AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

লটারিতে ১ কোটি টাকার টিকিট কাটেন? জয়া বচ্চনের সম্পত্তির হিসেব জানলে রাতের ঘুম উড়তে পারে

Jaya Bachchan: লটারিতে ১ কোটি টাকার টিকিট কাটেন? সেই টাকা জয়া বচ্চনের কাছে নস্যি। সম্প্রতি রাজ্যসভায় মনোনয়ন জমা দিয়েছেন জয়া। কত কোটি টাকার মালিক তিনি জানেন? সেই টাকার হিসেব জানলে মাথা ঘুরে যেতে পারে। একটা আস্ত শিল্প তৈরি হতে পারে সেই টাকায়...

| Updated on: Feb 15, 2024 | 10:32 AM
Share
সমাজবাদী রাজনৈতিক দলের হয়ে পঞ্চমবারের জন্য রাজ্য সভায় নিজের মনোনয়ন জমা দিয়েছেন বর্ষীয়ান বলিউড অভিনেত্রী জয়া বচ্চন।

সমাজবাদী রাজনৈতিক দলের হয়ে পঞ্চমবারের জন্য রাজ্য সভায় নিজের মনোনয়ন জমা দিয়েছেন বর্ষীয়ান বলিউড অভিনেত্রী জয়া বচ্চন।

1 / 8
সেই মনোনয়ন পত্রে ৭৫ বছর বয়সি জয়ার সম্পত্তির হিসেব লেখা আছে। কত টাকার মালিক জয়া, সরকারী নথিতে রয়েছে সেই অঙ্ক।

সেই মনোনয়ন পত্রে ৭৫ বছর বয়সি জয়ার সম্পত্তির হিসেব লেখা আছে। কত টাকার মালিক জয়া, সরকারী নথিতে রয়েছে সেই অঙ্ক।

2 / 8
এক নয়, দুই নয়। জয়ার সম্পত্তির হিসাব জানলে চোখ কপালে উঠবে যে কোনও মানুষেরই। যে টাকার মালিক জয়া, তাতে দেশে বড়সড় শিল্পী গড়ে উঠতে পারে।

এক নয়, দুই নয়। জয়ার সম্পত্তির হিসাব জানলে চোখ কপালে উঠবে যে কোনও মানুষেরই। যে টাকার মালিক জয়া, তাতে দেশে বড়সড় শিল্পী গড়ে উঠতে পারে।

3 / 8
কিন্তু সেই টাকা একা জয়ার নয়। সেই সম্পত্তির ভাগিদার তাঁর স্বামী অমিতাভ বচ্চনও। জানেন কি সেই টাকার হিসেব কত?

কিন্তু সেই টাকা একা জয়ার নয়। সেই সম্পত্তির ভাগিদার তাঁর স্বামী অমিতাভ বচ্চনও। জানেন কি সেই টাকার হিসেব কত?

4 / 8
জানলে চোখ কপালে উঠতে বাধ্য। ১ কোটি টাকার লটারির টিকিট কিনে বছরের পর বছর সেই টাকা পাওয়ার অপেক্ষায় থাকে আমআদমি। কিন্তু এই ১ কোটি টাকা যে জয়ার কাছে নস্যি।

জানলে চোখ কপালে উঠতে বাধ্য। ১ কোটি টাকার লটারির টিকিট কিনে বছরের পর বছর সেই টাকা পাওয়ার অপেক্ষায় থাকে আমআদমি। কিন্তু এই ১ কোটি টাকা যে জয়ার কাছে নস্যি।

5 / 8
রাজ্য সভায় জমা দেওয়া নথিতে লেখা, তাঁর এবং অমিতাভ বচ্চনের রয়েছে ১,৫৭৮ কোটি টাকার সম্পত্তি।

রাজ্য সভায় জমা দেওয়া নথিতে লেখা, তাঁর এবং অমিতাভ বচ্চনের রয়েছে ১,৫৭৮ কোটি টাকার সম্পত্তি।

6 / 8
২০২৪ সালে লোকসভা নির্বাচনের আগে ইলেকশন এফিডেভিটে জয়ার ব্য়ক্তিগত সম্পত্তির হিসেব লেখা ১,৬৩,৫৬,১৯০ টাকা। সেখানে অমিতাভের সম্পত্তির হিসেব ২৭৩, ৭৪, ৯৬,৫৯০ টাকা।

২০২৪ সালে লোকসভা নির্বাচনের আগে ইলেকশন এফিডেভিটে জয়ার ব্য়ক্তিগত সম্পত্তির হিসেব লেখা ১,৬৩,৫৬,১৯০ টাকা। সেখানে অমিতাভের সম্পত্তির হিসেব ২৭৩, ৭৪, ৯৬,৫৯০ টাকা।

7 / 8
৪০.৯৭ কোটি টাকার কেবল গয়না আছে জয়ার। ৯.৮২ লাখ টাকার গাড়ি আছে তাঁর। অমিতাভের গয়না রয়েছে ৫৪.৭৭ কোটি টাকার। ১৬টি গাড়ি আছে তাঁর একার। রেঞ্জ রোভার আছে ১৭.৬৬ কোটি টাকার। সঠিক অর্থেই অমিতাভ বলিউডের শাহেনশাহ।

৪০.৯৭ কোটি টাকার কেবল গয়না আছে জয়ার। ৯.৮২ লাখ টাকার গাড়ি আছে তাঁর। অমিতাভের গয়না রয়েছে ৫৪.৭৭ কোটি টাকার। ১৬টি গাড়ি আছে তাঁর একার। রেঞ্জ রোভার আছে ১৭.৬৬ কোটি টাকার। সঠিক অর্থেই অমিতাভ বলিউডের শাহেনশাহ।

8 / 8