Eyebrow: পাতলা ভ্রু ঘন করতে ঝক্কি পোহানোর দরকার নেই, এই ৭ টোটকা মানলেই কাজ খতম

Home Remedies: সুন্দর ভ্রু আপনার মুখশ্রী বদলে দিতে পারে। যে কারণে প্রতি মাসে পার্লারে গিয়ে আইব্রো প্লাক করান অনেকে। আজকাল মোটা ও গাঢ় ভ্রুই ট্রেন্ডিং। আর সেটা আপনিও পেতে পারেন। চুল ও ত্বকের মতোই কিন্তু ভ্রু দুটোরও যত্ন নেওয়া দরকার। ঘন ভ্রু পেতে পারেন সহজ টোটকা। 

| Edited By: | Updated on: Jul 27, 2024 | 4:04 PM
সুন্দর ভ্রু আপনার মুখশ্রী বদলে দিতে পারে। যে কারণে প্রতি মাসে পার্লারে গিয়ে আইব্রো প্লাক করান অনেকে। আজকাল মোটা ও গাঢ় ভ্রুই ট্রেন্ডিং। আর সেটা আপনিও পেতে পারেন।

সুন্দর ভ্রু আপনার মুখশ্রী বদলে দিতে পারে। যে কারণে প্রতি মাসে পার্লারে গিয়ে আইব্রো প্লাক করান অনেকে। আজকাল মোটা ও গাঢ় ভ্রুই ট্রেন্ডিং। আর সেটা আপনিও পেতে পারেন।

1 / 8
অনেকেরই ভ্রু পাতলা হয়। আবার নানা কারণে ভ্রুর রোম ঝরতে থাকে। চুল ও ত্বকের মতোই কিন্তু ভ্রু দুটোরও যত্ন নেওয়া দরকার। ঘন ভ্রু পেতে পারেন সহজ টোটকা। 

অনেকেরই ভ্রু পাতলা হয়। আবার নানা কারণে ভ্রুর রোম ঝরতে থাকে। চুল ও ত্বকের মতোই কিন্তু ভ্রু দুটোরও যত্ন নেওয়া দরকার। ঘন ভ্রু পেতে পারেন সহজ টোটকা। 

2 / 8
প্রাকৃতিক উপায়ে ভ্রু ঘন করুন নারকেল তেল দিয়ে। এই তেলের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্যাটি অ্যাসিড রয়েছে। এটি ভ্রুর রোমে ফলিকল পুষ্টি জোগায় এবং ভ্রুকে ঘন করে তোলে।

প্রাকৃতিক উপায়ে ভ্রু ঘন করুন নারকেল তেল দিয়ে। এই তেলের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্যাটি অ্যাসিড রয়েছে। এটি ভ্রুর রোমে ফলিকল পুষ্টি জোগায় এবং ভ্রুকে ঘন করে তোলে।

3 / 8
অলিভ অয়েল, ভিটামিন ই অয়েল ও ক্যাস্টর অয়েল একসঙ্গে মিশিয়ে নিন। এই সিরাম ভ্রুর জন্য উপকারী। ভ্রুর যত্নে এই তেলের মিশ্রণ লাগান। এতে ঘন ও মোটা ভ্রু পাবেন।

অলিভ অয়েল, ভিটামিন ই অয়েল ও ক্যাস্টর অয়েল একসঙ্গে মিশিয়ে নিন। এই সিরাম ভ্রুর জন্য উপকারী। ভ্রুর যত্নে এই তেলের মিশ্রণ লাগান। এতে ঘন ও মোটা ভ্রু পাবেন।

4 / 8
ভ্রুর উপর ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল লাগাতে পারেন। নারকেল তেলের সঙ্গে ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল মিশিয়ে ভ্রুতে লাগান। এতে ভ্রুর রোম পড়া বন্ধ হয়ে যাবে।

ভ্রুর উপর ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল লাগাতে পারেন। নারকেল তেলের সঙ্গে ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল মিশিয়ে ভ্রুতে লাগান। এতে ভ্রুর রোম পড়া বন্ধ হয়ে যাবে।

5 / 8
ভ্রুর যত্ন নিতে ছোট ব্রাশের সাহায্য নিন। ছোট ব্রাশ দিয়ে নিয়মিত ভ্রু ব্রাশ করুন। গোল গোল করে ব্রাশ করবেন। দিনে দু'বার এই কাজ করে ভ্রু ঘন হবে। 

ভ্রুর যত্ন নিতে ছোট ব্রাশের সাহায্য নিন। ছোট ব্রাশ দিয়ে নিয়মিত ভ্রু ব্রাশ করুন। গোল গোল করে ব্রাশ করবেন। দিনে দু'বার এই কাজ করে ভ্রু ঘন হবে। 

6 / 8
নিয়মিত আইব্রো প্লাক করালে ভ্রুর আকার সুন্দর থাকে। তবে, খেয়াল রাখুন ভ্রু যেন খুব সরু না করে দেয়। এতে কিন্তু মুখশ্রী বদলে যেতে পারে।  

নিয়মিত আইব্রো প্লাক করালে ভ্রুর আকার সুন্দর থাকে। তবে, খেয়াল রাখুন ভ্রু যেন খুব সরু না করে দেয়। এতে কিন্তু মুখশ্রী বদলে যেতে পারে।  

7 / 8
রোজকার পাতে শাকসবজি, ফল রাখুন। প্রোটিন, ভিটামিন এ, ই এবং কে, আয়রন, জিঙ্ক, পটাশিয়াম, ম্যাগনেশিয়ামের মতো পুষ্টি ভ্রু ঘন করতে সাহায্য করে। 

রোজকার পাতে শাকসবজি, ফল রাখুন। প্রোটিন, ভিটামিন এ, ই এবং কে, আয়রন, জিঙ্ক, পটাশিয়াম, ম্যাগনেশিয়ামের মতো পুষ্টি ভ্রু ঘন করতে সাহায্য করে। 

8 / 8
Follow Us: