Lakshmi Pujavidhi: লক্ষ্মীকে চিরস্থায়ী করতে পুজো কীভাবে করবেন? রোজের পুজোয় কোন ফুল-পাতা ভুলেও নিবেদন করবেন না, জানুন
TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস
Dec 17, 2023 | 4:17 PM
Puja Rituals: যে কোনও পুজোয় রয়েছে আলাদা আলাদা নিয়ম। রয়েছে প্রচুর রীতি-নীতি। রয়েছে প্রতিটি পুজোর মন্ত্রও। তাই ভগবানের কৃপা পেতে সঠিক নিয়ম ও সঠিকভাবে মন্ত্র উচ্চারণ করা উচিত। প্রত্যেক দেব-দেবীর নিজস্ব একটি নীতি ও রীতি রয়েছে। তেমনি লক্ষ্মীপুজোর সময়ও মেনে চলতে হয় বেশ কিছু নিয়মও।
1 / 9
হিন্দুশাস্ত্র মতে, দেবী লক্ষ্মী হলেন সৌভাগ্য, সম্পদ ও সৌন্দর্যের প্রতীক। প্রথা মতে প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার করে লক্ষ্মীর আরাধনা করা হয় ঘরে ঘরে। কথিত আছে, লক্ষ্মীবারে সঠিক আচারবিধি মেনে পুজো করা হলে জীবনভর লক্ষ্মীর কৃপা বজায় থাকে। লক্ষ্মীর আশীর্বাদে কখনও অর্থাভাব দেখা যাবে না গৃহে।
2 / 9
বাঙালি ঘরে প্রতি বৃহস্পতিবার করে বিশেষ আচার-নীতি মেনে লক্ষ্মীর আরাধনা করা হয়। লক্ষ্মী পুজোর সময় শুদ্ধ আসনে বসে আচ মন থেকে শুরু করে পঞ্চদেবতার পুজো করতে হয়। সাধারণত লক্ষ্মী পুজো করা হয় লক্ষ্মী সরা, ঘট, মূর্তি বা ছবিতে। প্রতি বৃহস্পতির পাশাপাশি শুক্রবারেও লক্ষ্মীর আরাধনা করার নিয়ম রয়েছে।
3 / 9
লক্ষ্মী পুজোর সময় সবচেয়ে বেশি দরকার হল লক্ষ্মীর পাঁচালি। এই পাঁচালির মন্ত্র উচ্চারণ একটু শক্ত হলেও পড়তে বেশ ছন্দময় লাগে। সঠিক উচ্চারণ করতে না পারলে মনে মনে লক্ষ্মীকে প্রণাম করে নিজের মনের ইচ্ছের কথা বলতে পারেন। পুজো করার আগে প্রথমে দেবীর চরণ ধুয়ে দিতে হয়। ছবি থাকলে জল ছিটিয়ে দিতে পারেন।
4 / 9
এরপর ফল, মিষ্টি দিয়ে নৈবেদ্য সাজিয়ে রাখুন। এরপর দুর্বা, চন্দ্ন, ফুল, আতপচাল দিন। এই নৈবেদ্য লক্ষ্মীর খুব প্রিয়। ক্ষীর বা পায়েসও রাখতে পারেন। এদিন অবশ্যই প্রদীপ, ধূপ ও ধুনো জ্বালাতে ভুলবেন না। পুষ্পাঞ্জলি মন্ত্র পড়ে সকলের মাথায় জল ছিটিয়ে দিন। হাতে ফুল নিয়ে পুষ্পাঞ্জলি মন্ত্র পর পর তিনবার পড়ুন। দেবী ও দেবীর বাহনকে ফুল অর্পন করা উচিত।
5 / 9
লক্ষ্মীর পাশাপাশি বিষ্ণু ও নারায়ণকেও স্মরণ করা হয়। এর পাশাপাশি কুবেরকে স্মরণ করেও ফুল নিবেদন করা উচিত। লক্ষ্মীর পুজো শঙখ বাজালে কাসর-ঘণ্টা একেবারেই বাজাবেন না। তাতে দেবী রুষ্ট হন। দেবী লক্ষ্মী বেশি আওয়াজ সহ্য করতে পারেন না। তাতে ঘর থেকে লক্ষ্মী বেরিয়ে যেতে পারেন।
6 / 9
প্রতিদিন স্নান করে লক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ১০৮ বার জপ করতে পারেন। তাতে সন্তুষ্ট হন তিনি। এই মন্ত্র জপ করার সঙ্গে পদ্মবীজের মালা ব্যবহার করা যায়। এছাড়া টানা ১২ দিন ধরে ভক্তিভরে লক্ষ্মী দ্বাদশ স্তোত্র ১২বার উচ্চারণ করলে ঋণের বোঝা থেকে মুক্তি পেতে পারেন। ঠাকুরঘরে লক্ষ্মীর আসন বা সিংহাসনে কড়ি ও শঙ্খ রাখতে ভুলবেন না যেন।
7 / 9
লক্ষ্মীর শঙ্খ হল দক্ষিণাবর্ত শঙ্খ। লাল, সাদা, ও হলুদ রঙের একটি পরিস্কার কাপড়ের উপর বা রুপোর পাত্র, মাটির পাত্রের উপর এই শঙ্খের মধ্যে জল রেখে পুজো করতে পারেন। তাতে দেবী লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হন। তবে মাথায় রাখবেন, লক্ষ্মী পুজোর সময় কখনও তুলসী পাতা ব্যবহার করবেন না।
8 / 9
বাড়িত রোজকার নিয়ম মেনে বৃহস্পতিবার লক্ষ্মীপুজো হলে, তুলসী মঞ্চে অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন। তাতে তুষ্ট হন লক্ষ্মীদেবী। লক্ষ্মী পুজোর সময় ঘরের মেঝেতে ও পুজোর ঘরে আলপনা দেওয়া ও লক্ষ্মীর পদচিহ্ন আঁকলে তা শুভ বলে মনে করা হয়। বৃহস্পতি ও শুক্রবার তো দেবেনই, প্রতিদিনও দিতে পারেন।
9 / 9
বৃহস্পতি ও শুক্রবার বাদ দিয়েও যদি প্রতিদিন লক্ষ্মীর পট বা মূর্তির সামনে দুটি করে ঘিয়ের প্রদীপ জ্বালান, তাতে অত্যন্ত তুষ্ট হন দেবী লক্ষ্মী। শুভ বলেও মনে করা হয়। লক্ষ্মীর পুজোয় পদ্ম, নারকেল. ক্ষীর বা পায়েস নৈবেদ্য হিসেবে দিতে পারেন।