SRK: সাংবাদিকের সঙ্গে হাতাহাতি থেকে স্টেডিয়ামে ধূমপান– যে ৫ বিতর্কে জড়িয়েছেন কিং খান

সম্প্রতি তাঁর ছেলে আরিয়ান খান মাদককাণ্ডে অভিযুক্ত। রয়েছেন জেল হেফাজতে। এসআরকে নিজের জীবনেও আলোচনা নচেৎ কম নয়। দেখে নিন শাহরুখের জীবনের কিছু আলোচিত বিতর্ক।

| Edited By: | Updated on: Oct 17, 2021 | 6:15 PM
বলিউডে বাদশা তিনি। সেই ৯০ দশক থেকে নিজের অভিনয় দক্ষতার জোরে জায়গা করে নিয়েছেন অনুরাগী মহলে। এ হেন শাহরুখ খানের জীবনেও বার বার এসেছে বিতর্ক। সম্প্রতি তাঁর ছেলে আরিয়ান খান মাদককাণ্ডে অভিযুক্ত। রয়েছেন জেল হেফাজতে। এসআরকে নিজের জীবনেও আলোচনা নচেৎ কম নয়। দেখে নিন শাহরুখের জীবনের কিছু আলোচিত বিতর্ক।

বলিউডে বাদশা তিনি। সেই ৯০ দশক থেকে নিজের অভিনয় দক্ষতার জোরে জায়গা করে নিয়েছেন অনুরাগী মহলে। এ হেন শাহরুখ খানের জীবনেও বার বার এসেছে বিতর্ক। সম্প্রতি তাঁর ছেলে আরিয়ান খান মাদককাণ্ডে অভিযুক্ত। রয়েছেন জেল হেফাজতে। এসআরকে নিজের জীবনেও আলোচনা নচেৎ কম নয়। দেখে নিন শাহরুখের জীবনের কিছু আলোচিত বিতর্ক।

1 / 6
১৯৯২ সালে এক সাংবাদিকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন শাহরুখ। শোনা যায়, ওই সাংবাদিক যে অফিসে কাজ করতেন সেখানে গিয়ে রীতিমতো ঝামেলা করেন শাহরুখ। ওই ম্যাগাজিনে নাকি লেখা হয়েছিল মায়া মেমসাব ছবির জন্য পরিচালক কেতন মেহতা নায়িকা দীপা মেহেতাকে শাহরুখের সঙ্গে রাত কাটাতে বলেছিলেন। তা শুনেই রেগে যান এসআরকে। চড়াও হন ওই অভিনেতার উপর।

১৯৯২ সালে এক সাংবাদিকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন শাহরুখ। শোনা যায়, ওই সাংবাদিক যে অফিসে কাজ করতেন সেখানে গিয়ে রীতিমতো ঝামেলা করেন শাহরুখ। ওই ম্যাগাজিনে নাকি লেখা হয়েছিল মায়া মেমসাব ছবির জন্য পরিচালক কেতন মেহতা নায়িকা দীপা মেহেতাকে শাহরুখের সঙ্গে রাত কাটাতে বলেছিলেন। তা শুনেই রেগে যান এসআরকে। চড়াও হন ওই অভিনেতার উপর।

2 / 6
ওয়াংখেড়ে স্টেডিয়ামে শাহরুখের সেই ঝামেলা বেশ কয় দিন ধরে রেখেছিল শিরোনাম। কেকেআরের ম্যাচ ছিল সিএসকে'র সঙ্গে। কেকেআর সেই ম্যাচে জেতে। নিরাপত্তারক্ষীদের সঙ্গে ঝামেলায় জড়ান শাহরুখ। যদিও পরে এসআরকে বলেছিলেন, নিরাপত্তারক্ষীরা মেয়ে সুহানা খানকে মাঠে ঢুকতে না দেওয়ায় তিনি মেজাজ হারিয়ে ফেলেন। ওয়াংখেড়ে স্টেডিয়ামে তাঁর প্রবেশ সারা জীবনের জন্য নিষিদ্ধ হয়ে যায়।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে শাহরুখের সেই ঝামেলা বেশ কয় দিন ধরে রেখেছিল শিরোনাম। কেকেআরের ম্যাচ ছিল সিএসকে'র সঙ্গে। কেকেআর সেই ম্যাচে জেতে। নিরাপত্তারক্ষীদের সঙ্গে ঝামেলায় জড়ান শাহরুখ। যদিও পরে এসআরকে বলেছিলেন, নিরাপত্তারক্ষীরা মেয়ে সুহানা খানকে মাঠে ঢুকতে না দেওয়ায় তিনি মেজাজ হারিয়ে ফেলেন। ওয়াংখেড়ে স্টেডিয়ামে তাঁর প্রবেশ সারা জীবনের জন্য নিষিদ্ধ হয়ে যায়।

3 / 6
২০১২, ২০০৮ ও ২০১৬-- এই তিন বছর নিউইয়র্ক, নেআর্ক, ও লস এঞ্জেলেস বিমানবন্দরে শাহরুখ খানকে প্রবেশের সময়ে বাধা দেওয়া হয়েছিল। টুইটারেও এ নিয়ে সরব হয়েছিলেন কিং খান।

২০১২, ২০০৮ ও ২০১৬-- এই তিন বছর নিউইয়র্ক, নেআর্ক, ও লস এঞ্জেলেস বিমানবন্দরে শাহরুখ খানকে প্রবেশের সময়ে বাধা দেওয়া হয়েছিল। টুইটারেও এ নিয়ে সরব হয়েছিলেন কিং খান।

4 / 6
রাজস্থানের মানসিং স্টেডিয়ামে ২০১২ সালে এক আইপিএল ম্যাচ চলাকালীন প্রকাশ্যেই ধূমপান করতে দেখা গিয়েছিল শাহরুখ খানকে। ২০০০ সাল থেকেই রাজস্থানে প্রকাশ্যে ধূমপান করা নিষিদ্ধ। নিয়মভঙ্গ করায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মোটা অঙ্কের জরিমানা দিয়ে রেহাই পান তিনি।

রাজস্থানের মানসিং স্টেডিয়ামে ২০১২ সালে এক আইপিএল ম্যাচ চলাকালীন প্রকাশ্যেই ধূমপান করতে দেখা গিয়েছিল শাহরুখ খানকে। ২০০০ সাল থেকেই রাজস্থানে প্রকাশ্যে ধূমপান করা নিষিদ্ধ। নিয়মভঙ্গ করায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মোটা অঙ্কের জরিমানা দিয়ে রেহাই পান তিনি।

5 / 6
শাহরুখ খান

শাহরুখ খান

6 / 6
Follow Us: