Death Penalty: এখন কী ভাবে ফাঁসি দেওয়া হয়? কেউ যদি বেঁচে যায় তখন কী হয় জানেন?

Jan 20, 2025 | 2:56 PM

Death Penalty: ধরা যাক কারও ফাঁসির সময় ঠিক করা হয়েছে সকাল ৭ টায়। তাহলে যে আসামী তাঁকে কিন্তু ঠিক সকাল ৭টাতেই ফাসি দিতে হয়। ৬টা বেজে ৫৯মিনিটে সাজা দেওয়া সম্ভব নয়।

1 / 9
কিছুদিন আগেই কুলতলি এবং গুড়াপের ধর্ষণ খুনের ঘটনায় ফাঁসির সাজা হয়েছে দোষীদের। আরজি কর ধর্ষণ খুনের ঘটনায় রায় দেবেন শিয়ালদহ কোর্টের বিচারক অনির্বাণ দাস। গত শনিবার মূল অভিযুক্ত সঞ্জয় রাইকে দোষী সাব্যস্ত করেছে আদালত। তাঁর কি ফাঁসির সাজার হবে? জানা নেই। তবে ভারতে কী ভাবে দেওয়া হয় ফাঁসির সাজা জানেন? কী তাঁর সম্পূর্ণ নিয়মাবলী?

কিছুদিন আগেই কুলতলি এবং গুড়াপের ধর্ষণ খুনের ঘটনায় ফাঁসির সাজা হয়েছে দোষীদের। আরজি কর ধর্ষণ খুনের ঘটনায় রায় দেবেন শিয়ালদহ কোর্টের বিচারক অনির্বাণ দাস। গত শনিবার মূল অভিযুক্ত সঞ্জয় রাইকে দোষী সাব্যস্ত করেছে আদালত। তাঁর কি ফাঁসির সাজার হবে? জানা নেই। তবে ভারতে কী ভাবে দেওয়া হয় ফাঁসির সাজা জানেন? কী তাঁর সম্পূর্ণ নিয়মাবলী?

2 / 9
ফাঁসির শাস্তি ভারতে সহজে দেওয়া হয় না। যদি অপরাধী কোনও জঘন্য এবং নৃসংস অপরাধ করে তাহলে বিচারক ভারতীয় আইন মেনে দোষীকে ফাঁসির সাজা দিতে পারেন। সংঘটিত অপরাধ সত্যিই মারাত্মক হলে তবেই মৃত্যুদণ্ড দেওয়া হয়।

ফাঁসির শাস্তি ভারতে সহজে দেওয়া হয় না। যদি অপরাধী কোনও জঘন্য এবং নৃসংস অপরাধ করে তাহলে বিচারক ভারতীয় আইন মেনে দোষীকে ফাঁসির সাজা দিতে পারেন। সংঘটিত অপরাধ সত্যিই মারাত্মক হলে তবেই মৃত্যুদণ্ড দেওয়া হয়।

3 / 9
মৃত্যুদণ্ড ঘোষণার পরে দোষী চাইলে উচ্চ আদালত থেকে শুরু করে ধাপে ধাপে রাষ্ট্রপতির কাছে আবেদন করতে পারেন। যদি তার পরেও আপনার সাজা বাতিল না হয়, তখন দিন গুনতে হয় ফাঁসির দিনের জন্য। এই যাবত কালে গোটা সময়টাই আসামীকে জেলে রাখা হয়।

মৃত্যুদণ্ড ঘোষণার পরে দোষী চাইলে উচ্চ আদালত থেকে শুরু করে ধাপে ধাপে রাষ্ট্রপতির কাছে আবেদন করতে পারেন। যদি তার পরেও আপনার সাজা বাতিল না হয়, তখন দিন গুনতে হয় ফাঁসির দিনের জন্য। এই যাবত কালে গোটা সময়টাই আসামীকে জেলে রাখা হয়।

4 / 9
এখানে একটি কথা মাথায় রাখা প্রয়োজন। ধরা যাক কারও ফাঁসির সময় ঠিক করা হয়েছে সকাল ৭ টায়। তাহলে যে আসামী তাঁকে কিন্তু ঠিক সকাল ৭টাতেই ফাসি দিতে হয়। ৬টা বেজে ৫৯মিনিটে সাজা দেওয়া সম্ভব নয়।

এখানে একটি কথা মাথায় রাখা প্রয়োজন। ধরা যাক কারও ফাঁসির সময় ঠিক করা হয়েছে সকাল ৭ টায়। তাহলে যে আসামী তাঁকে কিন্তু ঠিক সকাল ৭টাতেই ফাসি দিতে হয়। ৬টা বেজে ৫৯মিনিটে সাজা দেওয়া সম্ভব নয়।

5 / 9
কিন্তু কেন এমন কড়া নিয়ম? খুব খারাপ কোনও অপরাধ না করলে ফাঁসির সাজা দেওয়া হয় না। কিন্তু শেষ মূহুর্ত অবধি যদি আসামী নিরাপরাধ প্রমাণ করতে পারে, তাহলে তাঁর ফাঁসির সাজা রদ হতে পারে। মনে করা হয়, যদি দেবদূত বা শয়তান কোনও সাক্ষী হাজির করতে পারে যে ওই আসামীকে নিরাপরাধ বলে প্রমাণ করতে পারে সে নির্দোষ সেই কারণে অপেক্ষা করা হয়। অন্যথায় আদালতের নির্দেশে আসামিকে সকাল ৭টায় ফাঁসি দেওয়া হবে।

কিন্তু কেন এমন কড়া নিয়ম? খুব খারাপ কোনও অপরাধ না করলে ফাঁসির সাজা দেওয়া হয় না। কিন্তু শেষ মূহুর্ত অবধি যদি আসামী নিরাপরাধ প্রমাণ করতে পারে, তাহলে তাঁর ফাঁসির সাজা রদ হতে পারে। মনে করা হয়, যদি দেবদূত বা শয়তান কোনও সাক্ষী হাজির করতে পারে যে ওই আসামীকে নিরাপরাধ বলে প্রমাণ করতে পারে সে নির্দোষ সেই কারণে অপেক্ষা করা হয়। অন্যথায় আদালতের নির্দেশে আসামিকে সকাল ৭টায় ফাঁসি দেওয়া হবে।

6 / 9
কী ভাবে সংগঠিত হয় সম্পূর্ণ নিয়ম? ফাঁসি দেওয়ার আগে অপরাধীর মুখ কালো কাপড়ে ঢেকে দেওয়া হয়। এরপর ফাসিঁর দড়ি পরিয়ে দেওয়া হয় আসামীর গলায়। আসামীকে নিজের পায়ে ফাঁসির মঞ্চে দাঁড়াতে হয়। মনে রাখবেন ফাঁসির আসামী যদি নিজের পায়ে দাঁড়াতে সক্ষম না হয় তাহলে তাঁর ফাঁসি আটকে যেতে পারে। কিছুদিন আগে পাকিস্তানে এক শারীরিক প্রতিবন্ধির ফাঁসির সাজা কারণে স্থগিত হয়ে যায়।

কী ভাবে সংগঠিত হয় সম্পূর্ণ নিয়ম? ফাঁসি দেওয়ার আগে অপরাধীর মুখ কালো কাপড়ে ঢেকে দেওয়া হয়। এরপর ফাসিঁর দড়ি পরিয়ে দেওয়া হয় আসামীর গলায়। আসামীকে নিজের পায়ে ফাঁসির মঞ্চে দাঁড়াতে হয়। মনে রাখবেন ফাঁসির আসামী যদি নিজের পায়ে দাঁড়াতে সক্ষম না হয় তাহলে তাঁর ফাঁসি আটকে যেতে পারে। কিছুদিন আগে পাকিস্তানে এক শারীরিক প্রতিবন্ধির ফাঁসির সাজা কারণে স্থগিত হয়ে যায়।

7 / 9
এর পরে ঘড়ি ধরে সঠিক সময়ে টেনে দেওয়া হয়, লিভার। আসামীর শেষ নিঃশ্বাস ত্যাগ করা অবধি অপেক্ষা করা হয়। তারপর আসামীর দেহ নামিয়ে এনে চিকিৎসক পরীক্ষা করে জানান অভিযুক্ত সত্যি মৃত কি না।

এর পরে ঘড়ি ধরে সঠিক সময়ে টেনে দেওয়া হয়, লিভার। আসামীর শেষ নিঃশ্বাস ত্যাগ করা অবধি অপেক্ষা করা হয়। তারপর আসামীর দেহ নামিয়ে এনে চিকিৎসক পরীক্ষা করে জানান অভিযুক্ত সত্যি মৃত কি না।

8 / 9
মনে রাখবেন, এই সময় যদি কোনও কারণে আসামী বেঁচে যান, তাহলে তাঁকে কিন্তু আর ফাঁসির সাজা দেওয়া যায় না, এমনকি ওই নির্দিষ্ট ঘটনায় তাঁর আর কোনও সাজাই হয় না।

মনে রাখবেন, এই সময় যদি কোনও কারণে আসামী বেঁচে যান, তাহলে তাঁকে কিন্তু আর ফাঁসির সাজা দেওয়া যায় না, এমনকি ওই নির্দিষ্ট ঘটনায় তাঁর আর কোনও সাজাই হয় না।

9 / 9
উল্লেখ্য, ফাঁসি ছাড়াও ভারতীয় আইনে ফায়ারিং স্কোয়াডে দাঁড় করিয়ে গুলিতে মৃত্যুদণ্ড কার্যকর করার বিধান রয়েছে। তবে প্রতিরক্ষা মন্ত্রকের আওতাভুক্ত সেনা, নৌসেনা ও বায়ুসেনার এই অনুমতি রয়েছে। আলাদা আলাদা আইনও রয়েছে। বাহিনীতে কর্মরত কোনও ব্যক্তির সেনা আদালত বা কোর্ট মার্শালে মৃত্যুদণ্ড হলে তাঁকে ফায়ারিং স্কোয়াডে নিয়ে যাওয়া হয়। যাকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যাওয়ার অধিকার রয়েছে অভিযুক্তের।

উল্লেখ্য, ফাঁসি ছাড়াও ভারতীয় আইনে ফায়ারিং স্কোয়াডে দাঁড় করিয়ে গুলিতে মৃত্যুদণ্ড কার্যকর করার বিধান রয়েছে। তবে প্রতিরক্ষা মন্ত্রকের আওতাভুক্ত সেনা, নৌসেনা ও বায়ুসেনার এই অনুমতি রয়েছে। আলাদা আলাদা আইনও রয়েছে। বাহিনীতে কর্মরত কোনও ব্যক্তির সেনা আদালত বা কোর্ট মার্শালে মৃত্যুদণ্ড হলে তাঁকে ফায়ারিং স্কোয়াডে নিয়ে যাওয়া হয়। যাকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যাওয়ার অধিকার রয়েছে অভিযুক্তের।

Next Photo Gallery