Bollywood Mystery: দিব্যা ভারতীর অকালমৃত্যুর পর ছবিতে নেওয়া হয় শ্রীদেবীকে, সেটে ঘটে একের পর এক অদ্ভুত কাণ্ড!

Bollywood: কিছু কিছু জিনিস যা নীরবে ঘটে বলে দাবি, তার সত্যিই ব্যখ্যা হয় না কোনও। মাত্র ১৯ বছর বয়সে পাঁচতলা থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছিল দিব্যা ভারতীর।

| Edited By: | Updated on: Aug 23, 2022 | 7:03 PM
এ সব যুক্তি বিজ্ঞান মানে না। বিজ্ঞানের আতসকাচে এ সব কথা ধোপে টেঁকেও না। তবুও কিছু কিছু জিনিস যা নীরবে ঘটে বলে দাবি, তার সত্যিই ব্যখ্যা হয় না কোনও। মাত্র ১৯ বছর বয়সে পাঁচতলা থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছিল দিব্যা ভারতীর।

এ সব যুক্তি বিজ্ঞান মানে না। বিজ্ঞানের আতসকাচে এ সব কথা ধোপে টেঁকেও না। তবুও কিছু কিছু জিনিস যা নীরবে ঘটে বলে দাবি, তার সত্যিই ব্যখ্যা হয় না কোনও। মাত্র ১৯ বছর বয়সে পাঁচতলা থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছিল দিব্যা ভারতীর।

1 / 6
 লোকে বলে বেঁচে থাকলে নাকি শ্রীদেবীর থেকেও নাম হতো দিব্যার। দিব্যার মৃত্যু নিয়ে যখন আজও বলিউডে রহস্য রয়েছে, ঠিক তেমনই রহস্য রয়েছে তাঁর মৃত্যুর পর শ্রীদেবীর সঙ্গে ঘটা এক ঘটনাকে কেন্দ্র করেও।

লোকে বলে বেঁচে থাকলে নাকি শ্রীদেবীর থেকেও নাম হতো দিব্যার। দিব্যার মৃত্যু নিয়ে যখন আজও বলিউডে রহস্য রয়েছে, ঠিক তেমনই রহস্য রয়েছে তাঁর মৃত্যুর পর শ্রীদেবীর সঙ্গে ঘটা এক ঘটনাকে কেন্দ্র করেও।

2 / 6
১৯৯৪ সালে মুক্তি পেয়েছিল ছবি 'লাডলা'। ছবিতে দিব্যা ভারতীকে নেওয়ার কথা হয়েছিল। কিন্তু ১৯৯৩ সালে মৃত্যু হয় তাঁর।

১৯৯৪ সালে মুক্তি পেয়েছিল ছবি 'লাডলা'। ছবিতে দিব্যা ভারতীকে নেওয়ার কথা হয়েছিল। কিন্তু ১৯৯৩ সালে মৃত্যু হয় তাঁর।

3 / 6
দিব্যা প্রয়াত হওয়ার পর তাঁর জায়গায় নেওয়া হয় শ্রীদেবীকে। জীবিত থাকতেই ছবির প্রায় ৮০ শতাংশের শুটিং করে ফেলেছিলেন দিব্যা। তাঁর মৃত্যুর পর যদিও শ্রীদেবীকে প্রথম থেকেই শুরু করতে হয় ছবির শুটিং। আর ওই লাডলার সেটেো ঘটে অদ্ভুত কিছু কাণ্ড!

দিব্যা প্রয়াত হওয়ার পর তাঁর জায়গায় নেওয়া হয় শ্রীদেবীকে। জীবিত থাকতেই ছবির প্রায় ৮০ শতাংশের শুটিং করে ফেলেছিলেন দিব্যা। তাঁর মৃত্যুর পর যদিও শ্রীদেবীকে প্রথম থেকেই শুরু করতে হয় ছবির শুটিং। আর ওই লাডলার সেটেো ঘটে অদ্ভুত কিছু কাণ্ড!

4 / 6
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ছবির একটি বিশেষ সিনে একটি বিশেষ দৃশ্যে অভিনয় করার সময় বারবার আটকে যেতেন দিব্যা ভারতী। আর আশ্চর্যজনক ভাবে শ্রীদেবীও ওই একই দৃশ্যে অভিনয় করার সময় আটকে যেতেন একই ভাবে ঠিক যেভাবে দিব্যা আটকাতেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ছবির একটি বিশেষ সিনে একটি বিশেষ দৃশ্যে অভিনয় করার সময় বারবার আটকে যেতেন দিব্যা ভারতী। আর আশ্চর্যজনক ভাবে শ্রীদেবীও ওই একই দৃশ্যে অভিনয় করার সময় আটকে যেতেন একই ভাবে ঠিক যেভাবে দিব্যা আটকাতেন।

5 / 6
ছবির আরও দুই অভিনেতা রবিনা টন্ডন ও শক্তি কাপুর ঘটনাটি দেখে রীতিমতো চমকে গিয়েছিলেন। বলা যায় ভয়ও পেয়ে গিয়েছিলেন। অনেকেরই দাবি সে সময় নাকি এক অদৃশ্য শক্তির মিষ্টি হাসির আওয়াজও পেতেন অনেকেই। তবে ওই যে বিজ্ঞানের চোখে এ সবই কুসংস্কার ও অমূলক কথা ছাড়া কিছুই নয়। কিছু রহস্যের যে ব্যাখ্যা হয় না।

ছবির আরও দুই অভিনেতা রবিনা টন্ডন ও শক্তি কাপুর ঘটনাটি দেখে রীতিমতো চমকে গিয়েছিলেন। বলা যায় ভয়ও পেয়ে গিয়েছিলেন। অনেকেরই দাবি সে সময় নাকি এক অদৃশ্য শক্তির মিষ্টি হাসির আওয়াজও পেতেন অনেকেই। তবে ওই যে বিজ্ঞানের চোখে এ সবই কুসংস্কার ও অমূলক কথা ছাড়া কিছুই নয়। কিছু রহস্যের যে ব্যাখ্যা হয় না।

6 / 6
Follow Us: