২০২১-কে কীভাবে স্বাগত জানালেন সেলেবরা?
'বিষ' এর বছর শেষ৷ প্রতি বছরের থেকে এবার নতুনকে স্বাগত জানানোর বাসনা অনেকটাই বেশী ছিল সারা বিশ্ববাসীর। সেই মত ঘড়ির কাঁটা ১২টা ছুঁতেই আকাশ রোশনাইতে ভরে উঠল। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি নিজের মত করে বর্ষবরণে মেতে উঠল।
1 / 9
নতুন বছরে পরিবারে নতুন অতিথি আসার দিন গুণছেন অনুষ্কা- বিরাট। ঘরোয়া পরিবেশেই নতুন বছরে আনন্দ ভাগ করে নিলেন এই পাওয়ার কাপল।
2 / 9
একে অপরের ঠোঁট ছুঁয়ে দিচ্ছে৷ এইরকম আদুরেভাবে পুরোনো কে বিদায় জানিয়ে ২০২১ কে স্বাগত জানালেন সোনম-আনন্দ
3 / 9
জয়পুরে বন্ধু-বান্ধব পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছে আলিয়া- রণবীর। মা বোনের সঙ্গে 'নিউ ইয়ার' সেলিব্রেশনে মাতলেন আলিয়া৷
4 / 9
ঠোঁটে ডার্ক লিপস্টিক,পরণে স্লিক ড্রেস। একে অপরের কাছাকাছি এই ভাবেই পুরনো বছরকে বিদায় জানালেন অর্জুন, মালাইকা। বলিউডের অন্যতম চর্চিত জুটি৷
5 / 9
ছেলে, মেয়ে, পোষ্যকে নিয়ে এক কথায় ফারফেক্ট ফ্রেম। বছরের প্রথমটা এইরকম হ্যাপি ফ্যামিলি নোটেই শুরু করলেন আয়ুষ্মান৷
6 / 9
মনীশ মালহোত্রর বাড়িতে বসেছিল চাঁদের হাট। একই ফ্রেমে ধরা দিলেন জাহ্নবী, খুশি, কৃতি, কার্তিকরা।
7 / 9
পাহাড়ের কোলে নতুন বছরকে বরণ করে নিল ঐন্দ্রিলা। ব্ল্যাক ড্রেসে ঠান্ডার দেশ থেকে এই মিষ্টি ছবি শেয়ার করলেন।
8 / 9
ছেলের সঙ্গে নতুন বছরকে স্বাগত জানালেন রচনা ব্যানার্জি । নিজের কমপ্লেক্সেই পুল পার্টিতে জমে উঠল বর্ষবরণের রাত।
9 / 9
দুই মেয়ের সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন বিরসা-বিদিপ্তা। কাছের মানুষগুলোর সঙ্গে নিরিবিলিতে বর্ষবরণে মাতলেন পরিচালক।