TV9 বাংলা ডিজিটাল: ১৯ ফ্রেবুয়ারি নতুন বছরের প্রথম ডার্বি। আইএসএলের মঞ্চে ফের একবার মুখোমুখি হতে চলেছে কলকাতার দুই প্রধান। মারগাওয়ের ফতোদরায় আইএসএলের ফিরতি ডার্বি। ২৭ নভেম্বর আইএসএলের প্রথম ডার্বিতে বাজিমাত করেছিল সবুজ-মেরুন। রয় কৃষ্ণা আর মনবীর সিংয়ের গোলে ডার্বি জিতেছিল এটিকে মোহনবাগান। এবার বদলার সুযোগ রবি ফাউলারের দলের সামনে।
শনিবার আইএসএলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করল এফএসডিএল। ২৮ ফেব্রুয়ারি গ্রুপ লিগের শেষ ম্যাচ খেলবে এটিকে মোহনবাগান। হাবাসের দলের প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি। নতুন বছরের শুরুতে গ্রুপ লিগের এক আর দু নম্বরে আছে এই দুটি দলই। গ্রুপ লিগের এক নম্বর দল সরাসরি এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার ছাড়পত্র পাবে। অন্যদিকে ২৭ ফেব্রুয়ারি ওড়িশা এফ সি-র বিরুদ্ধে ম্যাচ দিয়ে গ্রুপ লিগের অভিযান শেষ করবে এসসি ইস্টবেঙ্গল।
Our fixtures for the remainder of the Hero ISL ⬇️
Mark the dates on your calendar! ?#ChhilamAchiThakbo #WeAreSCEB #JoyEastBengal pic.twitter.com/hbsmKa5m8b
— SC East Bengal (@sc_eastbengal) January 2, 2021
আরও পড়ুন:টেস্ট ক্রিকেটে নটরাজনের সাফল্য নিয়ে সংশয় ওয়ার্নারের
১৫ জানুয়ারি আইএসএলের দ্বিতীয় পর্বে লাল-হলুদের প্রথম ম্যাচ কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে। ১৭ জানুয়ারি এফ সি গোয়ার বিরুদ্ধে নামবে হাবাসের সবুজ-মেরুন।