্য প্রায় ৫৪ কোটি টাকা।

8 / 8
Follow Us: