AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Heroine Dance: ডান্স পারফরম্যান্স দিয়ে নেটিজ়েনদের হৃদয়ে তুফান তুলেছেন যে নায়িকারা! দেখে নেওয়া যাক তালিকা

Heroine Dance: নায়িকা রূপে তাঁদের অভিনয়ে মুগ্ধ অনুরাগীরা। তবে পাশাপাশি তাঁরা নিজেদের নাচের তালে নাচিয়েছেন ৮ থেকে ৮০কেও।  

| Edited By: | Updated on: Jun 17, 2022 | 3:29 PM
Share
এটা বললে ভুল হবে না যে বেশিরভাগ ভারতীয় চলচ্চিত্রগুলো সিজলিং ডান্স নম্বর ছাড়া অসম্পূর্ণ। রশ্মিকা মনদানা, সামান্থা রুথ প্রভু, দিশা পাটানি-র মতো অভিনেত্রীরা তাঁদের হট ট্র্যাকগুলির মাধ্যমে ভক্তদের মুগ্ধ করেছেন নানা সময়ে। একবার দেখে নেওয়া যাক এই তালিকায় কোন কোন নায়িকারা রয়েছেন। এই ডিভারা তাঁদের লাস্যময়ী নাচে সবার মন জয় করে নিয়েছেন।

এটা বললে ভুল হবে না যে বেশিরভাগ ভারতীয় চলচ্চিত্রগুলো সিজলিং ডান্স নম্বর ছাড়া অসম্পূর্ণ। রশ্মিকা মনদানা, সামান্থা রুথ প্রভু, দিশা পাটানি-র মতো অভিনেত্রীরা তাঁদের হট ট্র্যাকগুলির মাধ্যমে ভক্তদের মুগ্ধ করেছেন নানা সময়ে। একবার দেখে নেওয়া যাক এই তালিকায় কোন কোন নায়িকারা রয়েছেন। এই ডিভারা তাঁদের লাস্যময়ী নাচে সবার মন জয় করে নিয়েছেন।

1 / 8
সামান্থা রুথ প্রভু আল্লু অর্জুন অভিনীত 'পুষ্পা দ্য রাইজ'-এর ও আন্তাভা-তে তাঁর সিজলিং ডান্স দিয়ে সকলকে চমকে দিয়েছেন। তিনি তাঁর প্রথম ডান্স নম্বরের পরেই রাতারাতি ইন্টারনেট সেনসেশন হয়ে ওঠেন।

সামান্থা রুথ প্রভু আল্লু অর্জুন অভিনীত 'পুষ্পা দ্য রাইজ'-এর ও আন্তাভা-তে তাঁর সিজলিং ডান্স দিয়ে সকলকে চমকে দিয়েছেন। তিনি তাঁর প্রথম ডান্স নম্বরের পরেই রাতারাতি ইন্টারনেট সেনসেশন হয়ে ওঠেন।

2 / 8
'দাবাং ২' ছবিতে 'ফেবিকল সে চিপকালো' গানে অনুরাগীরাও করিনা কাপুর খানের সঙ্গে ফেবিকল দিয়ে মজবুতভাবে জুড়েছেন।

'দাবাং ২' ছবিতে 'ফেবিকল সে চিপকালো' গানে অনুরাগীরাও করিনা কাপুর খানের সঙ্গে ফেবিকল দিয়ে মজবুতভাবে জুড়েছেন।

3 / 8
রশ্মিকা মনদানা দক্ষিণ ভারতে প্রথমে মহেশবাবুর সঙ্গে 'সারিলেরু' গানে, তার পর আল্লু অর্জুনের সঙ্গে 'পুষ্পা' ছবিতে যে ডান্স পারফর্মেন্স দিয়েছেন, তাতে আপামর ভারতবাসীর হৃদয়ে আগুন ধরিয়েছেন।

রশ্মিকা মনদানা দক্ষিণ ভারতে প্রথমে মহেশবাবুর সঙ্গে 'সারিলেরু' গানে, তার পর আল্লু অর্জুনের সঙ্গে 'পুষ্পা' ছবিতে যে ডান্স পারফর্মেন্স দিয়েছেন, তাতে আপামর ভারতবাসীর হৃদয়ে আগুন ধরিয়েছেন।

4 / 8
'হ্যাপি নিউ ইয়ার' ছবিতে 'লাভলি' গানে যে পারফর্মেন্স দিয়েছিলেন, তাতে অবাক নেটিজ়েনরা।

'হ্যাপি নিউ ইয়ার' ছবিতে 'লাভলি' গানে যে পারফর্মেন্স দিয়েছিলেন, তাতে অবাক নেটিজ়েনরা।

5 / 8
ক্যাটরিনা কাইফ 'চিকনি চামেলি', 'শিলা কি জাওয়ানি' ইত্যাদি গানে যে লাস্যময়ী ডান্স করেছেন, তাতে উষ্ণতা ছড়িয়েছে অনুরাগীদের মধ্যে।

ক্যাটরিনা কাইফ 'চিকনি চামেলি', 'শিলা কি জাওয়ানি' ইত্যাদি গানে যে লাস্যময়ী ডান্স করেছেন, তাতে উষ্ণতা ছড়িয়েছে অনুরাগীদের মধ্যে।

6 / 8
সলমন খানের ভারত ছবির স্লো মোশন গানে দিশা পাটানির নাচের ভঙ্গিমা নিয়ে প্রবল চর্চা হয়। সকলেই তাঁর এই রূপে চমকে যান।

সলমন খানের ভারত ছবির স্লো মোশন গানে দিশা পাটানির নাচের ভঙ্গিমা নিয়ে প্রবল চর্চা হয়। সকলেই তাঁর এই রূপে চমকে যান।

7 / 8
বিপাশা বসুর 'বিড়ি জ্বালাই লে' গানে ডান্স আজও শিরোনামে রয়েছে। রেখা ভরদ্বাজের গাওয়া 'ওমকারা' ছবির এই গানকে বিপাশা নিজের ডান্স দিয়ে সম্পূর্ণ করেছেন।

বিপাশা বসুর 'বিড়ি জ্বালাই লে' গানে ডান্স আজও শিরোনামে রয়েছে। রেখা ভরদ্বাজের গাওয়া 'ওমকারা' ছবির এই গানকে বিপাশা নিজের ডান্স দিয়ে সম্পূর্ণ করেছেন।

8 / 8