Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral News: নারী নন, কঙ্কনার উপলব্ধি তিনি ‘উভলিঙ্গ’, বিস্ফোরক মন্তব্য অপর্না-কন্যার

Konkona Sen sharma: সিনে দুনিয়া নয়, অপর্না সেন কন্যা এবার আলোকপাত করলেন তাঁর ব্যক্তিগত জীবনে। তিনি উপলব্ধি করেন তিনি কেবল মহিলা নন...।

| Edited By: | Updated on: Mar 23, 2022 | 11:44 AM
কঙ্কনা সেনশর্মা, বরাবরই তিনি তাঁর অভিনয়ের দাপটে এক ভিন্ন জ্যঁরে দর্শক মনে স্থায়ী জায়গা করে নিতে সক্ষম। একগুচ্ছ ছবি তাঁর ঝুলিতে না থাকলেও, বাছাই করা সেরার সেরা চিত্রনাট্যের ছবি দর্শকদের উপহার দিয়েছেন বারে বারে।

কঙ্কনা সেনশর্মা, বরাবরই তিনি তাঁর অভিনয়ের দাপটে এক ভিন্ন জ্যঁরে দর্শক মনে স্থায়ী জায়গা করে নিতে সক্ষম। একগুচ্ছ ছবি তাঁর ঝুলিতে না থাকলেও, বাছাই করা সেরার সেরা চিত্রনাট্যের ছবি দর্শকদের উপহার দিয়েছেন বারে বারে।

1 / 6
সিনে দুনিয়া নয়, অপর্না সেন কন্যা এবার আলোকপাত করলেন তাঁর ব্যক্তিগত জীবনে। নানা ওঠাপড়ার মধ্যে দিয়ে জড়িয়ে রয়েছে তাঁর পথচলা। রয়েছে হাজারও প্রসঙ্গ, যা ঘিরে নিত্য আলোচনা-সমালোচনার অন্ত নেই।

সিনে দুনিয়া নয়, অপর্না সেন কন্যা এবার আলোকপাত করলেন তাঁর ব্যক্তিগত জীবনে। নানা ওঠাপড়ার মধ্যে দিয়ে জড়িয়ে রয়েছে তাঁর পথচলা। রয়েছে হাজারও প্রসঙ্গ, যা ঘিরে নিত্য আলোচনা-সমালোচনার অন্ত নেই।

2 / 6
তবে এবার নিজেই বিস্ফোরক মন্তব্য করে বসলেন তিনি। সদ্য দেওয়া এক সাক্ষাৎকারে কঙ্কনা সেনশর্মা জানান, তিনি উপলব্ধি করেন তিনি মহিলা নন, কেবল নারী নয়, তাঁর অন্দরে নারী-পুরুষ দুইয়ের উপলব্ধি বর্তমান, তাঁর কথায় তিনি উভলিঙ্গ।

তবে এবার নিজেই বিস্ফোরক মন্তব্য করে বসলেন তিনি। সদ্য দেওয়া এক সাক্ষাৎকারে কঙ্কনা সেনশর্মা জানান, তিনি উপলব্ধি করেন তিনি মহিলা নন, কেবল নারী নয়, তাঁর অন্দরে নারী-পুরুষ দুইয়ের উপলব্ধি বর্তমান, তাঁর কথায় তিনি উভলিঙ্গ।

3 / 6
অর্থাৎ ফেমিনিজম ও মাস্কুলাইন দুইয়েরই স্থান তাঁর মনে, তাঁর কথায়- 'আমি নিজেকে এক নারী হিসেবে দেখি না, আমি নিজেকে সম্পূর্ণ নিউট্রাল বা লিঙ্গের বিষয় নিরপেক্ষই রাখতে পছন্দ করি। লিঙ্গ খুব কঠিন প্রসঙ্গ, এর সঙ্গে আমি নিজেকে মেলাতে পারি না। আমি সর্বদাই উপলব্ধি করি উভলিঙ্গে। '

অর্থাৎ ফেমিনিজম ও মাস্কুলাইন দুইয়েরই স্থান তাঁর মনে, তাঁর কথায়- 'আমি নিজেকে এক নারী হিসেবে দেখি না, আমি নিজেকে সম্পূর্ণ নিউট্রাল বা লিঙ্গের বিষয় নিরপেক্ষই রাখতে পছন্দ করি। লিঙ্গ খুব কঠিন প্রসঙ্গ, এর সঙ্গে আমি নিজেকে মেলাতে পারি না। আমি সর্বদাই উপলব্ধি করি উভলিঙ্গে। '

4 / 6
তিনি মুক্তি চিন্তাধারায় বিশ্বাসী। কঙ্গনার কথায়, তাঁকে খুব স্বাধীনভাবে বেড়ে উঠতে দেওয়া হয়েছে। তিনিও তাঁর সন্তানের ক্ষেত্রে ঠিক তেমনটাই করে থাকেন।

তিনি মুক্তি চিন্তাধারায় বিশ্বাসী। কঙ্গনার কথায়, তাঁকে খুব স্বাধীনভাবে বেড়ে উঠতে দেওয়া হয়েছে। তিনিও তাঁর সন্তানের ক্ষেত্রে ঠিক তেমনটাই করে থাকেন।

5 / 6
শেষ তাঁকে দর্শকেরা পেয়েছিলেন দ্য রেপিস্ট ছবিতে, যা পরিচালনা করেছিলেন অপর্না সেন। তাঁর আগামী প্রোজেক্ত ওয়েব সিরিজ, বিপরীতে থাকছেন মনোজ বাজপেয়ী।

শেষ তাঁকে দর্শকেরা পেয়েছিলেন দ্য রেপিস্ট ছবিতে, যা পরিচালনা করেছিলেন অপর্না সেন। তাঁর আগামী প্রোজেক্ত ওয়েব সিরিজ, বিপরীতে থাকছেন মনোজ বাজপেয়ী।

6 / 6
Follow Us: