গরম পড়তেই মুখে বরফ ঘষছেন, কী লাভ! উপকার পেতে মিশিয়ে নিন এসব জিনিস

Face Icing: গরমে মুখে এক টুকরো বরফ মাখলে ত্বকের অনেক সমস্যার সমাধান হয়। আপনার সৌন্দর্যের রুটিনে সেটিকে রাখতেই পারেন। কিন্তু অনেকেই মুখে বরফ ব্যবহার করার সঠিক নিয়ম জানেন না। তার জন্যই আপনাকে এমন কতগুলো টিপস দেওয়া হবে, যাতে আপনি সঠিক উপায়ে মুখে বরফ লাগাতে পারবেন।

| Updated on: Mar 12, 2024 | 1:10 PM
এবার ধীরে ধীরে গরম পড়ছে। ফলে গরমে মুখে এক টুকরো বরফ মাখলে ত্বকের অনেক সমস্যার সমাধান হয়। আপনার সৌন্দর্যের রুটিনে সেটিকে রাখতেই পারেন।

এবার ধীরে ধীরে গরম পড়ছে। ফলে গরমে মুখে এক টুকরো বরফ মাখলে ত্বকের অনেক সমস্যার সমাধান হয়। আপনার সৌন্দর্যের রুটিনে সেটিকে রাখতেই পারেন।

1 / 8
কিন্তু অনেকেই মুখে বরফ ব্যবহার করার সঠিক নিয়ম জানেন না। তার জন্যই আপনাকে এমন কতগুলো টিপস দেওয়া হবে, যাতে আপনি সঠিক উপায়ে মুখে বরফ লাগাতে পারবেন।

কিন্তু অনেকেই মুখে বরফ ব্যবহার করার সঠিক নিয়ম জানেন না। তার জন্যই আপনাকে এমন কতগুলো টিপস দেওয়া হবে, যাতে আপনি সঠিক উপায়ে মুখে বরফ লাগাতে পারবেন।

2 / 8
প্রথমে কতগুলো বরফের টুকরো নিয়ে তাতে ফেস সিরাম লাগিয়ে নিন। তারপরে তা একটি নরম কাপড়ে মুড়িয়ে আপনার মুখে লাগিয়ে নিন। খুব বেশি ঘষবেন না।

প্রথমে কতগুলো বরফের টুকরো নিয়ে তাতে ফেস সিরাম লাগিয়ে নিন। তারপরে তা একটি নরম কাপড়ে মুড়িয়ে আপনার মুখে লাগিয়ে নিন। খুব বেশি ঘষবেন না।

3 / 8
তারপরে আপনার পছন্দ মতো একটি ফেসিয়াল মাস্ক নিয়ে মুখে লাগিয়ে ফেলুন। বেশ কিছুক্ষণ ওভাবেই অপেক্ষা করুন। তারপরে হালকা গরম জল দিয়ে ধুয়ে নিন। এতে ত্বক উজ্জ্বল দেখাবে।

তারপরে আপনার পছন্দ মতো একটি ফেসিয়াল মাস্ক নিয়ে মুখে লাগিয়ে ফেলুন। বেশ কিছুক্ষণ ওভাবেই অপেক্ষা করুন। তারপরে হালকা গরম জল দিয়ে ধুয়ে নিন। এতে ত্বক উজ্জ্বল দেখাবে।

4 / 8
আপনি চাইলে বরফের টুকরো নিয়ে তাতে একটু মুলতানি মাটি লাগিয়ে নিতে পারেন। তারপরে তা একটি নরম কাপড়ে রেখে মুখে ঘষে নিন। খুব আলতো হাতে করবেন।

আপনি চাইলে বরফের টুকরো নিয়ে তাতে একটু মুলতানি মাটি লাগিয়ে নিতে পারেন। তারপরে তা একটি নরম কাপড়ে রেখে মুখে ঘষে নিন। খুব আলতো হাতে করবেন।

5 / 8
এতে যদি আপনার ত্বক তৈলাক্ত হয়ে থাকে, তাহলে বরফ আর মুলতানি মাটি সেই তেলতেলে ভাব কাটাতে সাহায্য করবে। দাগ, ব্রণ দূর করার ক্ষমতাও রয়েছে মুলতানি মাটির।

এতে যদি আপনার ত্বক তৈলাক্ত হয়ে থাকে, তাহলে বরফ আর মুলতানি মাটি সেই তেলতেলে ভাব কাটাতে সাহায্য করবে। দাগ, ব্রণ দূর করার ক্ষমতাও রয়েছে মুলতানি মাটির।

6 / 8
মুখে বরফ লাগানোর সময় মনে রাখতে হবে, চোখের তলায় গোল করে বেশ কিছুক্ষণ বরফ ঘষলে অনেক উপকার পাবেন। এতে চোখের তলার কালো দাগ থেকে শুরু করে ফোলাভাব কমবে।

মুখে বরফ লাগানোর সময় মনে রাখতে হবে, চোখের তলায় গোল করে বেশ কিছুক্ষণ বরফ ঘষলে অনেক উপকার পাবেন। এতে চোখের তলার কালো দাগ থেকে শুরু করে ফোলাভাব কমবে।

7 / 8
যদি চোখের তলার কালি তোলার জন্য নির্দিষ্ট কোনও জেল ব্যবহার করেন, তবে সেটিকেও ফ্রিজে রাখুন। এতে জেল ঠান্ডা হয়ে যাবে। তাতে উপকার বেশি পাবেন।

যদি চোখের তলার কালি তোলার জন্য নির্দিষ্ট কোনও জেল ব্যবহার করেন, তবে সেটিকেও ফ্রিজে রাখুন। এতে জেল ঠান্ডা হয়ে যাবে। তাতে উপকার বেশি পাবেন।

8 / 8
Follow Us: