বার, জিম, প্রাচুর্যের ছড়াছড়ি– জুহুর পাড়ে রাজ-শিল্পার এই বাড়ি অনায়াসে টেক্কা দেবে পাঁচতারাকেও

যেন সাক্ষাৎ রাজপ্রাসাদ... ঘুরে দেখা যাক রাজ-শিল্পার অন্দরমহল...

| Edited By: | Updated on: Jul 23, 2021 | 10:19 AM
জুহুর কিনারে অবস্থিত 'রাজ-শিল্পার' রাজকীয় বাংলো কিনারা। প্রাচুর্যের ছড়াছড়ি পুরো বাংলো জুড়েই। যেখানেই তাকানো যায় উপচে পড়ছে ঐশ্বর্যের ছোঁয়া। যেন সাক্ষাৎ রাজপ্রাসাদ... ঘুরে দেখা যাক রাজ-শিল্পার অন্দরমহল...

জুহুর কিনারে অবস্থিত 'রাজ-শিল্পার' রাজকীয় বাংলো কিনারা। প্রাচুর্যের ছড়াছড়ি পুরো বাংলো জুড়েই। যেখানেই তাকানো যায় উপচে পড়ছে ঐশ্বর্যের ছোঁয়া। যেন সাক্ষাৎ রাজপ্রাসাদ... ঘুরে দেখা যাক রাজ-শিল্পার অন্দরমহল...

1 / 8
নিজের হাতে বাংলো সাজিয়েছেন শিল্পা। সারা বিশ্ব থেকে সংগ্রহ করা জিনিস রয়েছে সেখানে। আভিজাত্য ও আধুনিকতার মেলবন্ধনে তা যেন স্বর্গীয়।

নিজের হাতে বাংলো সাজিয়েছেন শিল্পা। সারা বিশ্ব থেকে সংগ্রহ করা জিনিস রয়েছে সেখানে। আভিজাত্য ও আধুনিকতার মেলবন্ধনে তা যেন স্বর্গীয়।

2 / 8
দুই সন্তানের জন্য রয়েছে থিমড ঘর। ছোট্ট সমিশার জন্য এঞ্জেল থিমড দেওয়ালে আঁকা রয়েছে তারা আর স্নো ফ্লেক্স। বেবি পিঙ্ক আর সাদার কম্বিনেশনে গোটা ঘর হয়ে উঠেছে সাক্ষাৎ 'প্লে-গ্রাউন্ড'।

দুই সন্তানের জন্য রয়েছে থিমড ঘর। ছোট্ট সমিশার জন্য এঞ্জেল থিমড দেওয়ালে আঁকা রয়েছে তারা আর স্নো ফ্লেক্স। বেবি পিঙ্ক আর সাদার কম্বিনেশনে গোটা ঘর হয়ে উঠেছে সাক্ষাৎ 'প্লে-গ্রাউন্ড'।

3 / 8
বসার ঘরেও রয়েছে বাহারি সাজসজ্জা। হাই সিলিং আর মার্বেল ফিনিশড ফ্লোরে তা হয়ে উঠেছে অন্যরকম।

বসার ঘরেও রয়েছে বাহারি সাজসজ্জা। হাই সিলিং আর মার্বেল ফিনিশড ফ্লোরে তা হয়ে উঠেছে অন্যরকম।

4 / 8
পোষ্যর শখ শিল্পার। কুকুর শ্যাম্পেন এবং বিড়াল সিম্বাকে নিয়ে বাড়িতে কাটে অবসর।

পোষ্যর শখ শিল্পার। কুকুর শ্যাম্পেন এবং বিড়াল সিম্বাকে নিয়ে বাড়িতে কাটে অবসর।

5 / 8
তিনি ফিটনেস ফ্রিক এ খবর অজানা নয়। বাড়িতেই রয়েছে আস্ত একখানা জিম। সেখানেই মাঝেমধ্যে শরীরচর্চা করতে দেখা যায় তাঁকে।

তিনি ফিটনেস ফ্রিক এ খবর অজানা নয়। বাড়িতেই রয়েছে আস্ত একখানা জিম। সেখানেই মাঝেমধ্যে শরীরচর্চা করতে দেখা যায় তাঁকে।

6 / 8
নেপালে পশমিনা শালের ব্যবসা করতে শুরু করেন তিনি। পরে লণ্ডনের ফ্যাশন হাউজে শুরু করেন শালের আমদানি-রপ্তানির ব্যবসা। ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে তাঁর।

নেপালে পশমিনা শালের ব্যবসা করতে শুরু করেন তিনি। পরে লণ্ডনের ফ্যাশন হাউজে শুরু করেন শালের আমদানি-রপ্তানির ব্যবসা। ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে তাঁর।

7 / 8
ডাইনিং রুমে প্রবেশ করলে অবাক হয়ে যেতে পারেন। ঠাওর করতে নাও পারেন বাড়ি নাকি পাঁচতারা। সারি সারি চেয়ার... সঙ্গে মানানসই কুশান। উপরে ঝাড়বাতি। ব্যক্তিগত বার-ও রয়েছে রাজ-শিল্পার। সেখানে সংগ্রহ করা রয়েছে দুনিয়ার নামজাদা ক্রিকেটারদের সই করা ব্যাট।

ডাইনিং রুমে প্রবেশ করলে অবাক হয়ে যেতে পারেন। ঠাওর করতে নাও পারেন বাড়ি নাকি পাঁচতারা। সারি সারি চেয়ার... সঙ্গে মানানসই কুশান। উপরে ঝাড়বাতি। ব্যক্তিগত বার-ও রয়েছে রাজ-শিল্পার। সেখানে সংগ্রহ করা রয়েছে দুনিয়ার নামজাদা ক্রিকেটারদের সই করা ব্যাট।

8 / 8
Follow Us: