লিভারপুলকে ছুঁয়ে ফেলল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড

Jan 02, 2021 | 12:38 PM

শুক্রবার প্রিমিয়ার লিগে (Premier League) ঘরের মাঠে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United) ২-১ হারাল অ্যাস্টন ভিলাকে (Aston Villa)। পয়েন্টের দিক থেকে লিগ টেবিলের শীর্ষে থাকা লিভারপুলকে ছুঁয়ে ফেলল রেড ডেভিলসরা।

1 / 5
ম্যাচের ৪০ মিনিটে অ্যান্থনি মার্সিয়ালের গোলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড এগিয়ে যায়।

ম্যাচের ৪০ মিনিটে অ্যান্থনি মার্সিয়ালের গোলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড এগিয়ে যায়।

2 / 5
ম্যাচের ৫৮ মিনিটে গোল করে অ্যাস্টন ভিলার বার্ট্রান্ড ট্রায়োর সমতা ফেরান।

ম্যাচের ৫৮ মিনিটে গোল করে অ্যাস্টন ভিলার বার্ট্রান্ড ট্রায়োর সমতা ফেরান।

3 / 5
ম্যাচের ৬১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে রেড ডেভিলসদের এগিয়ে দেন ব্রুনো ফার্নান্ডেজ।

ম্যাচের ৬১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে রেড ডেভিলসদের এগিয়ে দেন ব্রুনো ফার্নান্ডেজ।

4 / 5
১৬ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ২ নম্বরে রয়েছে সোল্কজায়েরের দল।

১৬ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ২ নম্বরে রয়েছে সোল্কজায়েরের দল।

5 / 5
লিগ টেবলের শীর্ষে থাকা লিভারপুলেরও  ১৬ ম্যাচে ৩৩ পয়েন্ট। কিন্তু গোল পার্থক্যে এগিয়ে রয়েছে লিভারপুল। (ছবি-টুইটার)

লিগ টেবলের শীর্ষে থাকা লিভারপুলেরও ১৬ ম্যাচে ৩৩ পয়েন্ট। কিন্তু গোল পার্থক্যে এগিয়ে রয়েছে লিভারপুল। (ছবি-টুইটার)

Next Photo Gallery