Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কিশোর কুমারের জন্মবার্ষিকী: ফিরে দেখা সেরা কিছু গান

Kishore Kumar Birth Anniversary: কিশোর কুমারের সৃষ্টির মধ্যে থেকে বেছে নিয়ে সেরার তালিকা তৈরি করা বেশ কঠিন। বরং তাঁর জন্মদিনে ফিরে দেখা যাক তাঁর সৃষ্ট কিছু অসাধারণ গান।

| Edited By: | Updated on: Aug 04, 2021 | 7:53 AM
কিশোর কুমার। ফিল্ম এবং সঙ্গীত জগতে এক অনন্য প্রতিভার নাম। আজ তাঁর ৯২তম জন্মবার্ষিকী। কিশোর কুমারের সৃষ্টির মধ্যে থেকে বেছে নিয়ে সেরার তালিকা তৈরি করা বেশ কঠিন। বরং তাঁর জন্মদিনে ফিরে দেখা যাক তাঁর সৃষ্ট কিছু অসাধারণ গান।

কিশোর কুমার। ফিল্ম এবং সঙ্গীত জগতে এক অনন্য প্রতিভার নাম। আজ তাঁর ৯২তম জন্মবার্ষিকী। কিশোর কুমারের সৃষ্টির মধ্যে থেকে বেছে নিয়ে সেরার তালিকা তৈরি করা বেশ কঠিন। বরং তাঁর জন্মদিনে ফিরে দেখা যাক তাঁর সৃষ্ট কিছু অসাধারণ গান।

1 / 7
১৯৬৮-এ মুক্তি পেয়েছিল ‘পড়সন’। মান্না দে-র সঙ্গে জুটি বেঁধে সে ছবিতে ‘এক চতুর নার’ গেয়েছিলেন কিশোর। এই গান আজও হিটের তালিকায়। সুনীল দত্ত, মেহমুদের সঙ্গে কিশোর নিজেও অভিনয় করেছিলেন।

১৯৬৮-এ মুক্তি পেয়েছিল ‘পড়সন’। মান্না দে-র সঙ্গে জুটি বেঁধে সে ছবিতে ‘এক চতুর নার’ গেয়েছিলেন কিশোর। এই গান আজও হিটের তালিকায়। সুনীল দত্ত, মেহমুদের সঙ্গে কিশোর নিজেও অভিনয় করেছিলেন।

2 / 7
১৯৬৯-এ মুক্তি পেয়েছিল ‘আরাধনা’। সে ছবিতে কিশোরের গাওয়া ‘মেরে স্বপ্নকো রানি’ শ্রেষ্ঠ প্রেমের গানের তালিকায় জায়গা করে নিয়েছে। কিশোরের গানে লিপ মিলিয়েছিলেন সুপারস্টার রাজেশ খান্না।

১৯৬৯-এ মুক্তি পেয়েছিল ‘আরাধনা’। সে ছবিতে কিশোরের গাওয়া ‘মেরে স্বপ্নকো রানি’ শ্রেষ্ঠ প্রেমের গানের তালিকায় জায়গা করে নিয়েছে। কিশোরের গানে লিপ মিলিয়েছিলেন সুপারস্টার রাজেশ খান্না।

3 / 7
‘আরাধনা’ ছবিরই আরও একটি গান ‘রূপ তেরা মস্তানা’, রাহুল দেব বর্মনের কম্পোজিশনে গেয়েছিলেন কিশোর কুমার। শর্মিলা ঠাকুর এবং রাজেশ খান্নার পারফরম্যান্সও আজীবন মনে রাখবেন সিনে দর্শক।

‘আরাধনা’ ছবিরই আরও একটি গান ‘রূপ তেরা মস্তানা’, রাহুল দেব বর্মনের কম্পোজিশনে গেয়েছিলেন কিশোর কুমার। শর্মিলা ঠাকুর এবং রাজেশ খান্নার পারফরম্যান্সও আজীবন মনে রাখবেন সিনে দর্শক।

4 / 7
১৯৭৮। মুক্তি পেল ‘ডন’। কিশোর গাইলেন ‘খাইকে পান বানারস ওয়ালা’। অমিতাভ বচ্চনের দুরন্ত পারফরম্যান্স সেই গানকে যেন অন্য মাত্রায় পৌঁছে দিয়েছিল।

১৯৭৮। মুক্তি পেল ‘ডন’। কিশোর গাইলেন ‘খাইকে পান বানারস ওয়ালা’। অমিতাভ বচ্চনের দুরন্ত পারফরম্যান্স সেই গানকে যেন অন্য মাত্রায় পৌঁছে দিয়েছিল।

5 / 7
‘কর্জ’ ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৮০-এ। এ ছবির বিখ্যাত গান ‘ওম শান্তি ওম’ কিশোর কুমার ছাড়া আজও যেন অন্য কোনও শিল্পীর গলায় পছন্দ করেন না শ্রোতা। এই গানের জন্য সঠিক পছন্দ যে তিনিই ছিলেন, তা যেন প্রমাণ করে দিয়েছিলেন কিশোর।

‘কর্জ’ ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৮০-এ। এ ছবির বিখ্যাত গান ‘ওম শান্তি ওম’ কিশোর কুমার ছাড়া আজও যেন অন্য কোনও শিল্পীর গলায় পছন্দ করেন না শ্রোতা। এই গানের জন্য সঠিক পছন্দ যে তিনিই ছিলেন, তা যেন প্রমাণ করে দিয়েছিলেন কিশোর।

6 / 7
১৯৭১-এ শক্তি সামন্তর ‘কাটি পতঙ্গ’-এ কিশোর কুমারের গাওয়া ‘ইয়ে শাম মস্তানি’ আরও একটি জনপ্রিয় গান। রাজেশ খান্না এবং আশা পারেখের অভিনয়ে সমৃদ্ধ ছিল সেই ছবি।

১৯৭১-এ শক্তি সামন্তর ‘কাটি পতঙ্গ’-এ কিশোর কুমারের গাওয়া ‘ইয়ে শাম মস্তানি’ আরও একটি জনপ্রিয় গান। রাজেশ খান্না এবং আশা পারেখের অভিনয়ে সমৃদ্ধ ছিল সেই ছবি।

7 / 7
Follow Us: