Dark spots on the skin: একদিনেই দূর হবে মেচেতার দাগ, ত্বকে ফর্সা ভাব আনতে এই পাতার জুড়ি নেই

Betel leaf: শীতে দূষণ ভীষণ রকম বেড়েছে। দূষণের প্রকোপে মুখে কালো দাগ বাড়ছে। ওপেন পোরসের সমস্যা হচ্ছে। শীতের দিনে সকলেই ক্রিম মেখে বাইরে বেরোন। এবার সারাদিনের ধূলো-ময়লা ওই ক্রিমের উপরই জমতে থাকে। রাতে বাড়ি ফিরে ঠিক মত মুখ পরিষ্কার না করলে সেই সমস্যা আরও বাড়ে

| Edited By: | Updated on: Jan 15, 2024 | 9:28 AM
ত্বকের নানাবিধ সমস্যা যেন লেগেই রয়েছে। যত দিন যাচ্ছে ততই যেন ত্বকের সমস্যা বাড়ছে। এর মূল কারণ আমাদের রোজকার অভ্যাস। মুখে যত বেশি কেমিক্যাল ব্যবহার কর হয় ততই ক্ষতি হয় ত্বকের

ত্বকের নানাবিধ সমস্যা যেন লেগেই রয়েছে। যত দিন যাচ্ছে ততই যেন ত্বকের সমস্যা বাড়ছে। এর মূল কারণ আমাদের রোজকার অভ্যাস। মুখে যত বেশি কেমিক্যাল ব্যবহার কর হয় ততই ক্ষতি হয় ত্বকের

1 / 8
আজকাল সকলেই ক্রিম, লোশন এসব অনেক বেশি ব্যবহার করেন। আর এর মধ্যে অনেক বেশি রাসায়নিক থাকে। একই সঙ্গে ফেসিয়াল, ব্লিচ এসব করলে ত্বকের অনেক বেশি ক্ষতি হয়। উপরি পাওনা হিসেবে দূষণ তো আছেই

আজকাল সকলেই ক্রিম, লোশন এসব অনেক বেশি ব্যবহার করেন। আর এর মধ্যে অনেক বেশি রাসায়নিক থাকে। একই সঙ্গে ফেসিয়াল, ব্লিচ এসব করলে ত্বকের অনেক বেশি ক্ষতি হয়। উপরি পাওনা হিসেবে দূষণ তো আছেই

2 / 8
শীতে দূষণ ভীষণ রকম বেড়েছে। দূষণের প্রকোপে মুখে কালো দাগ বাড়ছে। ওপেন পোরসের সমস্যা হচ্ছে। শীতের দিনে সকলেই ক্রিম মেখে বাইরে বেরোন। এবার সারাদিনের ধূলো-ময়লা ওই ক্রিমের উপরই জমতে থাকে। রাতে বাড়ি ফিরে ঠিক মত মুখ পরিষ্কার না করলে সেই সমস্যা আরও বাড়ে

শীতে দূষণ ভীষণ রকম বেড়েছে। দূষণের প্রকোপে মুখে কালো দাগ বাড়ছে। ওপেন পোরসের সমস্যা হচ্ছে। শীতের দিনে সকলেই ক্রিম মেখে বাইরে বেরোন। এবার সারাদিনের ধূলো-ময়লা ওই ক্রিমের উপরই জমতে থাকে। রাতে বাড়ি ফিরে ঠিক মত মুখ পরিষ্কার না করলে সেই সমস্যা আরও বাড়ে

3 / 8
পান পাতা দিয়েই এবার করুন রূপচর্চা। পানপাতা এখন সহজেই কিনতে পাবেন। একটা প্লেটে এক চিমটে হলুদ দিয়ে ওর মধ্যে দুটো পানপাতা সারা রাত ভিজিয়ে রাখতে হবে। পাতপাতার মধ্যে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে তা ত্বকের জন্য খুব ভাল

পান পাতা দিয়েই এবার করুন রূপচর্চা। পানপাতা এখন সহজেই কিনতে পাবেন। একটা প্লেটে এক চিমটে হলুদ দিয়ে ওর মধ্যে দুটো পানপাতা সারা রাত ভিজিয়ে রাখতে হবে। পাতপাতার মধ্যে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে তা ত্বকের জন্য খুব ভাল

4 / 8
পরদিন সকালে হলুদ জল থেকে তুলে পানপাতা কুচিয়ে নিতে হবে। এবার তা বেটে নিয়ে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এর মধ্যে এক চামচ জল দিয়ে গুলে পানপাতা ছেঁকে নিতে হবে। দুটো বাটিতে আলাদা করে পানপাতার রস রাখুন। একটা বাটিতে ২ চামচ চালগুঁড়ো, হলুদ দিয়ে ভাল করে গুলে নিন

পরদিন সকালে হলুদ জল থেকে তুলে পানপাতা কুচিয়ে নিতে হবে। এবার তা বেটে নিয়ে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এর মধ্যে এক চামচ জল দিয়ে গুলে পানপাতা ছেঁকে নিতে হবে। দুটো বাটিতে আলাদা করে পানপাতার রস রাখুন। একটা বাটিতে ২ চামচ চালগুঁড়ো, হলুদ দিয়ে ভাল করে গুলে নিন

5 / 8
তৈরি হয়ে গেল ফেসপ্যাক। মুখের কালো দাগ তুলতে এই রেমেডি খুব ভাল কাজ করে। মেচেতার দাগও উঠে যাবে। তবে একটানা অন্তত ১ মাস তা লাগাতে হবে। সারা মুখে লাগিয়ে শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। শুকিয়ে গেলে ভিজে কাপড় দিয়ে মুছে নিন

তৈরি হয়ে গেল ফেসপ্যাক। মুখের কালো দাগ তুলতে এই রেমেডি খুব ভাল কাজ করে। মেচেতার দাগও উঠে যাবে। তবে একটানা অন্তত ১ মাস তা লাগাতে হবে। সারা মুখে লাগিয়ে শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। শুকিয়ে গেলে ভিজে কাপড় দিয়ে মুছে নিন

6 / 8
১০ মিনিট রাখলেই হবে। এতে ট্যানও উঠে যায়। বাকি পানপাতার রসে এক চামচ অ্যালোভেরা জেল, এক চামচ অলিভ অয়েল মিশিয়ে খুব ভাল করে মিশিয়ে নিতে হবে। সুন্দর একটা ক্রিম তৈরি হয়ে যাবে। এবার তা মুখে লাগিয়ে খুব ভাল করে ম্যাসাজ করে নিতে হবে

১০ মিনিট রাখলেই হবে। এতে ট্যানও উঠে যায়। বাকি পানপাতার রসে এক চামচ অ্যালোভেরা জেল, এক চামচ অলিভ অয়েল মিশিয়ে খুব ভাল করে মিশিয়ে নিতে হবে। সুন্দর একটা ক্রিম তৈরি হয়ে যাবে। এবার তা মুখে লাগিয়ে খুব ভাল করে ম্যাসাজ করে নিতে হবে

7 / 8
বয়সের ছাপ দূর করতেও দারুণ কাজ করে এই পান পাতা। দামি ক্রিমের থেকে অনেক ভাল কাজ করবে। টানা এক সপ্তাহ ব্যবহার করলে খুব ভাল কাজ করবে। ১০ মিনিট ম্যাসাজ করার পর মুখ ধুয়ে নিন। হালকা কোনও ক্রিম লাগালেই কেল্লা ফতে

বয়সের ছাপ দূর করতেও দারুণ কাজ করে এই পান পাতা। দামি ক্রিমের থেকে অনেক ভাল কাজ করবে। টানা এক সপ্তাহ ব্যবহার করলে খুব ভাল কাজ করবে। ১০ মিনিট ম্যাসাজ করার পর মুখ ধুয়ে নিন। হালকা কোনও ক্রিম লাগালেই কেল্লা ফতে

8 / 8
Follow Us: