Celebrity Trolling: ‘নাক-ঠোঁটের এ কী অবস্থা করেছেন’! দিশা পাটানির সাম্প্রতিক ছবি দেখে আঁতকে উঠলেন ভক্তরাই

Disha Patani: একসময় তাঁকে আখ্যা দেওয়া হয়েছিল 'জাতীয় ক্রাশ' হিসেবে। তিনি দিশা পাটানি। তাঁর ভক্তসংখ্যা নেহাতই কম নয়। এবার সেই দিশাই হলেন চরম ট্রোল্ড। তাঁর সাম্প্রতিক ছবি দেখে ভক্তরাই হতাশ। দাবি, দিশা নাকি ঠোঁট আর নাকের 'জব' অর্থাৎ অস্ত্রোপচার করিয়েছেন।

Jul 01, 2022 | 9:22 AM
TV9 Bangla Digital

| Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jul 01, 2022 | 9:22 AM

একসময় তাঁকে আখ্যা দেওয়া হয়েছিল 'জাতীয় ক্রাশ' হিসেবে। তিনি দিশা পাটানি। তাঁর ভক্তসংখ্যা নেহাতই কম নয়। এবার সেই দিশাই হলেন চরম ট্রোল্ড। তাঁর সাম্প্রতিক ছবি দেখে ভক্তরাই হতাশ। দাবি, দিশা নাকি ঠোঁট আর নাকের 'জব' অর্থাৎ অস্ত্রোপচার করিয়েছেন।

একসময় তাঁকে আখ্যা দেওয়া হয়েছিল 'জাতীয় ক্রাশ' হিসেবে। তিনি দিশা পাটানি। তাঁর ভক্তসংখ্যা নেহাতই কম নয়। এবার সেই দিশাই হলেন চরম ট্রোল্ড। তাঁর সাম্প্রতিক ছবি দেখে ভক্তরাই হতাশ। দাবি, দিশা নাকি ঠোঁট আর নাকের 'জব' অর্থাৎ অস্ত্রোপচার করিয়েছেন।

1 / 6
তাঁর আসন্ন ছবি 'এক ভিলেন রিটার্নস'-এর ট্রেলার লঞ্চে হাজির ছিলেন দিশা। সঙ্গে ছিল ওই ছবিরই সহঅভিনেতা অর্জুন কাপুর, জন আব্রাহামেরা।

তাঁর আসন্ন ছবি 'এক ভিলেন রিটার্নস'-এর ট্রেলার লঞ্চে হাজির ছিলেন দিশা। সঙ্গে ছিল ওই ছবিরই সহঅভিনেতা অর্জুন কাপুর, জন আব্রাহামেরা।

2 / 6
দিশা পরেছিলেন এক কালো রঙের পোশাক। চুল ছিল খোলা। আর সেখানেই তাঁর ঠোঁট আর নাক নজর কাড়ে নেটিজেনদের। অনেকেরই  বক্তব্য ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রীর মতোই কৃত্তিম উপায়ে সৌন্দর্য বাড়ানোর চেষ্টা করেছেন দিশা।

দিশা পরেছিলেন এক কালো রঙের পোশাক। চুল ছিল খোলা। আর সেখানেই তাঁর ঠোঁট আর নাক নজর কাড়ে নেটিজেনদের। অনেকেরই বক্তব্য ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রীর মতোই কৃত্তিম উপায়ে সৌন্দর্য বাড়ানোর চেষ্টা করেছেন দিশা।

3 / 6
দিশা যদিও এখনও পর্যন্ত এ নিয়ে মন্তব্য করেননি। তিনি ব্যস্ত ছিলেন ছবির প্রচারে। দিশা পাটানি মানেই হট অ্যাবস, টোন্ড ফিগার। তাঁর বিকিনি ছবি মানেই তাতে লাইকের ছড়াছড়ি।

দিশা যদিও এখনও পর্যন্ত এ নিয়ে মন্তব্য করেননি। তিনি ব্যস্ত ছিলেন ছবির প্রচারে। দিশা পাটানি মানেই হট অ্যাবস, টোন্ড ফিগার। তাঁর বিকিনি ছবি মানেই তাতে লাইকের ছড়াছড়ি।

4 / 6
নিজে ফিটনেস ফ্রিকও তিনি। মাঝেমধ্যেই প্রেমিক টাইগার শ্রফের সঙ্গে তাঁর উষ্ণ ছবি নেটদুনিয়ায় সেনসেশন হয়ে দাঁড়ায়। এ হেন দিশাকে দেখেই আশাহত ভক্তমহল। প্রশ্ন একটাই, সত্যি কি অস্ত্রোপচার করিয়েছেন তিনি?

নিজে ফিটনেস ফ্রিকও তিনি। মাঝেমধ্যেই প্রেমিক টাইগার শ্রফের সঙ্গে তাঁর উষ্ণ ছবি নেটদুনিয়ায় সেনসেশন হয়ে দাঁড়ায়। এ হেন দিশাকে দেখেই আশাহত ভক্তমহল। প্রশ্ন একটাই, সত্যি কি অস্ত্রোপচার করিয়েছেন তিনি?

5 / 6
প্রসঙ্গত, আগামী ২৯ জুলাই মুক্তি পাবে দিশার এই ছবিটি। এই প্রথম কোনও ছবিতে মিষ্টি মেয়ের খোলস ছেড়ে ধুসর চরিত্রে অবিহ্নয় করতে দেখা গিয়েছে তাঁকে।

প্রসঙ্গত, আগামী ২৯ জুলাই মুক্তি পাবে দিশার এই ছবিটি। এই প্রথম কোনও ছবিতে মিষ্টি মেয়ের খোলস ছেড়ে ধুসর চরিত্রে অবিহ্নয় করতে দেখা গিয়েছে তাঁকে।

6 / 6

Follow us on

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla