AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rajinikanth: শিবাজি দ্য বস! ৩৫ কোটির বাড়ি, সুপারস্টার রজনীকান্তের এই তথ্যগুলো জানেন?

Rajinikanth's house and Family: সুপারস্টার রজনীকান্তকে কে না চেনেন! এখনও তাঁর সিনেমা ঝড় তোলে। তেমনই পুরনো সিনেমাও। দক্ষিণী সিনেমার নায়ক হিসেবেই সীমাবদ্ধ নন তিনি। তাঁর ফ্যান সারা দেশ জুড়েই। প্রবাসী ভারতীয়দের কথাও ভুললে চলবে না। গত ১২ ডিসেম্বর ৭৪তম জন্মদিন পালন করেছেন সুপারস্টার। 'শিবাজি দ্য বস'-এর এই তথ্যগুলো জানেন কি না, মিলিয়ে নিন তো!

| Updated on: Dec 25, 2024 | 4:43 PM
Share
ভারতের সিনেমা জগতে উপার্জনের দিক থেকে শীর্ষ সারিতেই রয়েছেন রজনীকান্ত। আর তিনি যে বিলাসবহুল জীবনযাপন করবেন, সেটাই প্রত্যাশিত। চেন্নাইতে ম্যানসন রয়েছে রজনীকান্তের।  ছবি: X

ভারতের সিনেমা জগতে উপার্জনের দিক থেকে শীর্ষ সারিতেই রয়েছেন রজনীকান্ত। আর তিনি যে বিলাসবহুল জীবনযাপন করবেন, সেটাই প্রত্যাশিত। চেন্নাইতে ম্যানসন রয়েছে রজনীকান্তের। ছবি: X

1 / 8
চেন্নাইয়ের পশ এলাকায় রজনীকান্তের বাড়ি। রজনীকান্তর কন্যা মাঝে মাঝেই নানা ছবি পোস্ট করেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী রজনীকান্তর এই ম্যানসনের দাম অন্তত ৩৫-৪০ কোটি! ছবি: X

চেন্নাইয়ের পশ এলাকায় রজনীকান্তের বাড়ি। রজনীকান্তর কন্যা মাঝে মাঝেই নানা ছবি পোস্ট করেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী রজনীকান্তর এই ম্যানসনের দাম অন্তত ৩৫-৪০ কোটি! ছবি: X

2 / 8
থালাইভা রজনীকান্তর ম্যানসনের এত দাম অস্বাভাবিক নয়। আধুনিক সমস্ত ব্যবস্থাই রয়েছে। তবে নিজের সংস্কৃতি ভোলেননি। তাই ডিজাইনের দিক থেকে সেটা ধরে রেখেছেন। ছবি: X

থালাইভা রজনীকান্তর ম্যানসনের এত দাম অস্বাভাবিক নয়। আধুনিক সমস্ত ব্যবস্থাই রয়েছে। তবে নিজের সংস্কৃতি ভোলেননি। তাই ডিজাইনের দিক থেকে সেটা ধরে রেখেছেন। ছবি: X

3 / 8
বহুমূল্য ইন্টিরিয়র। থালাইভার বাড়িতে বড় একটি গার্ডেন এরিয়া রয়েছে। প্রচুর গাছও লাগিয়েছেন। পরিবেশের কথাও ভোলেন না সুপারস্টার। ছবি: X

বহুমূল্য ইন্টিরিয়র। থালাইভার বাড়িতে বড় একটি গার্ডেন এরিয়া রয়েছে। প্রচুর গাছও লাগিয়েছেন। পরিবেশের কথাও ভোলেন না সুপারস্টার। ছবি: X

4 / 8
একদিকে ট্র্যাডিশনাল আবার আধুনিকতার ছোঁয়াও রয়েছে। শান্তির প্রতীক সাদা রং। রজনীকান্তের ম্যানসনের দেওয়ালও সাদা। সঙ্গে দুর্দান্ত কিছু পেইন্টিংও রয়েছে। ছবি: X

একদিকে ট্র্যাডিশনাল আবার আধুনিকতার ছোঁয়াও রয়েছে। শান্তির প্রতীক সাদা রং। রজনীকান্তের ম্যানসনের দেওয়ালও সাদা। সঙ্গে দুর্দান্ত কিছু পেইন্টিংও রয়েছে। ছবি: X

5 / 8
কাজের দিক থেকে বলা যায়, রজনীকান্তের শেষ সিনেমা মুক্তি পেয়েছিল ভেত্তাইয়ান। বক্স অফিসে ঝড় তুলেছে। ওটিটি প্ল্যাটফর্মেও রয়েছে সেই ছবি। সামনেই তাঁর নতুন ছবি আসার কথা। যার নাম কুলি। ছবি: X

কাজের দিক থেকে বলা যায়, রজনীকান্তের শেষ সিনেমা মুক্তি পেয়েছিল ভেত্তাইয়ান। বক্স অফিসে ঝড় তুলেছে। ওটিটি প্ল্যাটফর্মেও রয়েছে সেই ছবি। সামনেই তাঁর নতুন ছবি আসার কথা। যার নাম কুলি। ছবি: X

6 / 8
শুধু যে দক্ষিণী সিনেমায় আটকে থেকেছেন তা নয়। বলিউডেও তাঁর অনেক সিনেমা রয়েছে। তাঁর সিনেমা অন্ধা কানুন একটা সময় সবচেয়ে বেশি আয়ের রেকর্ডও গড়েছিল। ছবি: X

শুধু যে দক্ষিণী সিনেমায় আটকে থেকেছেন তা নয়। বলিউডেও তাঁর অনেক সিনেমা রয়েছে। তাঁর সিনেমা অন্ধা কানুন একটা সময় সবচেয়ে বেশি আয়ের রেকর্ডও গড়েছিল। ছবি: X

7 / 8
ভক্তরা যেমন তাঁকে ভগবানের আসনে বসিয়েছেন, তেমনই তাঁর পরিবারও খুব সুন্দর। কন্যা ঐশ্চর্য। এক পুত্রও রয়েছে যাঁর নাম সৌন্দর্য। স্ত্রী লতা রজনীকান্ত। ছবি: X

ভক্তরা যেমন তাঁকে ভগবানের আসনে বসিয়েছেন, তেমনই তাঁর পরিবারও খুব সুন্দর। কন্যা ঐশ্চর্য। এক পুত্রও রয়েছে যাঁর নাম সৌন্দর্য। স্ত্রী লতা রজনীকান্ত। ছবি: X

8 / 8