Hritik Roshan Relationship: এবার কি বিয়ের পিঁড়িতে হৃত্বিক? ১০০ কোটি দিয়ে ‘মন্নত’ সাজালেন নতুন করে

Relationship: এই খবর সামনে আসতেই শুরু নয়া জল্পনা, তবে কী বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তাঁরা!

| Edited By: | Updated on: Nov 19, 2022 | 11:27 AM
হৃত্বিক রোশন ও সাবার মধ্যে থাকা সম্পর্কের সমীকরণ এক কথায় বলতে গেলে সকলের নজর কাড়ে। বেশ কিছুদিনের সম্পর্কের জল্পনার পর তাঁরা প্রকাশ্যেই সম্পর্কের ইঙ্গিত দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ার পাতায়।

হৃত্বিক রোশন ও সাবার মধ্যে থাকা সম্পর্কের সমীকরণ এক কথায় বলতে গেলে সকলের নজর কাড়ে। বেশ কিছুদিনের সম্পর্কের জল্পনার পর তাঁরা প্রকাশ্যেই সম্পর্কের ইঙ্গিত দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ার পাতায়।

1 / 5
ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল তাঁদের একাধিক ছবি। কখনও ডিনার ডেট, কখনও আবার একান্তে ছুটি কাটান। তবে হৃত্বিকের সঙ্গে সুজন খানের সম্পর্ক বেশ ঘনিষ্ঠ। সন্তানদের তাগিতেই তাঁরা বর্তমানে ভীষণ ভাল বন্ধু।

ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল তাঁদের একাধিক ছবি। কখনও ডিনার ডেট, কখনও আবার একান্তে ছুটি কাটান। তবে হৃত্বিকের সঙ্গে সুজন খানের সম্পর্ক বেশ ঘনিষ্ঠ। সন্তানদের তাগিতেই তাঁরা বর্তমানে ভীষণ ভাল বন্ধু।

2 / 5
বর্তমানে হৃত্বিক রোশন বিক্রম বেধা ছবির প্রচারেই নজর দিচ্ছেন। চলতি মাসের শেষেই মুক্তি পেতে চলেছে অ্যাকশন প্যাক এই ছবি। যা এক কথায় সিনে দুনিয়ায় ঝড় তুলবে বলেই ফিল্মবিশেষজ্ঞদের মত। ফলে পরবর্তী ছবি ঘিরে এখন খবরের শিরোনামে হৃত্বিক রোশন।

বর্তমানে হৃত্বিক রোশন বিক্রম বেধা ছবির প্রচারেই নজর দিচ্ছেন। চলতি মাসের শেষেই মুক্তি পেতে চলেছে অ্যাকশন প্যাক এই ছবি। যা এক কথায় সিনে দুনিয়ায় ঝড় তুলবে বলেই ফিল্মবিশেষজ্ঞদের মত। ফলে পরবর্তী ছবি ঘিরে এখন খবরের শিরোনামে হৃত্বিক রোশন।

3 / 5
তিনি সাবার সঙ্গে থাকবেন বলে একটি অ্যাপার্টমেন্টকে নতুন করে সাজিয়ে নিলেন, যার জন্য খরচ পরে ১০০ কোটি টাকা। সেই বিল্ডিং-এর নাম মন্নত। মোট তিনটি ফ্লোর রয়েছে এই অ্যাপার্টমেন্টে।

তিনি সাবার সঙ্গে থাকবেন বলে একটি অ্যাপার্টমেন্টকে নতুন করে সাজিয়ে নিলেন, যার জন্য খরচ পরে ১০০ কোটি টাকা। সেই বিল্ডিং-এর নাম মন্নত। মোট তিনটি ফ্লোর রয়েছে এই অ্যাপার্টমেন্টে।

4 / 5
তাই এই ছবিতে তাঁর উপস্থিতি যে বিশেষ প্রভাব ফেলবে ভক্ত মনে তা বলাই বাহুল্য। তবে প্রযোজক সংস্থা থেকে ছবির কাস্ট নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি।

তাই এই ছবিতে তাঁর উপস্থিতি যে বিশেষ প্রভাব ফেলবে ভক্ত মনে তা বলাই বাহুল্য। তবে প্রযোজক সংস্থা থেকে ছবির কাস্ট নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি।

5 / 5
Follow Us: