TV9 বাংলা ডিজিটাল: নতুন বছরের প্রথম দিনেও ছুটি নেই সবুজ-মেরুন ফুটবলারদের। রবিবার বছরের প্রথম ম্যাচ এটিকে মোহনবাগানের। লিগ টেবিলের শীর্ষে থেকে নামবেন রয় কৃষ্ণারা। নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচের কথা মাথায় রেখে ফুটবলারদের অনুশীলনে ছুটি দেননি হাবাস। নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচের পরেই এটিকে মোহনবাগানের সামনে দ্বিতীয় স্থানে থাকা মুম্বই সিটি এফ সি। তবে এখনই মুম্বই ম্যাচ নিয়ে ভাবতে নারাজ সবুজ-মেরুন ফুটবলার-রা। দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার তিরি বলছেন, “হাবাসের দর্শন হল ম্যাচ ধরে এগোনো। আমরা সেটাই করার চেষ্টা করি।”
The #ATKMohunBagan family wishes you a Happy New Year! ?❤️#Mariners #JoyMohunBagan #IndianFootball pic.twitter.com/NNR6aZgIhK
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) January 1, 2021
তিরির সঙ্গে একমত এটিকে মোহনাবাগনের তারকা ডিফেন্ডার প্রীতম কোটালও। জাতীয় দলের ডিফেন্ডারের মতে, “মুম্বই আমাদের সঙ্গে লিগ টেবিলে সমান তালে টক্কর দিচ্ছে। ওই ম্যাচের আগে আমাদের নর্থ ইস্ট ম্যাচ জিততেই হবে।নতুন বছর জয় দিয়ে শুরু করতে চাই। মুম্বই ম্যাচের আগে তিন পয়েন্ট পাওয়াটা খুব জরুরি।”
আরও পড়ুন:অবসর সরিয়ে আরও দুটো বিশ্বকাপে চোখ গেইলের
নতুন বছর নতুন আশা। প্রীতম চান, “নতুন বছরে করোনা মুক্ত হয়ে ফের স্বাভাবিক হোক আমাদের জীবন। ফুটবল ফিরুক নিজস্ব ছন্দে। গ্যালারিতে বসে সমর্থকরা আমাদের খেলা দেখার সুযোগ পান।