Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ভারী স্তনে ভুল সাইজের ব্রা পরছেন? আর নয়, রইল টিপস

Dressing Tips: জানলে অবাক হবেন, একাধিক সমীক্ষায় দেখা গিয়েছে বেশিরভাগ মেয়েরাই সঠিক সাইজের ব্রা পরেন না। ফলে ব্রা পরার পরেও স্তরের পাশ থেকে কিছুটা অংশ বাইরের দিকেই থেকে যায়। যা দেখতে বেশ বিকট লাগে। শুধু দেখার দিক থেকে নয়, সঠিক সাইজের ব্রা না পরলে অনেক ধরনের সমস্যা বাড়ে।

| Updated on: Mar 07, 2024 | 4:30 PM
সব সময় শুধুই জামাকাপড় কিনলে হবে না। সঙ্গে চাই তার সঙ্গে মানানসই অ্যাকসেসরিজ। অন্তর্বাস ঠিক না থাকলে যতই ভাল পোশাক পরুন না কেন, একেবারেই বেমানান লাগে।

সব সময় শুধুই জামাকাপড় কিনলে হবে না। সঙ্গে চাই তার সঙ্গে মানানসই অ্যাকসেসরিজ। অন্তর্বাস ঠিক না থাকলে যতই ভাল পোশাক পরুন না কেন, একেবারেই বেমানান লাগে।

1 / 8
ফলে আয়নার সামনে দাঁড়িয়ে যখন আপনার নিজেরই ভাল লাগে না, তখন স্কার্ফ দিয়ে সামনেটা ঢেকে রাখার চেষ্টা করেন। আর তা নাহলে ওড়না নিয়ে নেন। কিন্তু সব পোশাকের সঙ্গে কী আর তা চলে!

ফলে আয়নার সামনে দাঁড়িয়ে যখন আপনার নিজেরই ভাল লাগে না, তখন স্কার্ফ দিয়ে সামনেটা ঢেকে রাখার চেষ্টা করেন। আর তা নাহলে ওড়না নিয়ে নেন। কিন্তু সব পোশাকের সঙ্গে কী আর তা চলে!

2 / 8
জানলে অবাক হবেন, একাধিক সমীক্ষায় দেখা গিয়েছে বেশিরভাগ মেয়েরাই সঠিক সাইজের ব্রা পরেন না। ফলে ব্রা পরার পরেও স্তরের পাশ থেকে কিছুটা অংশ বাইরের দিকেই থেকে যায়। যা দেখতে বেশ বিকট লাগে।

জানলে অবাক হবেন, একাধিক সমীক্ষায় দেখা গিয়েছে বেশিরভাগ মেয়েরাই সঠিক সাইজের ব্রা পরেন না। ফলে ব্রা পরার পরেও স্তরের পাশ থেকে কিছুটা অংশ বাইরের দিকেই থেকে যায়। যা দেখতে বেশ বিকট লাগে।

3 / 8
শুধু দেখার দিক থেকে নয়, সঠিক সাইজের ব্রা না পরলে অনেক ধরনের সমস্যা বাড়ে। স্তনে রক্ত চলাচল ঠিকঠাক হয় না। এমনকী একটা সময় পর তার আকারেও পরিবর্তন লক্ষ্য করা যায়। দিনের পর দিন স্তনের টিস্যু ঢিলে হতে থাকে।

শুধু দেখার দিক থেকে নয়, সঠিক সাইজের ব্রা না পরলে অনেক ধরনের সমস্যা বাড়ে। স্তনে রক্ত চলাচল ঠিকঠাক হয় না। এমনকী একটা সময় পর তার আকারেও পরিবর্তন লক্ষ্য করা যায়। দিনের পর দিন স্তনের টিস্যু ঢিলে হতে থাকে।

4 / 8
তাই অন্তর্বাস কিনতে যাওয়ার আগে অবশ্য়ই ব্রা-এর সাইজ নিয়ে ওয়াকিবহাল থাকুন। তাছাড়ও আপনার স্তনের সাইজ নিয়ে খুশি থাকুন। অযথা বড় দেখাতে গিয়ে প্যাডেড ব্রা বেছে নেবেন না।

তাই অন্তর্বাস কিনতে যাওয়ার আগে অবশ্য়ই ব্রা-এর সাইজ নিয়ে ওয়াকিবহাল থাকুন। তাছাড়ও আপনার স্তনের সাইজ নিয়ে খুশি থাকুন। অযথা বড় দেখাতে গিয়ে প্যাডেড ব্রা বেছে নেবেন না।

5 / 8
ব্রায়ের সঠিক মাপ নেওয়ার জন্য প্রথমে আপনাকে একটি ব্রা পরতে হবে। এবার আপনার মনে হতে পারে তার জন্য ব্রা পরার কী প্রয়োজন? আসলে আপনি যখন ব্রা পরে থাকেন, স্তনের আকার ঠিক থাকে। ফলে মাপ নিতে  সুবিধা হবে।

ব্রায়ের সঠিক মাপ নেওয়ার জন্য প্রথমে আপনাকে একটি ব্রা পরতে হবে। এবার আপনার মনে হতে পারে তার জন্য ব্রা পরার কী প্রয়োজন? আসলে আপনি যখন ব্রা পরে থাকেন, স্তনের আকার ঠিক থাকে। ফলে মাপ নিতে সুবিধা হবে।

6 / 8
শুনতে অবাক লাগলেও এই কথা সত্যি। ব্রা ছাড়া মাপ নিলে তা কখনওই সঠিক মাপ হবে না। তবে সেক্ষেত্রে যেন আবার প্যাডেড ব্রা পরে ফেলবেন না। নন-প্যাডেড কম্ফোর্টেবল ব্রা পরুন। এমন ব্রা পরার চেষ্টা করুন, যা আপনার একদম ফিট হয়।

শুনতে অবাক লাগলেও এই কথা সত্যি। ব্রা ছাড়া মাপ নিলে তা কখনওই সঠিক মাপ হবে না। তবে সেক্ষেত্রে যেন আবার প্যাডেড ব্রা পরে ফেলবেন না। নন-প্যাডেড কম্ফোর্টেবল ব্রা পরুন। এমন ব্রা পরার চেষ্টা করুন, যা আপনার একদম ফিট হয়।

7 / 8
এবার আপনার আন্ডারবাস্ট এরিয়া অর্থাৎ বুকের নিচের অংশের মাপ নিন। তা লিখে রাখুন। তারপরে আপনার স্ট্র্যাপ সাইজ মাপুন। এবার স্তনের মাপ নিয়ে ফিতেটি স্তনের উপর টানটান করে ধরুন। তারপর যেমন মাপ বেরবে, তা দেখেই সাইজ বুঝে যাবেন।

এবার আপনার আন্ডারবাস্ট এরিয়া অর্থাৎ বুকের নিচের অংশের মাপ নিন। তা লিখে রাখুন। তারপরে আপনার স্ট্র্যাপ সাইজ মাপুন। এবার স্তনের মাপ নিয়ে ফিতেটি স্তনের উপর টানটান করে ধরুন। তারপর যেমন মাপ বেরবে, তা দেখেই সাইজ বুঝে যাবেন।

8 / 8
Follow Us: