Dish Wash Soap: বাসন মাজার সাবান দিয়ে আবার এই সব ধুতে যাবেন না! তাহলেই কিন্তু সর্বনাশ

Dish Wash Soap: তবে সেই সাবান দিয়েই বাঙালি বাড়িতে আরও অনেক কিছুই পরিষ্কার করা হয়। প্লাস্টিক, পোর্সেলিনের মতো টুকটাক আরও কাজ করা যায়।

| Updated on: Sep 12, 2024 | 10:57 PM
বাসন মাজার জন্য এখন বাজারে অনেক ধরনের সাবান পাওয়া যায়। আবার রয়েছে লিক্যুইড সোপ। তা দিয়ে থালা, বাটি, গ্লাস বা বাসন পত্র পরিষ্কার করাই যায়। তবে সেই সাবান দিয়েই বাঙালি বাড়িতে আরও অনেক কিছুই পরিষ্কার করা হয়। প্লাস্টিক, পোর্সেলিনের মতো টুকটাক আরও কাজ করা যায়।

বাসন মাজার জন্য এখন বাজারে অনেক ধরনের সাবান পাওয়া যায়। আবার রয়েছে লিক্যুইড সোপ। তা দিয়ে থালা, বাটি, গ্লাস বা বাসন পত্র পরিষ্কার করাই যায়। তবে সেই সাবান দিয়েই বাঙালি বাড়িতে আরও অনেক কিছুই পরিষ্কার করা হয়। প্লাস্টিক, পোর্সেলিনের মতো টুকটাক আরও কাজ করা যায়।

1 / 8
আবার ময়লা, তেলচিটে ভাব, দাগ ইত্যাদি তোলার জন্য ডিশ সোপ বেশ কাজের। তাই বলে যে কোনও জিনিস পরিষ্কারের জন্যই ডিশ সোপ ব্যবহার করতে যাবেন না। তাতে সেগুলিরই বারোটা বাজবে।

আবার ময়লা, তেলচিটে ভাব, দাগ ইত্যাদি তোলার জন্য ডিশ সোপ বেশ কাজের। তাই বলে যে কোনও জিনিস পরিষ্কারের জন্যই ডিশ সোপ ব্যবহার করতে যাবেন না। তাতে সেগুলিরই বারোটা বাজবে।

2 / 8
কাঠের জিনিস - কাঠের আসবাব, শো পিস, মেঝে ইত্যাদি ময়লা বা তেলচিটে হয়ে গেলে সেটি ডিশ সোপ দিয়ে মেজে ফেলেন অনেকেই। আর এখানেই ভুল। এর ফলে কিন্তু কাঠের পালিশ নষ্ট হয়ে যায়। কাঠ পরিষ্কার করার জন্য আলাদা রাসায়নিক পাওয়া যায়। তা ব্যবহার করতে পারেন। কাঠের আসবাব রোজ শুকনো কাপড় দিয়ে মুছলে নোংরা হবে না।

কাঠের জিনিস - কাঠের আসবাব, শো পিস, মেঝে ইত্যাদি ময়লা বা তেলচিটে হয়ে গেলে সেটি ডিশ সোপ দিয়ে মেজে ফেলেন অনেকেই। আর এখানেই ভুল। এর ফলে কিন্তু কাঠের পালিশ নষ্ট হয়ে যায়। কাঠ পরিষ্কার করার জন্য আলাদা রাসায়নিক পাওয়া যায়। তা ব্যবহার করতে পারেন। কাঠের আসবাব রোজ শুকনো কাপড় দিয়ে মুছলে নোংরা হবে না।

3 / 8
চামড়ার জিনিস - চামড়ার ব্যাগ, পার্স, বেল্ট, জুতো বা গাড়ির সিট ময়লা হয়ে গেলে এই সাবান দিয়ে একদম পরিষ্কার করবেন না। এতে চামড়ার প্রাকৃতিক স্তরগুলি নষ্ট হতে শুরু করে। চামড়ার জিনিস পরিষ্কার করতে হলে প্রথমে ভিজে কাপড় দিয়ে সেটি মুছে নিন। তারপর তাতে সিড অয়েল, ট্রিপল ফিল্টার্ড মোম অথবা প্রাকৃতিক লিপিড লাগিয়ে দিন। টুথপেস্ট দিয়েও চামড়া বেশ ভালোভাবে পরিষ্কার করা যায়।

চামড়ার জিনিস - চামড়ার ব্যাগ, পার্স, বেল্ট, জুতো বা গাড়ির সিট ময়লা হয়ে গেলে এই সাবান দিয়ে একদম পরিষ্কার করবেন না। এতে চামড়ার প্রাকৃতিক স্তরগুলি নষ্ট হতে শুরু করে। চামড়ার জিনিস পরিষ্কার করতে হলে প্রথমে ভিজে কাপড় দিয়ে সেটি মুছে নিন। তারপর তাতে সিড অয়েল, ট্রিপল ফিল্টার্ড মোম অথবা প্রাকৃতিক লিপিড লাগিয়ে দিন। টুথপেস্ট দিয়েও চামড়া বেশ ভালোভাবে পরিষ্কার করা যায়।

4 / 8
পোষ্যকে স্নান করাবেন না - আপানার পোষ্যকে স্নান করাতে ভুলেও এই সাবান ব্যবহার করবেন না। এটি একেবারেই ওদের জন্য নিরাপদ নয়। এতে পোষ্যের ত্বক শুষ্ক হয়ে যেতে পারে। ত্বকে জ্বালা, চুলকানি বা সংক্রমণ দেখা দিতে পারে।

পোষ্যকে স্নান করাবেন না - আপানার পোষ্যকে স্নান করাতে ভুলেও এই সাবান ব্যবহার করবেন না। এটি একেবারেই ওদের জন্য নিরাপদ নয়। এতে পোষ্যের ত্বক শুষ্ক হয়ে যেতে পারে। ত্বকে জ্বালা, চুলকানি বা সংক্রমণ দেখা দিতে পারে।

5 / 8
কাস্ট আয়রনের পাত্র - কাস্ট-আয়রনের বাসনের চাহিদা আজকাল বেশ বেড়েছে। কিন্তু ডিশ সোপ দিয়ে এটি পরিষ্কার করলে সেটির প্রাকৃতিক নন-স্টিক গুণ নষ্ট হতে পারে। বদলে নুন এবং জল দিয়ে কাস্ট আয়রনের বাসন মাজুন। ছাই বা খোল দিয়েও কাস্ট আয়রন ভালো পরিষ্কার হয়।

কাস্ট আয়রনের পাত্র - কাস্ট-আয়রনের বাসনের চাহিদা আজকাল বেশ বেড়েছে। কিন্তু ডিশ সোপ দিয়ে এটি পরিষ্কার করলে সেটির প্রাকৃতিক নন-স্টিক গুণ নষ্ট হতে পারে। বদলে নুন এবং জল দিয়ে কাস্ট আয়রনের বাসন মাজুন। ছাই বা খোল দিয়েও কাস্ট আয়রন ভালো পরিষ্কার হয়।

6 / 8
আয়না বা কাচ - আয়না বা জানালা দরজার কাচের তেলচিটে ভাব অথবা ময়লা পরিষ্কার করতেও অনেকে এই সাবান ব্যবহার করেন। তবে কাচ থেকে সাবান সহজে যেতে চায় না। তার বদলে আয়না পরিষ্কারের স্প্রে ব্যবহার করুন। খবরের কাগজ জলে ভিজিয়ে তা দিয়েও কাচ পরিষ্কার করতে পারেন।

আয়না বা কাচ - আয়না বা জানালা দরজার কাচের তেলচিটে ভাব অথবা ময়লা পরিষ্কার করতেও অনেকে এই সাবান ব্যবহার করেন। তবে কাচ থেকে সাবান সহজে যেতে চায় না। তার বদলে আয়না পরিষ্কারের স্প্রে ব্যবহার করুন। খবরের কাগজ জলে ভিজিয়ে তা দিয়েও কাচ পরিষ্কার করতে পারেন।

7 / 8
গাড়ি - নিয়মিত গাড়ি নিয়ে যাতায়াত করলে গাড়িতে ময়লা জমবে। তাই নিয়মিত গাড়ি পরিষ্কার করা দরকার। গাড়ির দাগ, ময়লা পরিষ্কার করতে স্ক্রাবারে ডিশ সোপ নিয়ে ঘষে পরিষ্কার করতে যাবেন না। তাতে কিন্তু গাড়ির রং তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। পরিবর্তে গাড়ি ধোয়ার নির্দিষ্ট মাইল্ড লিক্যুইড সোপ দিয়ে গাড়ি ধুয়ে নিন।

গাড়ি - নিয়মিত গাড়ি নিয়ে যাতায়াত করলে গাড়িতে ময়লা জমবে। তাই নিয়মিত গাড়ি পরিষ্কার করা দরকার। গাড়ির দাগ, ময়লা পরিষ্কার করতে স্ক্রাবারে ডিশ সোপ নিয়ে ঘষে পরিষ্কার করতে যাবেন না। তাতে কিন্তু গাড়ির রং তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। পরিবর্তে গাড়ি ধোয়ার নির্দিষ্ট মাইল্ড লিক্যুইড সোপ দিয়ে গাড়ি ধুয়ে নিন।

8 / 8
Follow Us:
উৎসবের সঙ্গে প্রবাসে পুজোয় জারি প্রতিবাদও
উৎসবের সঙ্গে প্রবাসে পুজোয় জারি প্রতিবাদও
ভারতের হাতে নতুন ব্রহ্মাস্ত্র, এয়ার ডিফেন্সে এলিট ক্লাবে ভারত
ভারতের হাতে নতুন ব্রহ্মাস্ত্র, এয়ার ডিফেন্সে এলিট ক্লাবে ভারত
চাপ বাড়ছে মধ্যবিত্তের, বাড়তে পারে হোম লোনের ইএমআই!
চাপ বাড়ছে মধ্যবিত্তের, বাড়তে পারে হোম লোনের ইএমআই!
'রান্নাঘর'-এ কণীনিকার সঙ্গী মেয়ে কিয়া! মা-মেয়ের জুটিকে নিয়ে শুরু আলোচন
'রান্নাঘর'-এ কণীনিকার সঙ্গী মেয়ে কিয়া! মা-মেয়ের জুটিকে নিয়ে শুরু আলোচন
কীভাবে কলকাতার একটি ছেলে হয়ে উঠলেন ভারতীয় সিনেমার মিঠুনদা?
কীভাবে কলকাতার একটি ছেলে হয়ে উঠলেন ভারতীয় সিনেমার মিঠুনদা?
Katrina Kaif: চিন্তিত ভক্তরা, হঠাৎ কী হল নায়িকার! সব ঠিক আছে তো?
Katrina Kaif: চিন্তিত ভক্তরা, হঠাৎ কী হল নায়িকার! সব ঠিক আছে তো?
'ডাক্তারদের ভয় করে', ভাইরাল অরিজিতের পুরনো ভিডিয়ো
'ডাক্তারদের ভয় করে', ভাইরাল অরিজিতের পুরনো ভিডিয়ো
স্কুলের গন্ডি পার করেনি,বাবা অভিষেকের মৃত্যুর ২ বছরে বড় সিদ্ধান্ত
স্কুলের গন্ডি পার করেনি,বাবা অভিষেকের মৃত্যুর ২ বছরে বড় সিদ্ধান্ত
চাইল্ড শেল্টারে অস্ত্রাগার, শিশুরা যখন ‘হাতিয়ার’
চাইল্ড শেল্টারে অস্ত্রাগার, শিশুরা যখন ‘হাতিয়ার’
শেষে কিনা আমির খানকে নিয়েই রসিকতা শাহরুখ খানের! কী হয়েছে জানেন?
শেষে কিনা আমির খানকে নিয়েই রসিকতা শাহরুখ খানের! কী হয়েছে জানেন?